Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অবসর (ক্যাটেগরি- ১ )

জানালা দিয়ে বাইরে তাকালেন

কালো মেঘে ঢেকে আছে পুরোটা আকাশমেঘ জমেছে মনের কোণেওআকাশের মেঘ কিছু পরেই সরে গেলেও, মনের বিষন্নতার কালো মেঘ এতো সহজেই কি তাঁকে নিষ্কৃতি দেবে?

সবাই চলে গেছেছুটি হয়ে গেছেসেকশনের সবাই যাবার পরেও কিছু কাজ পেন্ডিং থেকে যায়সেগুলো আগামীকাল করলেও চলেকিন্তু মোবারক সাহেব কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখেন নাগত পনের বছর ধরে তো এভাবেই কাজ করে আসছেন

একটু আগে এইচ,আর ডিপার্টমেন্ট থেকে ঘুরে এলেনওনাকে ম্যানেজার ডেকেছিলেনহাতে আর চার মাস সময় আছেবয়স ৬০ হতে যাচ্ছে এই চার মাস পরবাধ্যতামূলকভাবে এবার অবসরে যেতেই হচ্ছে

জানালার দিক থেকে মুখ ফিরিয়ে নিজের সেকশনের দিকে ফিরলেনএই ষ্টোরটির প্রতিটি যায়গায় রয়েছে তার হাতের ছোঁয়া-হৃদয়ের পরশগত পনের বছরে নিজের মেধা দিয়ে এটিকে গড়ে তুলেছেনইমপ্লিমেন্ট করেছেন যুগের সাথে তাল রেখেএগুলোকে ছেড়ে চলে যেতেই হচ্ছে তাহলে! একটা দীর্ঘশ্বাসের সাথে কিছু জমাট বেদনাও যেন বের হয়ে সেকশনের ভিতরের আবহাওয়াকে ভারাক্রান্ত করে তোলে

এখনো তো কর্মক্ষম রয়েছেননিজের দুই মেয়েকে বিয়ে দিয়েছেনওদের একজন অস্ট্রেলিয়ায়, অন্যজন কানাডায় পরিবারসহ ভালোই রয়েছেবৃদ্ধ বাবা-মাকে কত বলেছে ওদের সাথে চলে যেতেকিন্তু মোবারক সাহেব স্মিত হেসেছেন শুধুএতেই মেয়েরা বুঝে গেছে তার নেতিবাচক মনোভাব

ইচ্ছে করলে অনেক টাকা তিনি অবৈধ ভাবে রোজগার করতে পারতেনপার্চেজ এর দায়িত্বও তার কাছেএকই সাথে দুটো দিকই সামলে এসেছেন সাফল্যের সাথেকিন্তু দু'নাম্বারি নিজেও করেন নাই, অন্যদেরও করতে দেন নাইতাই আজ যাবার বেলায় একেবারে 'শুন্য' হাতে চলে যেতে হচ্ছেগত পঁয়ত্রিশ বছর ধরে হাসিনা বেগম রয়েছেন ওনার সুখ-দুঃখের সাথী হিসেবেএই চাকরি থেকে 'অবসর' নেবার পরে কি করবেন? ভাড়া বাসায় থাকেনদুজনের থাকা-খাওয়ার খরচ আর ঘরভাড়ার টাকাটা তো মাস গেলে দিতেই হবেবড় মেয়ে প্রথমদিকে টাকা পাঠাতোবার দু'এক ফিরিয়ে দেবার পরে আর ফোনে একটু কড়া ভাবে নিষেধ করাতে সেগুলো আসাও বন্ধ হয়েছে

