Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

আজকের প্রথম পাতার পোষ্ট এবং

ছুটির দিন একেবারে নিখাদ ছুটির দিনের মতন কাটলো! যদিও ভেবেছিলাম সকালে বাইরে যাবো। কিছু কাজ করবো। ফোনে যোগাযোগ করে সকালে আর সেখানে যাওয়া হয়নি। তারপর যথারীতি কিছু বাজার সদাই করেছি ঘরের জন্য। দুপুরে খেয়ে শীতের দিনের দুপুরে ঘুমাতে কেমন লাগে তা পরীক্ষা করতে গিয়ে টানা এক ঘুম দিয়ে উঠলাম। সান্ধ্য চা এর পর টিভি খুলে বসে কিছুক্ষণ দেশ বিদেশের খবর জেনে ভাবলাম এবার ব্লগের অবস্থা দেখি।
ভার্চুয়াল বন্ধুদের আপডেট নিতে ব্লগ/ ফেসবুকে এলাম।

ব্লগ পড়তে গিয়ে মনে হল কদিন আগে একবার বলেছিলাম প্রথম পাতার পোষ্ট নিয়ে লিখবো। যেমন ভাবনা তেমন কাজ - মন দিয়ে নক্ষত্র ব্লগের প্রথম পাতা পড়ে এই সম্পর্কিত সকল কিছু নিয়ে এই পোষ্ট লিখলাম। ব্লগারদের প্রতি অনুরোধ সকলে সহজভাবে নেবেন কথাগুলো। পোষ্ট পড়ে যা মনে হয়েছে তাই লিখেছি। বাড়িয়ে লিখিনি, কমিয়েও না। এই প্রচেষ্টা মাঝে মাঝে চালাবো ভাবছি। 

শিরোনাম: আয়নায় নিজের লেখার প্রতিবিম্ব। ব্লগার ঘাস ফুল; ব্লগ বিভাগে লিখেছে।
পোষ্টটি কতগুলো প্রাসঙ্গিক গঠনমূলক এবং বিশ্লেষণধর্মী মন্তব্য নিয়ে তার পূর্বের পোষ্ট "পাঠকের মন্তব্য, লেখকের টনিক" প্রাপ্ত মন্তব্য নিয়ে নতুন পোষ্ট। ব্লগ  ব্লগার এবং তাদের মন্তব্য নিয়ে এমন ধরণের পোষ্ট ব্লগে চাঞ্চল্য বাড়ায়। নানা কারণেই এমন পোষ্ট গুরুত্বপূর্ণ। অশেষ ধন্যবাদ ব্লগার ঘাস ফুলকে।     
পোষ্টটিতে ৮টি ইউনিক আইপির ভিজিট সহ ৫টি মন্তব্য রয়েছে।
 
শিরোনাম: ঘরের ভেতর পৃথিবী নেই। ব্লগার সুমন দাশ; কবিতা বিভাগে লিখেছেন।
শব্দচয়নে কিছু জায়গায় চমক দেখিয়েছেন। কবিতায় আন্তরিক প্রচেষ্টা ছিল কবিতা হয়ে উঠার ব্যাপারে তবু কোথায় যেন কবিতাটি অসম্পূর্ণ রয়ে গেছে। অথচ কবিতাটিতে পুরো রসদ ছিল একটুই সুলিখিত কবিতা হয়ে উঠার। কবি সুমনকে আমি জানি চিনি কিছুটা, তিনি ইদানীং বেশ লিখছেন, তাই আশা করছি তিনি কবিতাটি নিয়ে আবার ভাববেন। শুভেচ্ছা রইলো নবীন এই কবির জন্য।  
পোষ্টটিতে ০৮টি ইউনিক আইপির ভিজিট সহ ৪টি মন্তব্য রয়েছে।  
 
শিরোনাম: এক টুকরো প্রকৃতি উঠে এলো আমার ক্যামেরায় (এক)। ব্লগার জাকিয়া জেসমিন যূথী; শিল্প ও সাহিত্য, ফটোগ্রাফি বিভাগে লিখেছেন।
তার তোলা কিছু ছবি নিয়ে পোষ্ট। আরো ছবি হলে আরো ভাল লাগতো। সুন্দর পোষ্ট। তবে জানা গেছে তিনি বাইরে যাবার সময় যে ব্যাগটি বেশি ব্যবহার করি সেটিতে সব জিনিসের সাথে তার নাইকন ক্যামেরাটিও থাকে। :D
পোষ্টটিতে ১৫টি ইউনিক আইপির ভিজিট সহ ৪টি মন্তব্য রয়েছে।
 
