Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

আজ থেকে শুরু হয়েছে নক্ষত্র ব্লগের নিয়মিত আয়োজন "নক্ষত্র ব্লগ পাঠচক্র"!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আজ থেকে শুরু হয়েছে নক্ষত্র ব্লগের নিয়মিত আয়োজন "নক্ষত্র ব্লগ পাঠচক্র"!
ভালো লাগছে বেশ কিছুক্ষণ শুধুই লেখালেখি, গল্প, কবিতা, সাহিত্যচর্চার নান দিক নিয়ে সমমনা কয়েকজনের সাথে আড্ডা দিতে পেরে।  
শীতের শেষ বিকেল প্রায় ৫টা থেকে টানা রাত ৮টা পর্যন্ত দুবার আদা মেশানো চায়ের সাথে
চানাচুর পেয়াজ মিশিয়ে কাচা মরিচ এবং মুড়ি মাখা সাবাড় করেছি সবাই মিলে। সাথে চলেছে বিরামহীন আলোচনা।
কথায়/আলোচনায় উঠে এসেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, জীবনানন্দ দাশ, কবি আবুল হাসান সহ ৬০/৭০ দশকের কবিতার নানা কথা। তাদের জীবনের নানা টুকরো কথার পাশাপাশি আলোচনা হয়েছে বর্তমান ব্লগ ফেসবুকার দে কবিতা, সে সব কবিতার নির্মাণ, পেছনের ভাবনা নিয়েও।

ব্লগার শাহ আজিজ ভাই তার লেখা গল্প লাল মরিচ পড়ে শোনান। উপস্থিত সকলে আগ্রহ নিয়ে শোনেন। পড়া শেষে গল্পের প্রেক্ষাপট, কাহিনী নির্মাণ, লেখাটির পেছনের কথা সহ অনেক বিষয় অলোচনা করা হয়। পাঠচক্র সমাপ্ত হয় আমার লেখা কুর্চি সিরিজের কবিতা কুর্চির গতর ভরা কদমের মদির ঘ্রাণ কবিতা আবৃত্তি দিয়ে।
সে সময় প্রেম এবং কবিদের বয়স সহ ইত্যিকার নানাবিধ বিষয়ে তুমুল ঝগড়ায় লিপ্ত হোন কবি পাশা, শাহ আজিজ ভাই স্বপ্নের  ফেরিওয়ালা এবং উপস্থিত কবি পত্নী শিমুল মাসুদ। উঠে আসে অন্য কবি পত্নী কবি পাশার সহধর্মিণী ভাবী লীলাবতীর কথাও। এই সময় কবি পাশাকে স্ত্রী বিহনে বিষণ্ণ লাগছিল।    

এক আড্ডায় কত কথা হয় তার বিবরণ দেয়া মুশকিল।
তবে আড্ডা শেষে মনে হল, সত্যি এক সাথে কয়েকজন এভাবে বসে কথায় কথায় কত ইতিহাস, কত স্মৃতি কত কথা মনে হয়।
সবশেষে মনে হয়, সময়টা বেশ কেটেছে।
ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ জানাই নক্ষত্র ব্লগ কর্তৃপক্ষকে।

এই আয়োজনের সমন্বয়ক হিসেবে ব্লগার কবি আনমনা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নক্ষত্র ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে আরিফুর রহমান সুমন, ব্লগার কবি এস এম পাশা, ব্লগার শাহ আজিজ ভাই, ব্লগার স্বপ্নের ফেরিওয়ালা, শিমুল মাসুদ এবং আমি উপস্থিত ছিলাম। অনুষ্ঠান চলাকালে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন ব্লগার আবু হেনা আশরাফুল ইসলাম ভাই; কথা হয়েছে কবি ছড়াকার চারু মান্নান ভাই, গল্পকার মাহফুজুর রহমান কনক, কবি তাহমিদুর রহমান সহ আরও কয়েকজন সহ ব্লগারের সঙ্গে।
তারা ফোনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।  

আজকের আড্ডায় উপস্থিত সকলের মতামত নিয়ে "পাঠচক্র" বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে।
সে সব বিষয় নক্ষত্র ব্লগ পাঠচক্রের মুল সমন্বয়ক সহ ব্লগার আনমনা জানাবেন।
পাঠচক্রের পথ চলায় শুভকামনা রইলো। 

০ Likes ৩৬ Comments ০ Share ৮০০ Views

Comments (36)

  • - ইকবাল মাহমুদ ইকু

    - শিবাশীষ বিশ্বাস

    - কামাল উদ্দিন

    আপনার মানবতার গল্প পড়ে আমি চমৎকৃত 

    সত্যিই আমরা আজ আর নিজেকে সঠক মানুষ হিসাবে দাবী করার অধিকার রাখি না