এ দেশ যখন স্বাধীন করার প্রয়োজন হয়েছিল, অন্য যুবকদের মতো তিনিও কোনো কিছু না ভেবেই যুদ্ধে ঝাপিয়ে পড়েন। অসহ্য কষ্টকর দীর্ঘ নয়টি মাস প্রচন্ড শারীরিক ও মানসিক কষ্টে জর্জরিত হয়েছেন। তবে অন্য সবার মতো তিনিও কোনো কিছু পাবার আশায় করেননি। চিন্তা ভাবনার এই পর্যায়ে একটু হোঁচট খেলেন। কিছু পাবার আশা না করেই মানে? কিছু পাওয়ার আশা তো ছিলই। মোবারক সাহেবের ছিল স্বাধীন মুক্ত ভূমিতে ইচ্ছেমত বিচরণ করার অনুভূতি লাভের আশা। কেউ কেউ নিজের যৌবনের ধর্মের ডাক শুনে নিজেকে শান্ত করাতে গিয়েছিল। কেউ বা বাধ্য হয়েছিল... বাঁচার জন্য অনেকেই যুদ্ধে গেলো। কিন্তু ফিরে এসে সবাই কিন্তু হৃদয়ের ভিন্ন ভিন্ন তাড়নায় নয় মাসের নিজ নিজ আত্মত্যাগের বদলা ঠিকই নিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছিল। যে যেভাবে পারে। এ সময়েও মোবারক সাহেব নির্লিপ্ত রইলেন। কারো কাছ থেকেই কিছুই চাইলেন না। সামান্য একটি কাগজ যা তাদের নয় মাসের আত্মত্যাগের মূল্যায়ন স্বরূপ দেয়া হয়েছিল, সেটিও নিলেন না। একটি ফুলকে বাঁচাতে যুদ্ধ করেছেন, তাই বলে কি ফুলের সৌরভ পেতে তাকে ঐ কাগজের লেবেল গায়ে জড়িয়ে রাখতে হবে? দেশ মাতৃকার বুকে পরম মমতায় আশ্রয় নিয়ে, এ দেশের আলো-বাতাস উপভোগ করতেই মাকে বিপদমুক্ত করেছেন। এটি ছিল দায়িত্ব ও কর্তব্য। কিন্তু সে জন্য একটি সার্টিফিকেট নেয়া নিজের মাকে বিক্রী করে সুবিধাভোগের সামিল নয় কি?

এজন্যই মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ধরণের সার্টিফিকেটের ব্যাপারে কোনো আগ্রহই ছিল না তার। আজ সরকার বদলের সাথে সাথে এই সার্টিফিকেটের রমরমা বাণিজ্য দেখে বড্ড দুঃখ হয় তার। একটি চেতনা কিভাবে সামান্য একটি সার্টিফিকেটকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে!

সেকশনের মেইন ডোর বন্ধ করে সিঁড়ি বেয়ে নীচে নেমে যেতে যেতে ভাবলেন, তিনি কি ভুল করলেন? এখন একটি সার্টিফিকেট থাকলে কি এরকম চিন্তা করতে হতো? সরকার এখন তৃতীয় প্রজন্ম পর্যন্ত এই সুবিধা বিস্তৃত করেছে। দফায় দফায় ভাতা বাড়িয়ে এখন সেটি বেশ একটি ভালো অবস্থানে এসেছে।

নিজের এ ধরণের চিন্তায় নিজের কাছে লজ্জা পেলেন। এ কি ভাবছেন? তাহলে অন্যদের সাথে তার পার্থক্য রইলো কোথায়? আবার ভাবেন, অন্যদের মত 'উপরি আয়ের' দিকে না গিয়ে সৎ থাকাটাও কি সঠিক ছিল? সিকিউরিটিদের সালামের জবাব দিতে গিয়ে ভাবনা একটু ছিন্ন হলোউত্তর দিতে গিয়ে নিজের উত্তরও পেয়ে গেলেনআল্লাহপাক তো রয়েছেনইতাকে এখনো কর্মক্ষম এবং সুস্থ রেখেছেনআল্লাহর দুনিয়ায় একটা না একটা কাজ পাবেনই ইনশা আল্লাহ

 বিশাল কারখানার মেইন গেইট দিয়ে একজন মোবারক সাহেব বের হয়ে এলেনমুখে হাসি আর অন্তরে দৃঢ় বিশ্বাসহাতে আর চার মাস সময় আছে, এরপর অবসরে যাবেন- এমন ষাট বছর ছুঁই ছুঁই একজন মানুষ আর পেছনে ফিরলেন নাসোজা রাস্তাটি একদম সামনে চলে গেছে। জীবনও ঐ দিকে। একেবারে সরল পথ। এ পথে চলতেও হবে একদম সহজ ভাবে। জীবনের সরল পথেই জীবনকে নিয়ে যাওয়া উচিত। তিনিও সেদিকে পা বাড়ালেন।।

 

 

৩৭ Likes ৩৩ Comments ০ Share ৪৬১ Views

Comments (33)

  • - রাইহান আক্তার

    ভালো লাগল।

    - শেহজাদ আমান

    ধন্যবাদ রাইহান আপু ! কিপ ইন টাচ!

    - আমির ইশতিয়াক

    ভোট রইল। ২ নং ক্যাটাগরিতে ফেসবুক গল্পটি পড়ার অনুরোধ রইল।

    Load more comments...