Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

~ এই কবিতা ~

 

এই কবিতা
হতভাগ্য সমুদ্রের কথা বলবে
সমুদ্র, যা কিনা জাহাজ ধুয়ে ডাঙ্গায় তোলে
আর সন্তানদের জন্য তাদের মা'র হাহাকার
যেই সন্তানদের, সমুদ্র এক গোগ্রাসে গিলে ফেলেছে

এই কবিতা নতুন কিছু বলবে না
এই কবিতা সময়ের কথা বলবে
সময় যা কিনা সীমাহীন
সময় যা কিনা সংজ্ঞাহীন

এই কবিতা কিছু নাম স্মরণ করবে
নাম যেমন ধরেন  লামুম্বা , কেনিয়াথা, এন কুরমাহ
হ্যানিব্যাল , অ্যাকেনাটন ,ম্যালকম গ্রাভে
হ্যাইল ছেলাছি

এই কবিতা উত্যক্ত হবে
জাতিবিদ্বেষ,ফ্যাসিবাদ আর বর্ণবাদ সংক্রান্ত বিষয় নিয়ে
ব্রিক্সটন আটলান্টায় অনুষ্ঠিত ক্লু ক্লাক্স ক্ল্যানের বিপ্লবকে নিয়ে
জিম জোনস নিয়ে

এই কবিতা দ্রোহের মন্ত্রে ফুঁসবে
মানব জাতির -
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভক্তির বিরুদ্ধে
মানব জাতির মীমাংসার বিরুদ্ধে

এই কবিতা
জগতের অন্য সব কিছুর মতই

এই কবিতা
গুরুতর সাহিত্যকর্ম-গুলার কাতারে পরবে না
পুনরাবৃত্ত হবে না কবিতা-প্রেমীদের আবৃত্তিতে
রাজনীতিবিদ কিংবা কোন ধার্মিক ব্যক্তির কণ্ঠে
এই কবিতা কখনোই উদ্ধৃত হবে না

এই কবিতা ছুরি চালাবে
স্বাধীনতায় উদীপ্ত বোমা - বারুদ আর রক্তাক্ত আগুনে

হ্যাঁ, এই কবিতা ঢাক-যন্ত্রের মতন

এই কবিতা
কোন কিছুই পরিবর্তন করবে না
বরং এর পরিবর্তন হতে হবে

একটি মানুষের পুনর্জন্ম
তার বিকাশ, জাগরণ আর উপলব্ধির বস্তু
এই কবিতা

এই কবিতা
পূর্বেও কথিত হয়েছে
সেই সব কথা এখনও কথিত
কিংবা তারা সামনেও হয়ত উচ্চারিত হবে

এই কবিতা
চলতে থাকবে
এমনকি সেই সময়ও
যখন কবিরা আর কবিতা লিখবে না

এই কবিতা
ইতিহাসের পথে পথে আবর্তিত হবে
এমনকি আমাকে-
কিংবা তোমাদেরকেও বাঁচিয়ে রাখবে

(অসমাপ্ত) 

কবিঃ মুতাবারুকা
 


 

 

 

০ Likes ২০ Comments ০ Share ৪৩৭ Views

Comments (20)

  • - কামাল উদ্দিন

    • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

      ধন্যবাদ, কামাল ভাই।

    - নাসরিন চৌধুরী

    সালাম হেনা ভাই ।আপনার আজগর চাচার গল্প পড়লাম। বেশ খারাপ ও লাগল চাচার জন্য ।আসলে সৎ মানুষগুলোকে এভাবেই জীবনের সাথে সংগ্রাম করতে হয়।তবে পাপ বাপকে ও ছাড়ে না। সত্য একসময় উন্মেচিত হয় ।

    অনেক ভাল লাগল লেখাখানি।শিক্ষনীয় ও বটে ।

    • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

      বোন নাসরিন, তোমাকে অনেকদিন পর ব্লগে পেয়ে ভালো লাগছে। আশা করি, সপরিবারে ভালো আছো।

      গল্পটি একজন সৎ মানুষের জীবনের সত্য ঘটনা নিয়ে লেখা। তোমার কাছে ভালো লাগায় শ্রম সার্থক মনে করছি। ভালো থেক। শুভকামনা রইল। 

    - ফেরদৌসা রুহি

    চাচার জন্য মন খারাপ হল। কেউ চাচার কথার মূল্য দিল না।

    • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

      বোন ফেরদৌসা, সমাজে কিছু কিছু মানুষ থাকে, যারা চিরকাল অন্যদের দ্বারা অবমুল্যায়িত হয়। আসগর চাচা এরকম একজন মানুষ ছিলেন। কিন্তু তারপরেও তিনি তাঁর সততা বিসর্জন দেননি।

      গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

    Load more comments...