Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শেফালী সোহেল

১০ বছর আগে

আজকের দিনটি খুব সুন্দর কিন্তু আমি তা দেখতে পারছি না

আজকের দিনটি খুব সুন্দর কিন্তু আমি তা দেখতে পারছি না

অনুবাদ:শেফালী সোহেল

বিদেশি গল্প

 

 

 

 

 

 

একটি অন্ধ বালক বিল্ডিং এর সিঁড়িতে তার পায়ের কাছে একটি হেট রেখে বোর্ডে একটি বার্তা লিখে বসে আছে। তাতে লেখা-

“আমি অন্ধ, আমাকে সাহায্য করুন”

 

টুপিতে কয়েকটিমাত্র কয়েন পরেছে।

 

একজন লোক তার পাশ দিয়ে যাচ্ছে। সে তার পকেট থেকে কয়েকটি কয়েন টুপিতে দিল। লোকটি কাজগটি হাতে তুলে নিয়ে কিছু লিখল। লোকটি বালকের লেখা কথাগুলো পেছন দিকে রেখে তার নিজের লেখা সামনের দিকে রেখে চলে গেল যাতে সবাই লোকটির লেখাটিই দেখতে পায়।

 

দ্রুতই বালকটির হেটটি কয়েনে ভরে গেল। প্রচুর লোক অন্ধ বালকটিকে সাহায্য করল। বিকেলে সেই লোকটি বালকটির অবস্থা দেখতে এল।

 

বালকটি লোকটির পদধ্বনি চিনতে পেরে জিজ্ঞেস করল-“আপনি কি সেই লোক যিনি সকালে আমার লেখা পরিবর্তন করে দিয়েছিলেন” আপনি কী লিখেছিলেন”?

 

লোকটি বলল, “আমি সত্যিটাই লিখেছি। তুমি যা লিখেছিলে আমিও সেটিই লিখেছি তবে ভিন্নভাবে”।

 

আমি লিখেছি, “আজকের দিনটি খুব সুন্দর কিন্তু আমি তা দেখতে পারছি না”।

 

দুটোতেই লেখা বালকটি অন্ধ। তবে প্রথমটিতে ছেলেটি যে অন্ধ তা সাদাসিধাভাবে লেখা। আর দ্বিতীয়টিতে লোকজনদের বলা হয়েছে যে তারা অনেক সৌভাগ্যবান, তারা অন্ধ নয়। দ্বিতীয় লেখাটি বেশি কার্যকর।

 

 

 

নোট: তোমার যা আছে তাতেই তৃপ্ত হও। সৃজনশীল হও, নতুন কিছু কর। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে ভিন্নভাবে সবকিছু দেখ।

 

জীবন যখন কান্নার একশত কারণ হয় একইসাথে সে আবার একহাজার সুখেরও উৎস হয়।

 

আত্নবিশ্বাসের সাথে বর্তমানকে মোকাবেলা কর। ভয়হীন ভবিষ্যৎ গড়। ভয়কে দূরে ঠেলে বিশ্বাসকে আঁকড়ে ধর।

 

সবচেয়ে সুন্দর জিনিস মানুষের হাসি। এবং আরো সুন্দর হলো তুমিই সেই হাসির উৎস।

 

 

জানুয়ারি ৪, ২০১৩ শনিবার, দুপুর ১.০৬

১ Likes ১৬ Comments ০ Share ৬০৮ Views

Comments (16)

  • - লুৎফুর রহমান পাশা

    বান্দরে বান্দরে কাঠাল খায়

    বোকার মাথায় আঠা লাগায়।

     

    বুইঝা লন কারে নিয়া কার লাভ?

    - চারু মান্নান