শিরোনাম: গণতন্ত্র রক্ষা নয় সংবিধান রক্ষার নির্বাচন! ব্লগার ফাতিন আরফি; সমসাময়িক, বিবিধ, রাজনীতি, ধর্ম ও দর্শন বিভাগে লিখেছেন।
দ্রোহের তরুণ কবি লিখেছেন সমসাময়িক ইস্যু নিয়ে এই পোষ্টটি। আমার কাছে ভালো লেগেছে এই প্রকাশ।  
পোষ্টটিতে ১০টি ইউনিক আইপির ভিজিট সহ ১টি মন্তব্য রয়েছে।
 
শিরোনাম: গ্যাস্ট্রিক ও হার্ট বার্ন - প্রতিকার, প্রতিরোধ! ব্লগার ডাঃ এন এইচ সার্জা; জীবন-চর্চা, স্বাস্থ্য বিভাগে লিখেছেন।
ডাক্তার সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি গত পোষ্টে এই বিষয় নিয়ে আলোকপাত করতে অনুরোধ করেছিলাম। কারণ আমি নিজেই এর রোগী। তিনি পোষ্ট দিয়ে আমাদের সবাইকে বিষয়টি নিয়ে জানার সুযোগ করে দিয়েছেন জানিয়েছেন প্রতিকারের কথা। ভালো লেগেছে অনেক। ধন্যবাদ আবারও।
পোষ্টটিতে ১৪টি ইউনিক আইপির ভিজিট সহ ৪টি মন্তব্য রয়েছে।
 
শিরোনাম: এই জীবনের এত বোঝা © ব্লগার মেজদা সঙ্গীত বিভাগে লিখেছেন।
জনপ্রিয় গুণী ব্লগার মেজদার ভাব সঙ্গীত। লেখাটি ভালোলেগেছে আমার কাছে। তিনি ভালো লিখেন। এমন ধারার লেখায় তার মুন্সিয়ানা রয়েছে।  
পোষ্টটিতে ১৭টি ইউনিক আইপির ভিজিট সহ ২৭টি মন্তব্য রয়েছে।  

শিরোনাম: বান্ধবীর হাত ধরে ঘুরে আসুন পৃথিবীটা। ব্লগার শাহআজিজ; বিবিধ, ভ্রমণ বিভাগে লিখেছেন।
বি বি এস চায়না ফোরাম থেকে সংগৃহীত ছবি নিয়ে ছবি পোষ্ট! অনেক কিছু দেখা হয়ে গেল যেনো। আমার কাছে বেশ লাগলো পোষ্টটি। ধন্যবাদ ব্লগার শাহ আজিজ ভাইকে।   
পোষ্টটিতে ১২টি ইউনিক আইপির ভিজিট সহ ৪টি মন্তব্য রয়েছে।
 
শিরোনাম: সম্পূর্ণ জীবন। ব্লগার আবু সাঈদ চৌধুরী; সাহিত্য, কবিতা বিভাগে লিখেছেন।
কবিতা পোষ্ট, খুব ভয়ংকর কোন কবিতা নয়। নিপাট সাদামাটা কবিতা। শুভেচ্ছা কবির জন্য।
পোষ্টটিতে ৮টি ইউনিক আইপির ভিজিট সহ ১টি মন্তব্য রয়েছে।   
 
শিরোনাম: গণতন্ত্রের কবিতা। ব্লগার Badrul Islam Prince; সাহিত্য, কবিতা বিভাগে লিখেছেন।
তার নামটি বাংলায় দেখালে ভালো লাগতো। এই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করছি। কবিতা মোটামুটি ভাল লেগেছে। আরও বেশী বেশী পড়তে এবং নিয়মিত লিখতে অনুরোধ জানাই। শুভেচ্ছা কবির জন্য। উনার প্রতিও অনেক সহ ব্লগারের অনুরোধ আছে মন্তব্যরে প্রতিউত্তর দেবার ব্যাপারে।
পোষ্টটিতে ৬টি ইউনিক আইপির ভিজিট সহ ১টি মন্তব্য রয়েছে।  
 
শিরোনাম: Childhood Never Returns. ব্লগার মোঃ মুজিব উল্লাহ; সাহিত্য, কবিতা বিভাগে লিখেছেন।
আমার প্রিয় এই ব্লগারের পোষ্ট ইংরেজি ভাষায় লেখিত একটি কবিতা। তিনি একজন জাত ব্লগার। দীর্ঘদিন ধরে ব্লগিং করছেন। নানা বিশ্লেষণী পোষ্ট লিখে ইতিমধ্যে পরিচিত হয়েছেন। যদিও নক্ষত্র ব্লগে তাকে আসল রূপে এখনো পাওয়া যায়নি। তার ব্লগিং শক্তির তুলনায় অনেক হালকা চালে ব্লগিং করছেন নক্ষত্র ব্লগে। তার জন্য শুভেচ্ছা।  
পোষ্টটিতে ৭টি ইউনিক আইপির ভিজিট সহ ০টি মন্তব্য রয়েছে।

