Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অভাগা (এলোমেলো কথাগুলো)


বুকের মাঝে কেমন কেমন ব্যথা অনুভব করতেছি, বলিতেও পারছি না...জানাতেও পারছি না, শুধুই একা একা প্রহর গুনছি, হয়তো এভাবেই চলিয়া যাইতে হইবে না বলিয়া মনের গোপন কথা গুলো। চোখের সামনে এই দেখি এই হারাইয়া ফেলি, গোলক ধাঁধাঁয় পড়িয়া যতটুকু বাঁচিবার ইচ্ছে জমাইয়াছিলাম সবটুকু শেষ হইতে চলিল। মনের কথাগুলো আজও বলিতে পারিলাম না। চোখে চোখ পড়িলেই নাকি মনের কথাগুলো পড়িয়া লইতে পারে কিন্তু কোথায় আমি তো আজও তার প্রমাণ পাইলাম না খুঁজিয়া, কতবার চোখে চোখ ফেলিলাম তাহার চোখের সম্মুখ। কি মিষ্টি করিয়া হাসি দিয়া আড়াল হইয়া গেল বুঝিতেই পারিলাম না। কি যে যাদু তাহার ঐ হাসিতে লুকাইয়া রাখিয়াছে বোঝার ক্ষমতা হারাইয়া ফালাই এক পলকেই।

এভাবেই গত হইয়া গেল পয়ত্রিশটি বসন্ত। একটু একটু করে সবুজ হইতে থাকে আবার শুকনো পাতার মতো ঝরিয়া পড়ে। সবুজের দেখা পেলাম না একটি বারেও....আরও সময় বাকি রহিয়াছে শুকনো কষ্ঠে ছাল গজাইবার ? নাকি অনুনের কাষ্ঠ হইয়েই জ্বলিতে হইবে বাকিটা কাল ? হায় রে কপাল .. পার্ক কিংবা চটপটি-ফুসকার দোকানে দাড়াইতে পারছি না। কেন যেন চোখের বৃষ্টি শব্দ না করেই বাহির হইতে থাকে। কত মায়া কত আনন্দ নিয়া সকলি মনের কথা করিতেছে ভাগাভাগি। আর যে সহ্য হইতেছে না বলুন না এখন কি করি? কঁচু ডোগায় মাঝে মাঝে সোনালি আঁশের প্যাচানো লতা দিয়া গলাটা ঝুলাইতে ইচ্ছে হয় কিন্তু তাও হয়ে উঠে না। পোড়া কপাল........ পোড়াতে চাইলেই পুড়িতে চায় না........... এতোটাই কি অভাগা ? আসলে 
অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়।

   
০ Likes ০ Comments ০ Share ৪৬৭ Views

Comments (0)

  • - রব্বানী চৌধুরী

    ভালো লাগলো কথামালা, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন।  

    • - মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

      অনেক ধন্যবাদ ।।  ভালো থাকবেন ।।