Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

" ওরা নাটকের সব বোঝে "

রবীন্দ্র সরোবর । ঐ দূর থিকা আলো ঠিকরাইয়া আসতেছিল । আমি একটা টান অনুভব কইরা স্টেজের দিকে গেলাম । পশ্চিম প্রান্তে রাখা লাউড স্পিকারের পাশে । পথ নাট্য চলতেছে । স্টেজে এক বৃদ্ধ  মাটি খুঁড়তাছে । মানে দৃশ্যের ভঙ্গিমায় তেমনটাই ধরা পরল । তারপর সে কপালের ঘাম মুছল । খানিকপর, অন্য আরেক চরিত্র স্টেজে প্রবেশ করলো । বেশ কতক দূর থিকা বাতি হাতে সে আইসা ঐ বৃদ্ধরে গালমন্দ শুরু করলো । স্টেজ তখন বিমর্ষ, জরাগ্রস্ত । আমি তখন দর্শকের সারিতে । দাঁড়াইয়া আছি । পিছন থিকা অনেকটা এইরকম কথা শোনা গেল - 

 

- স্টেজের সামনে এত বস্তির পোলাপান দাঁড়াইয়া আছে কেন । ওরা কি বোঝে নাটকের ?

 

আমি তখন তাকাইয়া যিনি এই কথা বললেন উনারে দেখলাম । সন্দেহ হইলো, ধারণা করলাম উনি নাট্যকর্মীদেরই একজন । আমি হাঁটা ধরলাম অন্যদিকে । হাঁটার সময় মনে পড়লো , কে জানি আমারে বলছিলো এক সময় - 

" গরীব দেশের মিডল ক্লাস পিপল অনেক  হীনমন্যতায় ভোগে । " 

 

আমি ভাবলাম এইখানে বইসাই তাগো যেই অবস্থা উঁচা দালানে বসলে না জানি কি বলতো ।        

 

২৬/০৩/২০১৪

বনশ্রী , ঢাকা ।  

 

০ Likes ৪ Comments ০ Share ৪৩৩ Views

Comments (4)

  • - মাসুম বাদল

    দারুণ লিখেছো, বন্ধু!!!

    খুব খুব ভাললাগা জানালাম...

    • - মোঃসরোয়ার জাহান

      অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা বন্ধু !