Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অরুণের অবসানে জোৎস্না

বধু বসে লাজে রাঙা, মুখে ঢাকা ঘোমটা,
এল বুঝি মধুক্ষণ, কাঁপে দুরু মনটা।
অবশেষে হল শেষ, ঠোঁটে হাসি মনে খই,
আয় কাছে মন খুলে, দুইখানা কথা কই।

যত খুশি, বাহাদুরি, করে যাও কতকাল,
হলে কিছু পুরাতন, দেখে নিও কত ঝাল!
পেট-মন-চোখ সবি, জ্বলে যাবে অনলে,
চিন্তারা লাইনছাড়া, খুঁজে সুখ পটলে!

হতে পারে উল্টা ও, সুখ ভুড়ি মনে ওম,
প্রতিবেশী ঈর্ষায়, জ্বলে বুধ, রবি-সোম।
রাঙা ফের জগতটা, জোর ছোটা শিখরে,
এমনই হোক সখা, আলোময় ও ঘরে।।


===
-- উৎসর্গ প্রিয় অরুণ কে;
-- কিঞ্চিত ব্যাখ্যা: emoticons
জীবিত = অরুণ = সূর্য = জলন্ত, দূর্বিনীত
বিবাহিত = জোৎস্না = প্রতিফলিত আলোর মত স্নিগ্ধ
১ Likes ১ Comments ০ Share ৪২৭ Views

Comments (1)

  • - টোকাই

    দারুণ লাগলো প্রবাসী ভাই ।

     

    কিন্তু কষ্ট করতে হল পড়ার জন্য । লেখা পোষ্ট করার পর একটু দেখে নেবেন ঠিক মতো আছে কিনা । মানে লাইন সাজানোটা ।

    ভালো থাকবেন ।