Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অনুগল্প:মে দিবসে" বক্তৃতা

অনুগল্প:মে দিবসে" বক্তৃতা এক মন্ত্রী মহোদয় যাবেন "মে দিবসে" বক্তৃতা করতে। শিশুদের / শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবেন। সমাজের বেশ গন্যমান্য সমাজসেবকরা সেখানে আছেন। অনুষ্ঠানের মধ্যমনি মন্ত্রী মহোদয়। মন্ত্রী সাহেবের ঘুম থেকে উঠতে বেশ দেরি হলো। তাড়াতাড়ি বের হবে, টেবিলে নাস্তা দিতে দেরি দেখে কাজের মেয়েটিকে এক ধমক। জুতো পলিশ নেই কেন কাজের ছেলেটির গালে কষে চড় সাথে সাথে চাকুরি নাই । সব চাকর-বাকর কাপে থরথর। গাড়ির চালক দরজা খুলতে দেরি দেখে রক্ত চক্ষু। এই বুঝি চাকুরি গেল তার। কাজের ছেলেটির যেহেতু চাকুরি নেই সে ও গেল সেই অনুষ্ঠানে। মন্ত্রী মহোদয় বক্তৃতা শুরু করলেন।হাত তালি। স্লোগান, আমার ভাই তোমার ভাই... এমন দরদি দরকার... ইত্যাদি। মন্ত্রী বক্তৃতায় অনেকেই আবেগ আপ্লুত হয়ে গেল, দেখা গেল একটি বালক স্যার স্যার বলে কাঁদছে । ছুটে এলো টিভি ক্যামেরা : ভাই কাঁদছো কেন ? বালকটি : স্যারের জন্য, বাহ: দেখেন কি মহৎ ব্যাক্তি আমাদের সমাজে আছে,ছেলেটি কেঁদে উঠলো না, সে আমাকে আজ সকালেই চাকুরি থেকে বাদ দিয়েছে। আমার বেতন চাইতে এসেছি, পরে তো দাড়োয়ান বাসায় ঢুকতে দিবেনা। ভাই আমার বেতনটা আদায় করে দেন.....।এমনটা আমরা চাইনা। (কল্পিত)
০ Likes ১ Comments ০ Share ৩৬৫ Views

Comments (1)

  • - কেতন শেখ

    অসাধারণ লেখা, খুব সুন্দর

    • - রোদের ছায়া

      ধন্যবাদ আপনাকে

    - মাসুম বাদল

    খুব খুব ভাললাগা জানালাম...

    • - মুন জারিন আলম

      রোদের তাপে চারপাশেতে 
      ফুটছে যেন খই
      বাজিয়ে মাদল মেঘের দল
      আসলি তোরা কই?

      চমৎকার ছড়া।ধন্যবাদ রোদের ছায়া।শুভকামনা রইল।

    • Load more relies...
    - মাইদুল আলম সিদ্দিকী

    খুব গরম ভাই কিচ্ছু ভালো লাগছেনা তবে কবিতাটা খুব লেগেছে।

    • - রোদের ছায়া

      ধন্যবাদ মাইদুল আলম।

    Load more comments...