Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Phoটো Fuন - ফটো পেস্টিং প্রতিযোগিতা

সরকারি দলের সৃষ্ট পটভূমিতে বিরোধী দলের মাসব্যাপী অবরোধ সফল হলো।
অবরোধকে অব্যাহত রাখার জন্য সরকারি দলের আন্তরিকতার কোন ঘাটতি ছিলো না।

গত তিন দিন ধরে যে অবরোধ হয়েছে, সেটি বিরোধীদলকে সহযোগিতা করার জন্য
সরকারি দল তাদের পক্ষ হয়ে বাস্তবায়ন করে দিয়েছে।  
তাতে মেয়াদ শেষে বিরোধী দলকে আর কেউ বলতে পারবে না যে,
পাঁচ বছরে ‘সংসদের বিরোধী দল’ হিসেবে তারা কিছুই করে নি 

ডিসেম্বর অবরোধের মাস হিসেবে বাংলার ইতিহাসে ঠাঁই নেবেই… দিতে হবে! 
…জয়তু অবরোধ! 

 

মুখে ভাব দেখলেই বুঝা যায় ঢিলটি তার লক্ষ্যকে আঘাত করতে পেরেছে। দলে নয় কাজেই প্রমাণ। উকিলে ধরলে নাকি ‘দিনে ডাক না দিলে’ কাইকে ছাড়ে না...

 

অপর পক্ষ। যে দলেরই হোক, সেটা বিবেচ্য নয়। পুরস্কৃত করার জোর দাবি জানাই... দিতে হবে!

 

উভয় পক্ষ! ফটোগুলোর জন্য সমস্ত ‘কৃতীত্ব ও দায়’ দ্য ডেইলি স্টারের। আমি কেবল উছিলা!  

 

 

বড়দের নির্লজ্জ্ ও দায়িত্বহীন জংলীপনাকে ব্যর্থ করে দিয়ে তবু আমাদের নতুন প্রজন্ম এগিয়ে চলেছে। এদেরকে কে ঠেকাতে পারে? প্রাথমিক পরীক্ষায় ৯৮.৫৮% পাশ।

 

এভাবে নির্দলীয় ছবি পেস্ট করার প্রতিযোগিতায় স্বউদ্যোগে এগিয়ে আসার জন্য ব্লগার এবং ব্লগারেস ভাই-বোনদের প্রতি আহ্বান জানাই। পুরুস্কার দেবেন মহামান্য সঞ্চালক। এবিষয়ে তার সাথে আমার কোন আলোচনা না হলেও, তিনি একজন উদার ব্যক্তি হিসেবে ইতিমধ্যেই প্রমাণ রেখেছেন। অতএব পুরুস্কার মিস্ নাই!

 

 

*শর্ত হলো কোন দলের নাম উল্লেখ করা যাবে না। নামে নয় কামে পরিচয়, কথায় নয় ফটো দিয়ে মতামত দিন!

 


 

বছরটি শেষ হয়েও শেষ হচ্ছে না। ২০১৩ সাল যাচ্ছে না কেন?

সকলকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2014! 

১ Likes ১৭৯ Comments ০ Share ২০৯২ Views

Comments (179)

  • - ইঞ্জিঃ আহম্মেদ রফিক

    ভালো লাগা রইল ।

    ইদানিং আমি বড্ড এলোমেলো হয়ে গেছি 
    মাটি চষার মত সুখ খুঁজে ফিরি মানুষের চোখে-মুখে ...

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ

    - এই মেঘ এই রোদ্দুর

    ইদানিং দেশের মানুষও ভাল নেই .....

     

    তবে ইদানিং কবিতা সুন্দর হয়েছে

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ আপু

    - মাসুম বাদল

    বেশ ভালো লাগলো, ভাই !!! 

    • - মোকসেদুল ইসলাম

      ভাল লেগেছে জেনে খুশি হলাম

    Load more comments...