Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আজও চায়ের কাপে বারুদের গন্ধ

 

 

আজও চায়ের কাপে বারুদের গন্ধ
পিচঢালা কলো রাজপথে সুবিধাবাদী
নেতৃত্বহীন জন সমুদ্র ।
ধর্ষিতার লাল তাজা রক্তে লেখা হয়
জাতীয় দৈনিক এর শিরোনাম
ধর্ষক আমার স্বজাতি ভাই
তবু আমি নির্বাক
প্রতিবাদহীন ধর্মযাজক ।

আজও মধ্য রাতে জরুরী তলবে
হরতালের সাথে নগ্ন সঙ্গম
জ্বলছে বাড়ী-গাড়ী ,অফিস- আদালত
জ্বলছে মানুষ-অমানুষ , কৃষকের পাকা ধান
এসিডে ঝলসে যায় জাতীয় পতাকা
তবুও আমি ও আমরা বিবেকহীন
চোখে কালো চশমা পড়ে
বিদেশী টিভি সিরিয়ালের
নগ্ন নারীর বক্ষে খুঁজে ফিরি
জীবনের অন্তিম সুখ ।

আজও অপোষহীন বিবেক
পতিতার জলসা ঘরে
রঙ্গীন গ্লাসে বিকিয়ে যায়
সাতপাঁকে বাঁধা বৈদেশীক ঋণে কেনা
সামরিক অস্ত্রে ঝাঁঝরা হয়
আমার জনকের উর্বর জমিন ।
তবুও আমি শব্দ দূষহনহীন
ফেসবুকে বিপ্লবী বন্ধুর
দৈনিক স্টাটাসে লাইক দিয়ে
বাক্স বন্দী হই টেলিভিশনের
টকশো নামক জারী গানে ।

৭১এর দিনগুলির সাথে
আজকের দূরত্ব এখানে ।

০ Likes ১৬ Comments ০ Share ৩৭৮ Views

Comments (16)

  • - চারু মান্নান

    নতুন বছরে ভাল থাকুন কবি,,,,,

    • - ভালোবাসার কাঙাল

      চেষ্টা চালাব অবশ্যই

    - তাহমিদুর রহমান

    আজ ২য় দিন তবু নববর্ষের শুভেচ্ছা।

    • - ভালোবাসার কাঙাল

      শুভেচ্ছা চলতেই থাক ;)

    - সুখেন্দু বিশ্বাস

    নতুনদিবসেসবশুভহোক,

    আনন্দেমেতেউঠুকভ্যূলোক

    অশুভঅপশক্তিদূরেসরেযাক,

    মনুষ্যত্বতারপ্রকৃতমাত্রাপাক

    সবারজন্যরইলআন্তরিকশুভকামনা,

    পূর্ণহোকনতুনবছরেসবারমনোবাসনা। 

     

    সুন্দরের আহ্বান ভালো লেগেছে কবি।    

     

    শুভেচ্ছা সতত  

    • - ভালোবাসার কাঙাল

      শুভেচ্ছা আপনাকেও :)

    Load more comments...