Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

~ IDMb রেটিং কি ন্যূনতম গুরুত্বপূর্ন !! ওহে মধ্যবিত্ত বুদ্ধিজীবীর ঘাটি !! ~

 

হটাত , আজ এত বছর পর এই ধরণের একটা বিষয় নিয়া এত চিল্লাচিল্লি । ভারত, তার কত সিনেমায় এই ধরণের উগ্র জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে আসছে । আজ হটাত শুধু এই সিনেমাতে আইসাই  এইখানের লোকে এইটা দেখতে পাইলো ।যারা গুণ্ডে দেখে চমকে উঠছেন, তাদের জন্য তথ্য হল, এইটা গুণ্ডে ছাড়াও বলিউডের প্রায় সকল জাতীয়তাবাদী সিনেমায় উপস্থিত। এই জাগায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কখনোই ভারত রাষ্ট্র ও তার সাংস্কৃতিক টুলসগুলো স্বীকার করে নাই। তো, আমার প্রশ্ন হলো, রাষ্ট্র হিশেবে ইণ্ডিয়া ও এর সাংষ্কৃতিক ফেনোমেনাগুলো এই বয়ানের বাইরে কেন যাবে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকারে ভারতের দায় কতটুকু, যেখানে আমাদেরকে একই সাথে জানতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত অফিসিয়ালি ভারত-পাকিস্তানের যুদ্ধ হিশেবে বইলা থাকে সব সময়। এমন কি পাক-বাহিনীর আত্মসমর্পনের দিন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে যেতে দেওয়া হয় নাই, পাক বাহিনী আত্মসমর্পন করেছে ভারতের সামরিক কর্তৃপক্ষের কাছেই। প্রশ্ন করা দরকার, একই সাথে এই সব ঘটনাকেও, যদি করতেই হয়। গুণ্ডে তো একটা সিনেমা মাত্র ।

আর প্রিয়াঙ্কা চোপরা, জানেন যে, ৭১ সালে যুদ্ধে ভারত আর বাংলাদেশের ছাড়াছাড়ি হয়ে গেছে । তথ্যসুত্রঃ ~ প্রিয়াঙ্কা ~ 

~ তাহলে ঘটনা হল আমরা তিন দেশের (ভারত , পাকিস্তান , বাংলাদেশ) লোক , ঐ একই ৭১ সালের যুদ্ধ সংক্রান্ত বিষয় সম্পর্কে না জানি কয় ধরনের ইতিহাস জানি । আর এইটাই ইতিহাসের মজার ব্যাপার, যে তারা পৃথক পৃথক দেশ অনুযায়ী-ও ভিন্ন । অর্থাৎ আপনি যত ইতিহাসের নথী সামনে পেশ করেন না কেন , ঐটা বিরোধিতা করার লোকের-ও অভাব নাই ...... ~

তাই বইলা আপনারা ছবির রেটিং কমাইয়া দেওয়ার জন্য উইঠা পইড়া লাগছেন !!! এইটা কি কোন সল্যুশন । ধরলাম , কমাইয়া ০ তে আনলেন , তাতে তিন দেশের লোকের ইতিহাস সম্পর্কে জ্ঞানের মধ্যে কি বা পরিবর্তন হবে !! সবাই তো আর নেটে বইসা IDMb চেক কইরা ছবি দেখতে বসে না, তাই নয় কি !!! আর ধরলাম অনেকেই দেখে IDMb রেটিং , তাতে ভারতের লোক নিজ দেশের ছবিরে ফালাইয়া দিবে , এবং তাদের প্রচারিত কিংবা ধারণকৃত ইতিহাসে পরিবর্তন আনবে ,

হা হা হা , অত স্বস্তা না ।   


তাছাড়া এক উগ্র জাতীয়তাবাদ ঠেকাইতে গিয়া আর এক ধরনের উগ্র জাতীয়তাবাদ !!!
 


( লেখাটি সম্পন্ন করতে , রিফাত হাসানের ফেসবুক স্ট্যাটাস থেকে কোট করছি দুই লাইন। তাই তারে ধন্যবাদ , যদিও সে নক্ষত্র ব্লগে নাই )
 


০ Likes ১১ Comments ০ Share ৩৯৮ Views

Comments (11)

  • - মোঃসরোয়ার জাহান

    ভালো লাগলো লেখাটি পড়ে,শুভ কামনা

    • - শেষ রাতের আঁধার

      :) ধন্যবাদ

    - দাড় কাক

    ভাল লাগার মত লেখা

    • - আসাদুস জামান বাবু

      অনেক ভালো লাগলো॥ অভিন্দন আপনাকে