Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

DESTRUCTION

মুমূর্ষ সমাজ, আর কতমাস দীর্ঘশ্বাস ফেলে চালাবি?
একদিন ঠিকই চম্পট মেরে সমাজবাদী তুই পালাবি!!
এই ধ্বংসযজ্ঞে, অলক্ষ্যে কত চরিত্র বল পোড়াবি??
অসামাজিক, আশার ম্যাজিক সংস্কারে শেষে খোঁড়াবি-----
এবার আমাদের সময়।
তোকে ফাঁসি দেব, অসামাজিক ফাঁসে!
অনেক তো চাল চেলেছিস-
সমাজবাদীর মুখোশে !!!

তোকে কবর দেব, হিসেব নেব,দেবনা শুধু অবকাশ;
মোরা উগ্র ভীষণ,অবচেতন! শুনে নে যদি জানতে চাস।
ভাবছিস উপহাস,আর পরিহাস,স্রেফ উপহাস,সবই ভোকাস!
এদিকে উপবাস, লক্ষ উপবাস,হাজার পেটে ক্ষিদের দীর্ঘশ্বাস ।
চোখ বেঁধে নে, কেঁদে নে-
তোর বিক্রি হবে, অকশানে!
তোকে ছিঁড়ে দেব,ছুড়ে দেব
সংস্কারের destruction এ। !!DDevil!!

০ Likes ৬ Comments ০ Share ৪২১ Views