Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ জিয়াউল হক

১০ বছর আগে

অনন্যোপায়

অন্তরে তো অনেক কথাই আনাগোনা করে
মনের মাঝেই ঘুরপাক খেয়ে মাথা ঠুকে মরে।
শোনার মানুষ যদিও আছে বিশ্বাসী কেউ নয়
বলতে গেলে মনের কথা আছে অনেক ভয়।
হতেই পারে সুখের কথা, কিংবা কোন দুঃখ;
হতেই পারে ক্ষোভের কথা কঠিন কিংবা রুক্ষ।
এই জীবনের সকল কথাই ভাল এবং মন্দ
বললে আবার কে জানে ভাই কোথায় লাগে দ্বন্দ্ব।
নিন্দাকারী অনেক মানুষ চারপাশটায় লেগেই আছে
তাই কথা বলার হয় না সাহস কারুর কাছে।
কান্না-হাসির সকল কথাই দুঃখ এবং সুখে
তাই, রক্ত দিয়ে যাচ্ছি লিখে শ্বেত কাগজের বুকে।

১ Likes ৪ Comments ০ Share ৫৩৯ Views

Comments (4)

  • - নীল সাধু

    বাহ!

    সুন্দর কবিতা। ভালো লাগা রইল।

    কত পদ আমাকে মাড়িয়ে গেছে। 

    এখানে কি পথ হবে?

    • - ভূতের আছড়

      আন্তরিক ধন্যবাদ পাশে থাকায়।

      কত (পদ > পা )মাড়িয়ে গেছে...পদই দিয়েছি। জানিনা  ভুল কিনা।  

      শুভ কামনা জানবেন।

       

    - সনাতন পাঠক

    আবার ফিরে এলাম সেই গহীন পথে,
    ফেলে যাওয়া মন কুড়িয়ে নিতে।
    বড় অযত্নে অবহেলায়...
    শিউলি তলায় ঝরা ফুলের সাথে
    কত পদ আমাকে মাড়িয়ে গেছে।

    শুভেচ্ছা নিন। কবিতা ভালো লেগেছে। ধন্যবাদ।

    • - ভূতের আছড়

      শুকরিয়া ।।

      পাশে থাকায় আন্তরিক ধন্যবাদ

    - লুব্ধক রয়

    শুভেচ্ছা নিন। কবিতায় ভালো লাগা। সুন্দর লিখেছেন।

    • - ভূতের আছড়

      ধন্যবাদ নিন

    Load more comments...