শিরোনাম: আজও চায়ের কাপে বারুদের গন্ধ। ব্লগার গোলাম মোস্তফা; সমসাময়িক, রাজনীতি বিভাগে লিখেছেন।
ব্লগে দ্রোহের প্রতিবাদের কবিতা লিখে যিনি ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন সেই ব্লগার গোলাম মোস্তফার পোষ্ট। তিনি ছবি দিয়ে মন্তব্য করে আলাদা একটি ধারা তৈরি করেছেন ইতিমধ্যে। কবিতাটি বেশ লিখেছেন। ধন্যবাদ জানাই।   
পোষ্টটিতে ১৭টি ইউনিক আইপির ভিজিট সহ ৫টি মন্তব্য রয়েছে।   
 
শিরোনাম: পরিচয়। ব্লগার মো : আশিকুজ্জামান; সাহিত্য, কবিতা বিভাগে লিখেছেন।
সহজ সাধারণ করে লেখা কবিতা পোষ্ট। ব্লগার আশিককে জানাই শুভকামনা।
পোষ্টটিতে ১৭টি ইউনিক আইপির ভিজিট সহ ৪টি মন্তব্য রয়েছে।      

শিরোনাম: বয়স এখন পড়ন্ত। ব্লগার নাজনীন পলি; সাহিত্য, কবিতা বিভাগে লিখেছেন।
নক্ষত্র ব্লগে তিনি বেশ পরিচিত মুখ হয়ে উঠছেন। অনেকের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। সজ্জন এই ব্লগারের লেখাটি ভালো লেগেছে। যদিও তিনি কবিতা খুব বেশী লিখেন না।
পোষ্টটিতে ৩০টি ইউনিক আইপির ভিজিট সহ ২৫টি মন্তব্য রয়েছে।     
 
শিরোনাম: কবি শফিকুল রচিত একটি গণসঙ্গীত। ব্লগার এম এস ইসলাম; সাহিত্য, কবিতা বিভাগে লিখেছেন।   
এই ব্লগারের প্রতি অনেক সহ ব্লগারের অভিযোগ রয়েছে এই একই পোষ্ট সকল বাংলা ব্লগে প্রকাশের ব্যাপারে। তিনি মন্তব্যের উত্তর প্রদান না করে সহ ব্লগারদের সঙ্গে কোন ধরনের ব্লগীয় সম্পর্ক তৈরি না করে একের পর এক এই একই পোষ্ট দিয়ে যাচ্ছেন বছরের পর বছর ধরে।  
পোষ্টটিতে ৫টি ইউনিক আইপির ভিজিট সহ ০টি মন্তব্য রয়েছে।
 
শিরোনাম: পরে থাকা লেখা। ব্লগার কে,এইচ, মাহা বুব; সাহিত্য, কবিতা বিভাগে লিখেছেন।
আমি পড়েছি এই পোষ্টটি; খুব সাধারণ সহজ করে লেখা কবিতা। আরও প্রচুর লেখা এবং পড়ার প্রয়োজন রয়েছে কবির। 
পোষ্টটিতে ১১টি ইউনিক আইপির ভিজিট সহ ৪টি মন্তব্য রয়েছে।
 
শিরোনাম: আকাশ ভরা মেঘ। ব্লগার রাজীব নূর খান; সাহিত্য, গল্প বিভাগে লিখেছেন।
পোষ্টটিতে লেখক নিজের কিছু ভাবনার কথা বলেছেন।  মেয়েদের প্রেম, শারীরিক সম্পর্ক, ওড়না সরে যাওয়া সহ আরও কিছু আচরণগত দিকের কথা বলেছেন। এসব কথা নিয়ে আজকের চিন্তার কথা জানিয়েছেন। দিনপঞ্জি লেখার মতন। উল্লেখ্য পোষ্টটি সাহিত্য, গল্প বিভাগে প্রকাশ করেছেন তিনি।   
লেখক মন্তব্যের উত্তর প্রদান করেন না বলে অনেক সহ ব্লগার তার পোষ্টে মন্তব্য করতে উৎসাহ বোধ করেন না।
পোষ্টটিতে ৮টি ইউনিক আইপির ভিজিট সহ ১টি মন্তব্য রয়েছে।

