Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রান্ত সাহা

৮ বছর আগে

অগঠিত কারক



-"আপনার পাশের সিটটা কি খালি?" -"না, আমার ব্যাগ বসে আছে" -"ব্যাগটা কোলের উপর রাখলে কি সমস্যা?" -"ব্যাগটার মন খারাপ, এখন কোলে বসতে চাইবে না" -"মন খারাপ কেন?" -"বই খাতার বদলে ল্যাপটপ ভরে রেখেছি তাই" মেয়েটা হেসে ফেললো। সিটি বাসের প্রায় অসুস্থ ইঞ্জিনের বিকট আওয়াজের মাঝে সেই হাসিটুকু হারিয়ে গেল। বাসের এ পাশ টায় রোদ এসে ঢুকছে। সকালের চনমনে রোদ। শ্যামলা করে মেয়েটার গালের একপাশে সেই রোদ পরে নয়নাবিরাম বিভ্রম তৈরী করছে। স্পিড ব্রেকারে বাসটা বাম্প করতেই মেয়েটা ব্যালেন্স হারালো। তবে সামলেও নিল দ্রুত, প্রকৃতি এ ক্ষমতা তাদের খুব বেশিই দিয়েছে। আমি ব্যাগটাকে কোলে নিয়ে জানালার পাশে চেপে গেলাম। মেয়েটা চোখে মুখে অবাক হবার ভঙ্গি ফুটিয়ে আরাম করে বসতে বসতে বললো " ওমা, মন খারাপের কি হলো?" আমি বিরাট এক দীর্ঘশ্বাস ধীরে ধীরে ছেড়ে বললাম, "স্টুপিড ব্যাগের মন খারাপে কি আসে যায়" মেয়েটা ভেংচি কেটে কানে হেডফোন লাগালো। আমি জানলা দিয়ে মুখ বের করে বাতাস খেতে লাগলাম। সায়েন্স ল্যাবের কাছাকাছি এসে বাসটার গতি কমতে থাকে, মেয়েটাও গান শোনা বাদ দিয়ে নেমে পড়ার তোরজোড় শুরু করে। নামটা জেনে নেওয়াটা আবশ্যিক কিনা তা ভাবতে ভাবতেই মেয়েটা হাওয়া। মন খারাপের বুদবুদ টা বড় সড় হয়ে উঠার আগেই আমি বরং হেল্পার মামার কাছ থেকে ভাংতি টাকার জন্য ঘ্যনঘ্যান শুরু করি। পকেটে ভংতি টাকার অভাব বোধ আজকাল সহযাত্রী মেয়ের নাম জানার চেয়েও জরুরী হয়ে পড়ছে। প্রবাসী স্বজনের পাঠানো নামী ব্র্যান্ডের ল্যাপটপ হঠাৎ বিগড়ে যাওয়ায় এই অসময়ে বাস ভ্রমণ। দক্ষ মেকানিক মাথার ঘাম পায়ে ফেলে প্রায় সারাটা দুপুর লাগিয়ে প্রাণ ফিরিয়ে আনলো বেচারার। বাসস্টপে যখন দাঁড়িয়েছি তখন পেটে ছুঁচো দৌড়াচ্ছে। রাস্তা পার হয়ে গিয়ে 'মালঞ্চ'তে ঢুকে বেঁচে যাওয়া টাকাগুলোর শ্রাদ্ধ করবো কিনা ভাবছি, সেই ভেংচি কাটা মেয়েটা পাশে এসে দাঁড়ালো। -"সিটি বাসেই ফিরবেন? কোথায় যাবেন?" মেয়েটার অযাচিত কৌতূহল হঠাৎ সাহসি করে তুলে। স্বভাবিক স্বরেই জবাব দেই, "বাস তো আসতেই থাকবে। তবে আমি ক্ষুধার্ত খুব, মালঞ্চে ঢুকবো এখন। আসবে নাকি সাথে?" -"আপনি খাওয়াবেন? কেন?" -"এত বড় রেস্টুরেন্টে একা খাওয়ায় দুঃখি দুঃখি ভাব আছে" -"আমি থাকলে সুখি লাগবে?" -"লাগতে পারে। যেমন লাগতে পারে তোমার নামটা জানতে পারলে" -"নাম জানা লাগবে না। আপনি একাই খান গিয়ে। আমি বাসায় ফিরে খাব...
০ Likes ১ Comments ০ Share ৩৭০ Views