Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

» মাকে নিয়ে.......... (হাইকু)

মায়ের মতো
আপন কেউ নেই
এ ভুবনে তো।

মা ছাড়া মনে
ব্যথার পাহাড় বুঝে
কে ক্ষনে ক্ষণে।

মুখের মাঝে
দু:খের ছায়া এলে
কে আগে বুঝে?

মা-ই বুঝে যে
সন্তানের মুখ
কালোতে সাজে।

মনের কথা
মায়ের কাছে ব্যক্ত
মা-ই যে শ্রোতা।

মা-ই অরণ্য
সবুজ সজীবতা
মা-ই বরেণ্য।

মা তীব্র রবি
মোর প্রথম আলো
মা-ই তো সবি।

মা-ই আমার
জীবন পথ দিশা
সুখনামার।

প্রথম পাঠ
শুরু, মা জীবনের
আলোর মাঠ।

মা বিকেলের
এলোমেলো হাওয়া
ছায়া নীলের।

মায়ের মনে
দু:খ দিতে এসোনা
কোনো কুক্ষণে।

মা দু:খ পেলে
এই পৃথিবী কাঁদে
কষ্টে যে দোলে।

হতাশা মনে
স্মরিও মায়ের মুখ
দু:খ হরনে।

একা থাকলে
চোখ বুজে মায়ের
স্নেহ মাখলে।

মা আছে পাশে
বুঝে নিয়ো যে ক্ষণে
মা ব্যথা নাশে।

তোমার দেহ
মায়ের প্রাণ তুমি
বুঝে না কেহ।

আঘাতে মা
বদ দোয়া দেয় না
লাগলেও ঘা।

করোনা হেলা
মায়ের সুখ দু:খে
ভাসাও ভেলা।

পদতলে যে
বেহেশত তোমার
নাওনা খুঁজে।

মায়ের দোয়া
মাথায় থাকলেরে
সুখের ছোঁয়া।

ভালবাসি মা
আশির্বাদের হাত
রেখো মাথায়।

সকল দু:খে
মনের মাঝে তুমি
সুখ যে বুকে।

কতদিন মা
দেখিনা তোমার মুখ
মন পুড়ে আহা।

করো অপেক্ষা
সামার ভ্যাকেশনে
হবে মা দেখা।

২ Likes ২ Comments ০ Share ৬৫৮ Views

Comments (2)

  • - বিদ্যুৎ তরফদার

    দারুন .........................

    • - সুমন সাহা

      অনেক অনেক ধন্যবাদ, প্রিয়। শুভেচ্ছা রইলো।emoticons

    - আখতারুজ্জামান সোহাগ

    ‘‘প্রতিটি হৃদয়ে প্রদীপ্ত করো সত্যের আলো
    মানুষ নিয়ে ভাবতে শুরু করুক সবাই।’’

    তাহলেই উচ্চারিত হবে মানবতার মুক্তির গান।

    শুভকামনা কবির জন্য।

    • - সুমন সাহা

      অনেক অনেক ধন্যবাদ প্রিয়।

      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।
      emoticons

    - টোকাই

    আবারো দারুণ ভাই ! শুভেচ্ছা অনিঃশেষ ।

    • - সুমন সাহা

      অনেক অনেক ধন্যবাদ প্রিয়।

      একুশের অনিমেষ শুভেচ্ছা রইলো।emoticons