শিরোনাম: অনুবাদ কবিতা। ব্লগার জাহাঙ্গীর আলম; সাহিত্য, অনুবাদ বিভাগে লিখেছেন।
ক্যারোলিন ক্যাডির কবিতা অনুবাদ পোষ্ট। আমার কাছে ভালো লেগেছে। আমি ইতিপূর্বে কবির কোন কবিতা পড়িনি। পোষ্টে কবি পরিচিতি যোগ করায় আমরা কবির সম্পর্কেও জানতে পেরেছি। ব্লগারের প্রতি সাধুবাদ রইল।  
পোষ্টটিতে ১৬টি ইউনিক আইপির ভিজিট সহ ৩টি মন্তব্য রয়েছে।
 
শিরোনাম: আড্ডাবাজদের খুঁজছি। ব্লগার কালের পুতু্ল; বিবিধ, দিনপঞ্জি বিভাগে লিখেছেন।
আড্ডা পোষ্ট। যা ব্লগের জনপ্রিয় ধারা। মাঝেই মাঝেই অনেকে আড্ডায় মেতে উঠতে চান তারা এমন পোষ্ট দিয়ে থাকেন।
পোষ্টটিতে ৪৪টি ইউনিক আইপির ভিজিট সহ ৯০টি মন্তব্য রয়েছে।   
 
শিরোনাম: ৭৭% লোক আগামী নির্বাচনের বিপক্ষে। ব্লগার প্রাত্যহিক নিউজ; সমসাময়িক, রাজনীতি বিভাগে লিখেছেন এই পোষ্টটি।
ঢাকা ট্রিবিউন জরিপ এর খবর দিয়ে তিনি শেয়ার করেছেন নিউজটি।
পোষ্টটিতে ১৬টি ইউনিক আইপির ভিজিট সহ ৩টি মন্তব্য রয়েছে।
 
শিরোনাম: আজকের দিনটা কার কেমন যাবে জেনে নেই......ফটো-ব্লগ। ব্লগার কামাল উদ্দিন; রসরচনা বিভাগে লিখেছেন।
সিনিয়র ব্লগার কামাল ভাই এর পোষ্ট। তিনি আমি তার তোলা কিছু ছবি নিয়ে একটু মজা করেছেন যেখানে রাশির কিছু ছবি আছে। ছবিগুলো তিনি তুলেছেন বাগের টের সুন্দরবন রিসোর্ট ও পিকনিক স্পট থেকে। সুন্দর পোষ্ট।    
পোষ্টটিতে ৩৪টি ইউনিক আইপির ভিজিট সহ ৩৪টি মন্তব্য রয়েছে।  

*
আমি যখন এই পোষ্ট লিখছি তখন আরও ৩টি পোষ্ট প্রথম পাতায় যুক্ত হয়েছে।
সে ৩টি পোষ্ট নিয়ে মন্তব্য করছি না। (হোমো স্যাপিয়েন্স (Homo sapiens)। আদি মানবের অভিপ্রয়াণ শিরোনামে ব্লগার শামীম চৌধুরী আপা পোষ্ট দিয়েছেন সমাজ বিভাগে। শেফালীর স্বপ্ন শিরোনামে তৌফিক মাসুদ প্রকাশ করেছেন পোষ্ট। পাল ছেঁড়া নাবিক শিরোনামে আহমেদ রব্বানী ভাই এর পোষ্ট। )


স্টিকি পোষ্ট, নির্বাচিত পোষ্ট, সুপার স্টিকি পোষ্ট এই তালিকার বাইরে রইলো।সে সব নিয়ে অন্য কোণ দিন আলোচনা হতে পারে অথবা আপনারা যে কেউ লিখতে পারেন। এতে করে ব্লগ কর্তৃপক্ষ বুঝতে পারবেন সঞ্চালক নির্বাচিত পোষ্ট, সুপার স্টিকি, আলোচিত, নির্বাচিত পোষ্ট নিয়ে আমরা ব্লগাররা কে কি ভাবছি।

ধন্যবাদ। ভালো থাকুন সবাই। 


সংযুক্ত মন্তব্যঃ আজ নক্ষত্র ব্লগে অতিথি ব্লগার সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বেশ কম। এ কারণেই অনেক পোষ্টে আশানুরুপ মন্তব্য এবং হিট নেই।
অন্যান্য দিনের তুলনায় আজ ভিজিটর এর সংখ্যা অনেক কম কম।

সকলেই ছুটির দিন ছুটির মতন কাটিয়েছেন দেখছি!
   

