Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সনৎ ঘোষ

৯ বছর আগে

*ছড়া-"নারীর নিরাপত্তা কোথায়?"

*ছড়া-“নারীর নিরাপত্তা কোথায়?”

   ----সনৎ ঘোষ।

নারীর জন্য নিরাপদ নয় শহর এবং গ্রাম,

নিরাপদ নয় সামনে,পিছে,ডান কিংবা বাম।

নারী মানেই ভোগ্য বস্তু হোকনা পর,আত্মীয়,

ভয়ে থাকে বোন,ভাগ্নি এমন কি ছোট নাতনীও।

কামুক পুরুষের দৃষ্টি পড়ে সব নারীর ওপরে,

একটা ক্ষেত্রে ফারাক নেই মানুষ এবং শুকরে।

শহর বন্দর গ্রাম গঞ্জ স্টেশন বা দোকানে,

শিকারী পুরুষ ঘুরে বেড়ায় দিন রাত সবখানে।

সুযোগ পেলেই হাত চালাবে মেয়ে মানুষের অঙ্গে,

মুখে বলবে অশ্লীল কথা,চলবে অসভ্য ঢঙ্গে।

গ্রামের চেয়ে শহরেই বেশি এই যৌন হয়রানি,

দিনের পর দিন বাড়ছেই শুধু এটা সবাই জানি।

অভিযোগ ও প্রতিবাদে খুব একটা নেই লাভ,

সমাজ এটা মেনে নিয়েছে-এমনটাই যেন ভাব।

সৃষ্টির সেরা মানুষ জাতি,আমরা খুবই সভ্য(!),

মন্দটাকে বাদ দিয়ে ভালটা কবে ভাববো?

*সুত্র-“শহরগুলো নারীদের জন্য নিরাপদ নয়”(প্রথম আলো’র লীড নিউজ,তারিখ-২৮/১০/১৪)

০ Likes ০ Comments ০ Share ৫৪৬ Views

Comments (0)

  • - টোকাই

    দারুন একটা পোষ্ট । শুধু মাত্র যারা বিজ্ঞানের নন ,বিশেষ করে পদার্থ বিজ্ঞান বোঝেন না , তাদের মাথার উপর দিয়ে যাবে ।emoticons

    emoticons