Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

hasan milu

১০ বছর আগে

আগামী ২৯ এপ্রিল, বলয়গ্রাস সূর্যগ্রহণ!

আগামী ২৯ এপ্রিল বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। রোববার আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

এদিন বাংলাদেশ মান সময় সকাল ৯টা ৫২ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে দুপুর ০২টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ মান সময় বেলা ১১টা ৫৮ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে দুপুর ১২টা ৮ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ হবে।

ডে লা পজেশন দ্বীপের দক্ষিণে দক্ষিণ মহাসাগরে আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিট ৩৫ সেকেন্ডে সূর্য গ্রহণ শুরু হবে। অন্যদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার সিম্পসন ডেজার্ট কনজারভেশন পার্কের পুর্ব দিকে এদিন স্থানীয় সময় বিকেল ৫টা ২৭ মিনিট ৫৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

আফ্রিকা মহাদেশের ঘানার কেইপ কোস্টের দক্ষিণে উত্তর আটলান্টিক মহাসাগরে এ দিন স্থানীয় মান সময় দুপুর ২টা ২১ মিনিট ২৩ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে। এছাড়া উত্তর এন্টার্কটিকায় এদিন স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।

উত্তর এন্টার্কটিকায় এ দিন স্থানীয় মান সময় দুপুর ২টা ৪৭ মিনিট ৫৩ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৯৮৪।
০ Likes ০ Comments ০ Share ৩৫৮ Views

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    মান্না দা

    সুন্দর লাগল কবিতার কথাগুলো

    • - চারু মান্নান

      thanks,,,,,,dear kobi,,,,,,,