Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অহংকারের পতাকা

ছাপান্ন হাজার বর্গমাইল, শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে

মরণের হোলীতে মেতে উঠেছে।

দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা

বাস্তভিটা হারা মানুষের আর্তচিৎকার

বাতাসে ভাসে পচা বেয়ারিশ লাশের গন্ধ

আর্তনাদ, হাহাকার,করুন চোখের আর্তবিলাপ সবক্ষানে।

এ আমার সোনার বাংলা নয়;

এ আমার রূপসী বাংলা নয়;

 

এখানে পাখির ডাকে ভোর হয়না না

 গান গায়না দোয়েল পাখি,

শরতের সুশীতল বাতাস খেলা করেনা ফসলের মাঠে

উৎসব থেমে গেছে মানুষের।

একদল নরপিচাশ ধংসের মাদল হাতে ছুটে এসেছে

ধ্বংস করছে আমাদের শিল্প, সংস্কৃতি, সাহিত্য

জ্বালিয়ে দিচ্ছে মানুষের ঘরবাড়ি, মন্দির এবং মসজিদ

তাদের ললুপ্ত লোভে নিঃশেষ হচ্ছে বাংলার নারী

অত্যাচার আর নির্যাতনে মানুষ মারছে যত্রতত্র।

মৃত মায়ের স্তন পান করে অবুঝ দুধের শিশু

পচা মাংসের খোঁজে আকাশে উড়ছে শকুন

শিয়াল কুকুরে টেনে যায় মানুষের রক্ত মাখা শরীর।

এ আমার সোনার বাংলা নয়;

এ আমার রূপসী বাংলা নয়;

 

দেশ জননী লজ্জায় মুখ লুকিয়ে কাঁদে

বুকে তার অজস্র ক্ষত।

মায়ের সেই ক্ষত চিহ্ন মুছে দিতে, চোখের জল মুছে দিতে

আজ জেগেছে তার সূর্য সন্তান

শত্রু হননে মেতেছে দশদিক, জয় বাংলার জয়

মন্ত্রে দীক্ষিত সাহসী সেনা স্বাধীন পতাকা নিয়ে ছুটে যাচ্ছে।

আত্মত্যাগে বলীয়ান সূর্য সেনা তার শক্ত হাতে, দৃঢ়তার সাথে

সকল অন্ধকার মুছে দিয়ে ফোটাবে প্রসন্ন অর্কিড।

 

প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে হাত, তাদের সাহসী পথ চলা

একের পর এক ধ্বংস করে বিজয়ের পতাকা উড়িয়ে

দখল করে শত্রু দুর্গ।

নিশ্চিত মৃত্যুকে হাসি মুখে বরণ করে এগিয়ে যায়

উড়িয়ে দেয় শত্রু ক্যাম্প, গোলার আঘাতে ক্ষত বিক্ষত করে শত্রুকে।  

শত্রুর গুলি এসে যখন বিদ্ধ করে বুক

স্বপ্নের সোনালী রৌদুর মুখ থুবড়ে পশ্চিমে

প্রান পাখি যখন ধবল শরীর ছেড়ে উড়াল দিতে ব্যস্ত

তখন চোখের সামনে ভেসে ওঠে প্রিয় মানুষের মুখ

আর

সবুজে শ্যামলে ঘেরা, উদয়রত রক্ত জবা সূর্য

সে আমাদের স্বাধীন দেশের পতাকা।

 

অহংকারের পতাকা

 

 

০ Likes ৩ Comments ০ Share ৪৩৬ Views

Comments (3)

  • - আলমগীর সরকার লিটন

    চারু দা

    অসাধারণ লাগল

    অভিনন্দন----------

    • - চারু মান্নান

      KOBIKA AMER,,,,,,,

    - Sadat Chowdhury

    ভাল লাগল 

    • - চারু মান্নান

    - মাসুম বাদল

    খুব ভালো লাগলো, ভাইজান...

    • - চারু মান্নান

    Load more comments...