Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

আজ ৩০শে অক্টোবর সুকুমার রায় এর জন্মদিন!

আজ ৩০শে অক্টোবর সুকুমার রায় এর জন্মদিন।
সুকুমার রায় বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের একজন।
যাকে মনে করা হয় বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা শিশু সাহিত্যিক। তাঁর প্রথম ও একমাত্র ননসেন্স ছড়ার বই আবোল-তাবোল শুধু বাংলা সাহিত্যে নয় বরং বিশ্বসাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার।

খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এর বাবা সুকুমার রায় মারা গিয়েছিলেন কালাজ্বরে।
মাত্র ৩৭ বছর বয়সে। সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না। জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান সুকুমার রায় এর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি!

এখন তিনি বেঁচে থাকলে কি ধরনের লেখা লিখতেন তা ভাবলেও শিহরিত হই!
চারদিকে যা অবস্থা তা দেখে হয়তো বিস্ময়ে হতবাক হতেন আর লিখতেন মজার মজার নানা ছাড়া!!

*
দাদা গো! দেখ্‌ছি ভেবে অনেক দূর—
এই দুনিয়ার সকল ভালো,
আসল ভালো নকল ভালো,
শস্তা ভালো দামীও ভালো,
তুমিও ভালো আমিও ভালো,
হেথায় গানের ছন্দ ভালো,
হেথায় ফুলের গন্ধ ভালো,
মেঘ-মাখানো আকাশ ভালো,
ঢেউ-জাগানো বাতাস ভালো,
গ্রীষ্ম ভালো বর্ষা ভালো,
ময়লা ভালো ফর্‌সা ভালো,
পোলাও ভালো কোর্মা ভালো,
মাছ-পটোলের দোল্‌মা ভালো,
কাঁচাও ভালো পাকাও ভালো,
সোজাও ভালো বাঁকাও ভালো ....

*
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার -
সবাই বলে, ”মিথ্যে বাজে বকিসনে আর খবরদার!”
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলবে সবাই ”মুখ্য ছেলে”, বলবে আমায় ”গো গর্দভ!”
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই ....

*
রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে,
“হাসব না-না, না-না!”
সদাই মরে ত্রাসে— ওই বুঝি কেউ হাসে!
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আশে পাশে।
ঘুম নাহি তার চোখে আপনি ব’কে ব’কে
আপনারে কয়, “হাসিস যদি
মারব কিন্তু তোকে!”

*
একের পিঠে দুই
চৌকি চেপে শুই
পোটলা বেঁধে থুই
গোলাপ চাপা জুঁই
ইলিশ মাগুর রুই
হিনচে পালং পুঁই
সান বাঁধানো ভুঁই
গোবর জলে ধুই
কাঁদিস কেন তুই।

*
শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্য
আকাশের গায়ে নাকি টক টক গন্ধ
টক টক থাকে নাক হলে পরে বিষ্টি
তখন দেখেছি চেটে একেবারে মিস্টি

*
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না---
সত্যি বলছি কুস্তি ক'রে তোমার সঙ্গে পারব না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না---
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?
এস এস গর্তে এস, বাস ক'রে যাও চারটি দিন,
আদর ক'রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হাল্‌কা এমন মারলে তোমার লাগবে না।

০ Likes ২ Comments ০ Share ৫৫৮ Views

Comments (2)

  • - লুব্ধক রয়

    সুন্দর কবিতা লিখেছেন জনাব। ভালো লেগেছে শৈশবের কবিতা     অশেষ ধন্যবাদ। শুভ ব্লগিং।