Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সাইফুল ইসলাম

৯ বছর আগে

অভিষেকেই হাটট্রিক



পাঁচ ম্যাচ ওয়ান ডে সিরিজে শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে ওয়াইট ওয়াশ করলো মাশরাফি বাহিনী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে আবারও কৃতিত্ব দেখাল টাইগাররা। আর এ ম্যাচেই অভিষেকে হাটট্রিক করে বিশ্বের ক্রিকেট ওয়ানডে ইতিহাসে আরো একবার নাম লেখালেন তাইজুল।

টসে জিতে ব্যাট করতে নেমে তাইজুল ও সাকিবের মারাত্মক বোলিংয়ে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
যদিও এ ম্যাচেই অভিষেক বোলার হিসেবে রেকর্ড করেন তাইজুল ইসলাম। বা-হাতি এ স্পিনার মাত্র ১১ রান দিয়ে জিম্বাবুয়ের ৪টি উইকেটের পতন ঘটান। এরমধ্যে রয়েছে হ্যাটট্রিকও। অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে নাম লেখান ইতিহাসের পাতায়।
তবে খেলার শুরুতে উইকেট শিকার শুরু করেন অধিনায়ক মাশরাফি। দলীয় ১৬ রানে ব্যক্তিগত ৯ রান করা সিকান্দার রাজাকে মুশফিকের ক্যাচ বানিয়ে।

এরপর হাফ সেঞ্চুরি করা মাসকাদজাকে সরাসরি বোল্ড করেন জুবায়ের। ৫২ রান আএস এ ওপেনারের ব্যাট থেকে।
জুবায়েরের সাথে সাকিব ও তাইজুল জ্বলে উঠলে জিম্বাবুয়ের আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি টাইগার বোলারদের সামনে। শেষ পয়র্ন্ত ১২৮ রানে অল আউট হয় তারা।

তাইজুল ছাড়াও সাকিব ৩০ রানে ৩ এবং জুবায়ের ৪১ রানে ২ উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে খুব একটা ভালো শুরু করতে পারেনি মাশরাফি বাহিনী। মাত্র ১০ রানে তামিম, ৮ রানে এনামুল ও  ২০ রানে আউট হয়ে যায় সৌম্য সরকার। আর ৮ বলে কোনো রান না তুলেই সাজঘরে ফেরেন সাকিব। ১১ রান করে আউট হয়ে যান মুশফিকুর রহিম। এক মাত্র মাহমুদুল্লাহ একপ্রান্ত আগলে রাখেন। তার হাফ সেঞ্চুরী যোগ হয় স্কোর বোর্ডে। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

উইকেটের পতনঃ

https://www.youtube.com/watch?v=lFN439w3Avk

০ Likes ০ Comments ০ Share ৪৫৩ Views

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    বিশাল বড় ছড়া

    যাক পড়ে বেশ মজাই পেলাম

    অনেক শুভ কামনা --------------------

    • - এই মেঘ এই রোদ্দুর

      ধন্যবাদ লিটন ভাইয়া

    - রব্বানী চৌধুরী

    চমৎকার কথামালায় মুগ্ধ।  শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।

    • - এই মেঘ এই রোদ্দুর

      ধন্যবাদ রব্বানী ভাই

    - ছড়াবাজ

    কুসুম, ঢিসুম, মা, পাখি,
    সিরিয়ালে বিজি সকলের আঁখি।
    লবণ কমের কারণ সেটা,
    সাঁজতে দেরী, দেয়নি খোঁটা?

    শিখছে যত কূটনামী,
    নিজ স্বামী হয় কমদামী।
    ষড়যন্ত্রের পাঠ নিয়ে,
    পর হয়ে যায় নিজ প্রিয়ে!

     

    (ছবি আপার কবতে আর ছড়াবাজের ছবতে, দুই রকম চিত্রই সমাজে বর্তমান)

    [সিরিয়াল স্যাম্পল: মৌচাক, বধূবরণ, ইষ্টি কুটুম, বধূ কোন আলো লাগলো চোখে, চোখের তারা তুই, বোঝেনা সে বোঝেনা, আঁচল, জল নূপুর, তোমায় আমায় মিলে, কানামাছি ... ... ... ]

    • - এই মেঘ এই রোদ্দুর

      সবই তো দেখেন দেখছি