Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

" সত্য বল সুপথে চল "

এভাবে অতি ধার্মিকদের দ্বারা যুগে যুগে ধর্ম বিকৃত হয়েছে । এই অতি ধার্মিকেরা ধর্মের আসল খুঁটি নহে বরং এরাই ধর্মের ক্ষতি করেছে সবচেয়ে বেশি । এদের অনেকেরই সে সত্যটুকু বুঝার জ্ঞানও নেই । বড় বড় মৌলভী, মাওলানা, মুফতি, মুহাদ্দেস, পীর, শায়েখ, ওলামায়ে কেরামের প্রতি ভক্তি ও শ্রদ্ধায় অবিচল সরলপ্রাণ মুসল্লীরা এদের সহজ শিকারে পরিণত হচ্ছে । এদের জন্য বড়ই আফসোস ! শয়তানী চক্র থেকে বেরিয়ে আসার কোন রাস্তাই তাদের জন্য খোলা থাকছেনা । এরা জানেনা - এ যুগে শত্রু আসে বন্ধুর বেশে । শয়তান ঈমান হরন করে মাওলানা, পীর, মুফতি, মুহাদ্দেস, শায়েখ, ওলামায়ে কেরামদের রূপ ধরে । আমার গোস্তাফী মাফ করবেন হুজুরেরা । আমি সবাইকে ঢালাওভাবে এ শ্রেনীতে ফেলছিনা । খাঁটি পীর, মুহাদ্দেস, ওলামা, শায়েখ, মুফতি, মাওলানা নেই একথা আমি বলছিনা । তবে খাঁটি জিনিসের জন্য অত বিজ্ঞাপনের প্রচার প্রয়োজন হয়না । ধর্মীয় ক্ষেত্রে এ কথাটির গুরুত্ব অনেক গুন বেশী । একজন রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতার অধিকারী ব্যক্তির পেছনে মানুষ লাইন ধরে ঘুর ঘুর করে । আর ঐশী ক্ষমতার অধিকারী মহাপুরুষের সন্ধান পেলে মানুষ পাগল হয়ে তার পিছনে ছুটবে । সেজন্য তার নামের আগে পিছে বড় বড় ' লকব ' জুড়ে দিয়ে দেশ জুড়ে পোস্টার ছড়ানো কিংবা মাইক লাগিয়ে প্রচার চালানোর প্রয়োজন পড়ে না । ঐশী ক্ষমতার অধিকারী ব্যক্তি নিজেকে গুপ্ত রাখতেই ভালবাসেন । কারন, যুগে যুগে তাঁদেরকে জাগতিক ক্ষমতার অধিকারী লোকদের হাতে নিগৃহীত হতেই দেখা গেছে । শত শত ভক্তের ভালবাসা কতিপয়ের রোষ থেকে বাঁচাতে পারেনি যিশুকে । আল্লাহর নবী রসূলদের কেউ ই সমসাময়িক সমাজপতিদের নিগ্রহ থেকে রেহাই পাননি । কারন তাঁরা সবাই নশ্বর পৃথিবীতে ক্ষমতার দাপট পরিহারের এবং ধনসম্পদ কুক্ষিগত করার বাসনার বিপক্ষে দাঁড়িয়ে বিনম্রতা ও সাম্যের আহবান জানিয়েছিলেন । আল্লাহওয়ালা লোকেরা জাগতিক ক্ষমতাশালী ও বিত্তশালী লোকদের ধারে কাছে থাকতেও রাজী নন । কোরআনে যা কিছু উদ্বৃত তার সবই যাকাত করতে বলা হয়েছে ( সুরা বাকারাহ; ২১৯ আয়াত ) । কিন্তু সে স্থলে শতকরা আড়াই ভাগ যাকাত দিবার বিধান কোরানের কোন জায়গায় পাওয়া গেল, কেউ দেখাবেন কি ? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন- " আল্লাহ আল-কিতাব হতে যা অবতীর্ণ করেছেন তা যারা গোপন রাখে ও বিনিময়ে স্বল্পমূল্য গ্রহন করে, তারা নিজেদের জঠরে আগুন ছাড়া আর কিছু ভক্ষণ করে না এবং কিয়ামত কালে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং
তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য মর্মদন্ত শাস্তি। " ( সুরা নজম; ৩৯ আয়াত ) । যা কিছু উদ্বৃত সবই যাকাত করার কথা কোরআনে স্পষ্ট উল্লেখ থাকা স্বত্বেও তার বদলে শতকরা আড়াই ভাগ যাকাত দিবার বিধান ধন সঞ্চয়কারী পুঁজিপতিদের অনুকুলেই ঘোষিত হয়েছে । কখন, কিভাবে, কার দ্বারা এ বিধান ঘোষণা করা হয়েছে, আজকালকার দিনের মওলানা মৌলোভীরা সে ইতিহাস কোন দিন সন্ধান করেননি । 'অমুক মাদ্রাসার অমুক মাওলানা বা মুহাদ্দেস বলেছেন' বা 'অমুক কেতাবে আছে' জানাটাই যথেষ্ট । 'অমুক কেতাবের লেখক' যে মাদ্রাসায় শিক্ষিত হয়েছেন সে মাদ্রাসা যে উত্তরাধিকার বহন করছে সেই মাদ্রাসা শিক্ষারই, যা কিনা প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী আদর্শের বিরোধী ব্যক্তিতন্ত্র, রাজতন্ত্র, পুঁজিতন্ত্র তথা সাম্রাজ্যবাদী ইসলামী (?) রাজত্বের বিশেষ পৃষ্টপোষকতা ও অর্থানুকূল্যে । ঐ রাজবংশের পৃষ্টপোষকতা লাভকারী মাদ্রাসায় শিক্ষিত আলেম অলেমারাইত ' জ্ঞানের নগরীর প্রবেশদ্বার' হযরত আলী ও তাঁর বংশধরগণের উপর পবিত্র জুমার খুতবায় লানত বর্ষণ করা অনুমোদন করেছিল । রাজকীয় অনুগ্রহ ও অর্থানুকূল্য পেয়ে কত মিথ্যা হাদিস রচনা ও কত সত্য হাদিস গায়েব করেছে ঐ রাজকীয় অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত ধর্মীয় শিক্ষা
প্রতিষ্ঠান সমূহে শিক্ষা দানে নিয়োজিত মৌ-লোভীর দল এবং ধর্মের পবিত্র দুগ্ধ ভান্ডে ক' ফোটা গোচনা তারা ঢেলেছে, তা এক আল্লাহ্‌ মালুম । বংশ পরম্পরায় তাদের সাগরেদের দল থেকে উত্তরাধিকার সুত্রে পাওয়া ঐ গোচনা মিশ্রিত মধুই সরল মুসলমানদের পরিবেশন করে চলছেন আজকের দিনের সরল মাওলানারা । এক ভাণ্ড দুধে এক ফোঁটা মুত্র মিশ্রিত হলেই যেমন তা নাপাক হয়ে যায়, আমাদের ঐসব মাওলানা মৌলোভীদের বয়ানও যথেষ্ট কোরান হাদিসের বক্তব্যে ভরপুর হওয়া সত্বেও তেমনই পরিত্যাজ্য । চলবে... পোস্টঃ ফিদা, এ, কে মনজুরুল হক এর সত্য বল সুপথে চল বই থেকে ।

০ Likes ১ Comments ০ Share ৪১৫ Views

Comments (1)

  • - মাসুম বাদল

    ভালো থেকো তুমি,
    আর একাকীত্বের হাওয়ায়
    সুখগুলো উড়ে যাক ...

     

     

    খুব খুব ভাললাগা জানালাম... 

    • - অয়ন আবদুল্লাহ

      অনেক ধন্যবাদ,ভাই...

    - জাকিয়া জেসমিন যূথী

    কাকের দাড়ি'র কবিতার আমি একজন মুগ্ধ পাঠক। 

    খুউব ভালো লাগা রেখে গেলাম। 

    • - অয়ন আবদুল্লাহ

      কাকের দাড়ি নামটা এখানে প্রযোজ্য নয়, আমার ধারনা ধন্যবাদ

    - আলমগীর সরকার লিটন

    খুবি ভাল লাগল

    স্বাধীনতার শুভেচ্ছা রইল

    ভাল থাকুন

    • - অয়ন আবদুল্লাহ

      আপনাকেও শুভেচ্ছা