Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

» বাংলা ওয়াশ বাংলা ওয়াশ...........

ঝড় উঠেছে ঝড় উঠেছে
খেলার মাঠে ঝড় উঠেছে
সুনামি নয় নার্গিসও নয়
সৌম্য নামের ঝড়টা বয়।

চারে চারে রানের মেলা
জয়ের ধারায় থামবে খেলা
চার ছয় মার্ এলোপাথারি
হই হুল্লোর দর্শক গ্যালারী।

ব্যাট হাতে খেলোয়ার মুশফিক
চার ছয়ে রান আসবে ঠিক ঠিক
সোম্য মারে ব্যাট ঘুরিয়ে
বাতাসে নেয় বল উড়িয়ে।

তামিমের ব্যাটে আছে যাদু
বলাররা সব যদু মধু
ওরা খেলছে ঘাম ঝরিয়ে
দেখছি খেলা মন জুড়িয়ে।

মনের মাঝে বাজেরে গান
খেলা দেখে ভরছি প্রাণ
ক্রিকেটে যদি মন খোয়াস্
দেখে যারে বাংলা ওয়াশ।

বাংলা ওয়াশ বাংলা ওয়াশ
ঝিলমিল ঝিলমিল ফ্লাডের ফ্লাশ
খেয়ে গেলো বাংলার বাঁশ
পাকির হার্ট খাইলো ক্রাশ।

২ Likes ২ Comments ০ Share ৬৩০ Views

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    জ্বি মামুন দা

    ভালোবাসার কোন রঙ নেই রুপ নেই

    শুধু অনুভূতি নারা

    ভাল লাগল দাদা-----------------

    • - মামুন

      ভালো লাগার অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ ভাই।

    - সোহেল আহমেদ পরান

    আমাদের সময়ের (অ্যানালগ) নীল খামের ভিতরে নীল কাগজে লেখা হৃদয়ের যরীন হরফের অব্যক্ত কথাগুলো প্রকাশের সেই দৃষ্টিভঙ্গি এখন বিস্মৃতির অতলে হারিয়ে গেছে! বিনিদ্র রজনী জেগে জেগে প্রিয়াকে লেখা ভালবাসার পংক্তিগুলো এখন আর লেখা হয়ে উঠে না

     

    সত্যি্‌... ভালো লাগলো কথা। আমার কবিতা ভালবাসার মহাকাব্য তে এ বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছিলাম।

    শুভেচ্ছা আপনাকে emoticons

    • - মামুন

      আপনার এই কবিতাটি পড়বার ইচ্ছে রইলো।

      সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো। আগামী শুক্রবারে কি বইমেলাতে দেখা হতে পারে? জানাবেন। আমার মোবাইল নাম্বার আপনার কাছে রয়েছে। বিকেলের দিকে এলে আমাকে কল দিয়েন ভাই।

      শুভেচ্ছা রইলো।

    - রোজী আরেফিন

    ভালবাসার কোন কথার

    কি বা অর্থ-মানে?

    ভালো যারা বেসেছিল

    তারাই ভালো জানে   কবিগুরুর সাথে সহমত ভাইয়া।

    ভালো লাগল লেখাটি।emoticons

    • - মামুন

      ভালো লাগার অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।

    Load more comments...