Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দেবী প্রসাদ দাশ

১০ বছর আগে

PSYCHOPATH with PSYCHOGUITAR

আমি গান ছাড়া কিছু বুঝি না,
আর সুর ছাড়া কিছু খুঁজি না,
গান লিখে রুটি-রুজি না---
আমি আত্মার ক্ষিদে মেটাই!
এ গান ছুড়ে ফেলে দিতে পারো,
হাতে গিটার তুলবো আবারো,
উন্মাদ গিটার আমারও---
নিজেই নিজের তার পেটায়!!

আমার আঙুলে রক্তের ফোটায়-
ছেড়া আধপাগল দেহটায়--
বুনো শব্দেরা,মানবতা হটায়?
যত psychopathic কথা লেখায়!!!
------------------------------------------------
আমার বামহাতটা কেটে গ্যাছে!গিটার সেখানে এঁটে আছে !!
মস্তিস্ক ছাড়া দেহটা !!!মুড়ে রাখা বিছানায়!!!!
ডান হাতে অজস্র ক্ষত!আত্মবিশ্বাস আহত!!
তবু আত্মসম্মান জাগ্রত!!!ভোগেনা সে দোটানায়!!!!
আমি psychopath, ছুটে চলি-
সামনে পেছনে কানাগলি। আমি একগুঁয়ে বাঙালী--
আমার জেদ আমায় ছোটায়!
--------------------------------------------------
যদি বহুদিন পরে গান শুনে, ভালো লেগে যায় মনেমনে-
স্বীকার করো সামনে,,pls আমার অগোচরে নয় ।
ফাটা রক্তজমা আঙুলে,
গিটারের তার ছিঁড়ে গেলে,
পুরনো গান গেলে ভুলে-
শুনিয়ে দেবে তো আমায়?????
কথা মনে করিয়ে দিও-
ভুল সুর ধরিয়ে দিও--
আমি পেটের ক্ষিদে ভুলে গিয়ে!
psychopath শোনাবোই----
কথা দিল আমি ও গিটার, ভুলে অতীতের অবিচার
হয় একা নয় তোমাদের সাথে, নতুন সূর্য আনাবোই ...।।DDevil।।

বিঃ দ্রঃ- music is universal, so i think any kind of language can be used. কিন্তু বাংলা কবিতার ক্ষেত্রে নয়। শুধু যে ইংরেজি শব্দগুলো প্রচলিত বাংলায় মিছে গ্যাছে, সেগুলো বাদে।। — feeling determined.

০ Likes ০ Comments ০ Share ৩৬৪ Views