Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আবার আসুন, ছবির হাটে

নক্ষত্র ব্লগে দেখি ভূত আছে। আমি আজকে এই প্রথম না, সবসময়েই খেয়াল করেছি। কিছুক্ষণ পার হয়ে গেলেই দেখি, আমি লগ আউট হয়ে বসে আছি। পুনরায় তালাচাবি দিয়ে দরজা খুলে আমাকে নক্ষত্র ব্লগে ঢুকতে হয়। অন্য সময়ে এটা নিয়ে আমার একটুও কষ্ট লাগে না। কিন্তু, সন্ধ্যা থেকে একটা ছবি ব্লগ রেডি করতেছিলাম, ব্লগ সঞ্চালককে বলছি, এখানে আপনারা পোস্ট সংরক্ষণ করারও কোন অপশন রাখেন নাই। তাই সম্পূর্ণ রেডি করে আমাকে ওটা প্রকাশে দিতে হয়েছে। আর, সেই সন্ধ্যা থেকে আমি লগইন করা দেখে ব্লগের ভূতের তা সহ্য হলো না। যে কে সেই!! পুনরায় লগইন করে এসে দেখি, আমার পোস্ট নাই। সব ফকফকা!! 

যাক গে, যা দেখাতে চেয়েছিলাম, তা এখন আর নতুন করে লিখতে ইচ্ছে করছে না। বিরক্তি ধরে গেছে একেবারে।  

সুন্দর করে বর্ণনা দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা পোস্টের দুনিয়ার কথা পুনরায় লিখতে ইচ্ছে করে, বলেন??

মুডটাই নষ্ট হয়ে গেলো।

যাক, আসুন এখন ছবি দেখি।  চিত্রকর্মের ফ্রেম অনেক রকম করা হয়। আর তা ভেদে ফ্রেমের মূল্যও বিভিন্ন রকম। তাই ওটা কাস্টোমারের সাথে সরাসরি কথা বলে নেয়া ছাড়া আনুমানিক বলা সম্ভব নয়। সেজন্যে এখানে সব ছবির ফ্রেম ছাড়া মূল্য দেয়া হলো। 

ছবিগুলো ফেসবুকে যেভাবে আছে, সেভাবে সেখান থেকে এনে দেখানো হলো আপাতত। কিন্তু, এতে আমার নিজেরই মন ভরলো না। কেননা সেখানে আমি অসম্পূর্ণ ছবিও অনেক শেয়ার করি। যাহোক, কি আর করা। কিছু ছবিতে পাশাপাশি দুটো-তিনটে আছে, সেগুলো বলুনতো কি? সেগুলো হলো, মূল বিষয়কে পাশে রেখে তুলনা করা যে, কতটা হুবহু আঁকতে সক্ষম হোলাম। 

হ্যাপি ব্লগিং। 

১) 

১২ বাই ১২ ইঞ্চি তেল রঙের ক্যানভাস, ফ্রেম ছাড়া ১২০০টাকা। 

নিচে একই বিষয় বিভিন্নভাবে রেখে আঁকা হয়েছে কয়েকটি ছবি। 

 

 

 

 

 

 

 

 

 

২) 

২৪ বাই ২৪ ইঞ্চি ক্যানভাসে তেল রঙের কাজ করা, ফ্রেম ছাড়া মূল্য- ৪০০০টাকা 

 

 

 

৩) 

১৬ বাই ২২ ইঞ্চি ক্যানভাসে তেল রঙের কাজ করা, ফ্রেম ছাড়া মূল্য- ২২০০টাকা 

 

 

 

 

 

৪) 

১৮ বাই ২২ ইঞ্চি ক্যানভাসে তেল রঙের কাজ করা, ফ্রেম ছাড়া মূল্য- ২৫০০টাকা

 

 

৫) 

১২ বাই ১৬ ইঞ্চি ক্যানভাসে তেল রঙের কাজ, ফ্রেম ছাড়া মূল্য- ১৫০০টাকা।  

 

 

 

০ Likes ৩৪ Comments ০ Share ৬৫৪ Views

Comments (34)

  • - তাহমিদুর রহমান

    আমি ছবির ব্যাপারে পুরোপুরি অজ্ঞ আপা। তবু ভাল লাগছে আপনার মত গুণী একজনের সাথে পরিচিত হতে পেরে। 

    • - জাকিয়া জেসমিন যূথী

      ধন্যবাদ, আপনাকে। গুণী বলে আমাকে লজ্জিত করবেন না। সামান্য কিছু পারি আরকি। 

    - মুহাম্মাদ আরিফুর রহমান

    বেচা কেনা শুরু করলেই তো - নক্ষত্র একটা ই কমার্স হইয়া যায় ...

    • - তাহমিদুর রহমান

      রাইট। আমারো তাই মনে হয়। এসব ছবি অনেকেই অনলাইনে কিনতে আগ্রহী। 

    • Load more relies...
    - গোলাম মোস্তফা

    অনেক ভাললেগেছে আপানার শিল্প কর্ম 

    বুজতে পারছি আপনি ভাল ছবি আকেন ।কিন্তু ছবি গুল তোলার সময় আর একটু হাই রেজুলেশিওন ছবি পেলে ভাল লাগে দেখতে ।

    আর এমন সুন্দর সুন্দর ছবির অপেক্ষায় রইলাম ।

     

    অনেকনেক শুভ কামনা আপানার জন্য ।

    • - জাকিয়া জেসমিন যূথী

      ধন্যবাদ, ভাই গোলাম মোস্তফা।

      এই পেইন্টিং গুলো অনেক আগের, মোবাইল ক্যামেরা দিয়ে ছবির ইমেজ নেয়া হয়েছিলো। পেইন্টিংগুলো বিক্রয় হয়ে গেছে। আমার কাছে এখন থাকলে আমি ক্যামেরা দিয়ে ইমেজ নিয়ে আপনদেরকে দেখাতে পারতাম। 

      এর পরের ছবিগুলো চেষ্টা করবো হাই রেজুলেশনে শেয়ার করতে। 

      ধন্যবাদ, ভালো থাকবেন। 

    Load more comments...