১ Likes ৬৩ Comments ০ Share ৮১১ Views

Comments (63)

  • - রোদেলা

    মীন রাশির জাতক-জাতিকারা সাধারণত আদর্শবাদী এবং রোমান্টিক হয়ে থাকে।

    জীবনে কুনো প্রেম নাই ...

    • - লুব্ধক রয়

      পেরেম আসবে নীরবে 

    • Load more relies...
    - মরুভূমির জলদস্যু

    কুম্ভ (Aquarius)
    যাদের জন্ম ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে

    আবেগপ্রবণ স্বভাবের হওয়ায় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মাঝে এমন কিছু আর্ষণীয় বিষয় থাকে, যা বিপরীত লিঙ্গকে খুব সহজেই মুগ্ধ করে রাখতে পারে। মিথুন এবং তুলা রাশি এদের জন্য উত্তম জুটি হয়ে থাকে। সিংহ রাশিকে এড়িয়ে চলা এদের জন্য ভালো। ২০১৪ সালের এ বছরটিতে আপনি বৃহস্পতির ছোঁয়া পেতে যাচ্ছেন আপনার ভালোবাসার ঘরে। বছরের প্রায় পুরোটা সময় ধরে সে আপনাকে প্রভাবিত করবে। তবে যখন আপনি ভালোবাসার সম্পর্কে জড়াবেন তখন এটা ভালোভাবে নিশ্চিত হোন যে আপনার ভালোবাসার সম্পর্কটি একটি নিশ্চিত পথের দিকে এগোচ্ছে। তা নাহলে ভবিষ্যতে আপনাকে এর জন্য দুঃখ পোহাতে হতে পারে। এ বছরে যদি আপনি কোনোএ সম্পর্কের সাথে যুক্ত থাকেন তবে তা বিবাহের দিকে ধাবিত হতে পারে। আর যদি একা থাকেন তবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েত পারেন। তবে সেক্ষেত্রে সদাহাস্যময়ী জাতক-জাতিকাদের কারও সাথে সম্পর্ক করাটা আপনার জন্য ভালো হবে। বছরের শেষভাগে কারও কারও ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে।

     

    দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুতি নিতে বলছেন মনে হচ্ছে.....

    - কামাল উদ্দিন


    মকর (Capricon)
    যাদের জন্ম ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি তারিখের মধ্যে

    প্রেমের ক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহে কখনো কোনো ভাটা পড়ে না। তবে এদের পারিবারিক এবং দাম্পত্যজীবন খানিকটা ঘাত-প্রতিঘাতময়। মকর জাতক-জাতিকাদের জন্য উত্তম জুটি হতে পারে বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। ২০১৪ সালটি সব দিকে দিয়েই আপনার প্রেম-ভালোবাসাকে বেশ আনন্দময় করে তুলতে পারে। আপনি আপনার মনের মানুষের সঙ্গ উপভোগ করতে বেশ আগ্রহী হয়ে উঠতে পারেন। একটি জ্বলন্ত যৌনাকাঙ্ক্ষা আপনার প্রিয়জনকে সবসময় আপনার দিকে টেনে রাখবে। আপনি আরও তীব্র ভালোবাসায় উজ্জ্ব্ল হয়ে উঠতে পারেন। এই সব হতে পারে কারণ বৃহস্পতি জুলাই পর্যন্ত আপনার প্রেম-ভালোবাসা ও আন্তরিকতার ঘরে অবস্থান করবে। এপ্রিল মাসে আপনার ভালোবাসার ঘরে সূর্য গ্রহণ প্রবেশ করলে আপনার যৌনাকাঙ্ক্ষা একটি বিশেষ গতি লাভ করতে পারে। তখন আপনি খুব সহজেই আপনার ভালো লাগার মানুষের ভালোবাসা পেতে পারেন। যারা এখনই একা তাএদর মনের দরজায় কেউ কড়া নাড়তে পারে। কারো কারো ভেঙে যাওয়া প্রেম আবার জোড়া লাগতে পারে। তবে জুন-জুলাইয়ের দিকে বুধ কিছুটা পশ্চাৎপদ হওয়ায় আপনার প্রেমে কিছুটা ভাটাও চলে আসতে পারে। যতটা সময় প্রিয়জনের কাছাকাছি থাকার চেষ্টা করুন। তার পছন্দ-অপছন্দকে বিশেষভাবে মূল্যায়ন করুন। 

    • - নীল সাধু

      কামাল ভাই এতো খুশী ক্যানু? ঝাতি ঝানতে চায় 

    • Load more relies...
    Load more comments...