Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

# অর্থমন্ত্রী, জনগণ বলতে ঠিক কাদেরকে বোঝাইতেছেন !!! #

১) “এই ব্যাটারা ধর্মের জন্য কখনোই কিছু করে নি। দেশের ইসলামকে জনগণই রক্ষা করেছে।”--- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।  (হেফাজত সম্পর্কে)

২)  “বাংলাদেশে ধর্মের নামে উপদ্রব দেখা দিয়েছে। যারা ধর্মের নামে ‘ওয়াজ’ করছেন তারা বদমাশ ছাড়া কিছু নয়।”" এইসব বদমাশদের কাছে দেশের মানুষের কিছু শেখার নেই  "।-- বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর বলেন ।

 

 

১) বাংলাদেশের কোন কোন ব্যক্তি ধর্মের জন্য কি কি করেছে না করেনি সেই তর্কে যাবো না কিন্তু অর্থমন্ত্রী কোন জনগণের কথা বললেন  তা ঠিক বুঝলাম না । হেফাজতের লোকজন কি তাহলে জনগণ না !!! নাকি  জনগণের অন্য কোন " সংজ্ঞা " ধারণ করতেছেন আমাদের অর্থমন্ত্রী !!! 

 

২) এই দেশের মানুষ কি শিখবে এবং কার কার কাছ থেকে শিখবে তা নিতান্তই এই দেশেরে প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত ব্যাপার । কার কাছ থেকে শিখবো কিংবা শিখবো না এই ধরনের জবরদস্তি নির্ধারণে দেশের মানুষের কিচ্ছু যাবে আসবে না । তাই জাহাঙ্গীর সাহেবের চোয়ালের অযথা কসরৎ এ, তার নিজের কোন লাভ হইলো কিনা কে জানে !!! 

 

মোদ্দা কথা, শিক্ষণীয় বস্তু কারো নির্ধারণের নয় । এইটা ব্যক্তি-তান্ত্রিক ।

তথ্যসূত্রঃ http://bangla.bdnews24.com/bangladesh/article741733.bdnews

০ Likes ৪ Comments ০ Share ৩২৩ Views

Comments (4)

  • - ফেরদৌসা রুহি

     

    কান্না ছাড়া গতি নাই। কেউ আমারে একটা বই দিল না। নিজের টাকা দিয়ে সব বই কিনলাম। আপনার সাথে দেখা হয়ে খুব ভাল লেগেছে। আশা করি এরপর থেকে দেখা হতেই থাকবে

    • - নুসরাত জাহান আজমী

      এই আপু, আমিতো সুডু মানুষ, তাই আমারে বই দিসে বড় ভাইয়ারা। আপনে ছোট হইলে আপনাকেও দিত।
      ইন শা আল্লাহ্‌। আবার দেখা হবে।

    - ঘাস ফুল

    এতো ভাই বেরাদরদের নাম নিলেন অথচ আমার লগে যে দেহা হইলো, হেইডা একবারও কইলেন না। বিরাট বিথা পাইয়া হাফসুস করতাছি। 

    তবে এটা ঠিক ভার্চুয়াল সম্পর্কও ইদানীং খুব মধুর হচ্ছে। বেশ কয়েকটা প্রমাণ ইতিমধ্যেই পেয়েছি। আপনার অভিজ্ঞতাও সেই কথা বলছে। সম্পর্কগুলো চিরসবুজ থাক এই কামনা করছি। ধন্যবাদ নুসরাত। 

    • - নুসরাত জাহান আজমী

      ওহ, ভুইল্লা গেসি।
      হ্যাঁ, ভাইয়া। সবার সাথে দেখা হয়ে এত্ত ভালো লেগেছে। দুই লাইনে লিখে  প্রকাশ করা সম্ভব না।

    - সালাহ্‌ আদ-দীন

    পড়ে খুব ভাল লাগল! আসলেই বই মেলা খুব মিস করছি। সেই সাথে প্রিয় মানুষদের। কারও সাথেই কখনও দেখা হয় নাই তবুও কেমন এক পরিবার মনে হয়। ফেরদৌসা আপাকে আমি সবচেয়ে বেশি জ্বালাই কিন্তু এই আপুটাকে দেখার জন্যে মেলায় যাইতে মন চাচ্ছে। আপনাকে নীলদার ফেবু তে দেখলাম। ভাল লেগেছে। মেজদার সাথে অনেক দিন কথা হয়নি। কফি হাউজের সেই আড্ডা টা আবার ফিরে আসুক। ছবি দেন নাই ক্যন!  

    • - নুসরাত জাহান আজমী

      ফেরদৌসা আপুকে আমিও প্রথম দেখেছি। দারুন একজন মানুষ।
      আমি ছবি দেই নাই, কারন, ব্লগে ছবি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করিনা।

    Load more comments...