Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

গোলাম মাওলা আকাশ

৯ বছর আগে লিখেছেন

এস এম এস কাব্য

 
জীবন
------------------
সবায় কাঁদে
কেউ নীরবে কেও সরবে,
কেউবা দুঃখে কেউবা সুখে।
এইতো জীবন
হাসি কান্নার মহা মিলন।
**********
সম্পর্ক
---------------------
আমাদের দুজনে মাঝে
খুব অমিল ।
তাতে কি ?
ভালবেসে দুজনে দুজনার
দুই দিক করে নিব মিল।
এ ভাবেই গড়ে উঠেছে
প্রথম হতে আদ্য-বদি
মানব মানবীর সম্পর্কের মিল। 
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - কাজী যুবাইর মাহমুদ

    কী যে ভাল্লাগলো, বলে বলে তো বোঝানো যায় না...

    • - উম্মে হাবীবা

      শুকরিয়া কাজী যুবাইর মাহমুদ। ভালো থাকবেন...

    - মোঃসরোয়ার জাহান

    বেশ ভালো লাগলো তোমার কবিতার চিত্রকল্প....শুভ কামনা রইল!

    • - উম্মে হাবীবা

      শরৎশুভেচ্ছা আপনাকে সরোয়ান জাহান। ভালো থাকবেন।

    - মেঘ আবির

    ভালো লাগলোemoticonsপ্রথম প্যারা পরের প্যারাটা একটু এলোমেলো ৷ আশা রাখি পরেরবার আরো ভাল হবে ৷

    • - উম্মে হাবীবা

      মেঘ আবির ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

    Load more comments...

গোলাম মাওলা আকাশ

৯ বছর আগে লিখেছেন

কেন বোঝ না

কেন বোঝ না  
--------------  
 
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
তোমার ভালবাসা
হৃদয়ের কথামালা
শুনিতে আমি চাই।
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
 
হাতে হাত রেখে
তপ্ত দুপুরে নাম জানা কোন পার্কে,
শতবর্ষি বিটপির ছায়ার শীতলতা
উপভোগ করতে আমি চাই।
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
 
 
মধ্যরাতে  স্নিগ্ধ জোছনায়
হিমু আর হিমি হয়ে
তোমার হাত ধরে
জোছনার আলোর রোমান্টিক কালে
তোমার চোখে চোখ রেখে  
না বলা কত শত হৃদয়ের কথা আমি
শুনিয়ে যেতে চাই।
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
 
শুষ্ক হৃদয়ে শিশির স্নিগ্ধতায়
ক্ষণে ক্ষণে আমি তোমাকেই অনুভব
করতে যে চাই।
এমনি করে সারাটা জীবন
স্বপ্নের বুননে
শুভ্র চোখে তোমারি রুপশুধা
উপভোগ আমি করে যেতে চাই।
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
১৭-০৯-১৪ ইং । রাত ১২.২৪am
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - রব্বানী চৌধুরী

    অনেক অনেক শুভেচ্ছা জানবেন আপা,

     

    খুব স্বচ্ছ বর্ণনায় লেখা, গল্পের ঘটনাগুলি বা চিত্রগুলি যেন ঠিক চোখের সামনে, মনে রাখার মত একটি গল্প। নিয়মিত লিখবেন তবে নক্ষত্র ব্লগে একটি সমস্যা হলো পোষ্টগুলিতে তেমন মতামত পাওয়া যায় না, আর আমরা বুঝতেও পারি না যে আসলে পোষ্টটি কেমন হয়েছে ! পাঠকের কি মন ছুঁয়েছে !!

     

    তবে নিজের লেখায় সঠিক আত্ম-বিশ্বাসটাই বড় কথা, অনেক ভালো থাকবেন আপা।  

    • - মুন জারিন আলম

      আসলে লেখায় কমেন্টস না দেখলে লিখতে ইচ্ছে করেনা। এই দেখেন প্রথম আলো আমার অনেক ভালবাসার ব্লগ। এখন কমেন্টস কম দেখি। ..তাই লিখতে আগ্রহ কম হয়। ..তারপর ও সব ব্লগ এ চেষ্টা করি। ..অন্তত সপ্তাহে দুইটি পোস্ট দিতে। 

    • Load more relies...
    - রব্বানী চৌধুরী

    ধন্যবাদ আপা, আপনার পোষ্টে আমি প্রথম মন্তব্যকারি। 

    • - মুন জারিন আলম

      ধন্যবাদ।।।।।।।। পুরস্কার দিতে হবে ? emoticons

    - মাইদুল আলম সিদ্দিকী

    পড়লাম ভালো লেগেছে আপু। ঘটনাটায় বিষাদ লেগে আছে।

    • - মুন জারিন আলম

      গল্প টা আর ও বিস্তৃত লিখতে পারলে ভাল হত। সময় ছিলনা। 

      মাইদুল ভাই কেমন আছেন ? খুশি হই আপনাকে সবসময় পাশে পাই। 

      প্রেরণা দেওয়ার জন্য সবসময়.....অনেক ধন্যবাদ। 

      শুভেচ্ছা রইল। 

    • Load more relies...
    Load more comments...

গোলাম মাওলা আকাশ

৯ বছর আগে লিখেছেন

অস্বচ্ছতা

অস্বচ্ছতা
************************
অনেক ব্যবহৃত চাশমার কাচ
অস্বচ্ছ হয়েছে,
তাকিয়ে কেমন ঝাপসা লাগে,
রঙিন পৃথিবী কে
লাগে সাদা কালো।
তেমন অস্বচ্ছ সাদা কালো
আজ
জীবনের প্রতি মুহূর্ত।
জীবন
হারিয়েছে সুখ
মধুর আনন্দের স্মৃতি,
সবি হারিয়ে জীবন পথে
জমেছে ধূলো। continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - জাকিয়া জেসমিন যূথী

    লেখাটা অনেক বড় হলেও খুব বেশি সুন্দর। লেখাটা নিছক শুধু চিঠি নয়, অনেক বাস্তবতা রয়েছে লেখাটায়। তাই ভালো লাগলো।

    • - সুলতানা সাদিয়া

      ধন্যবাদ যূথী। বিশ্ববিদ্যালয়ের তুমুল প্রেমময় সময়ের লেখা। আমার পেপার কাটিংগুলোর মাঝে খুব লালচে হয়ে গিয়েছিল। শেয়ার করলাম। ব্লগের সবাই বর্ষা নিয়ে ব্যস্ত তাই পুরনো লেখাটাকে মনে পড়লো। ভালো থেকো।

    - রব্বানী চৌধুরী

    অনেক ভাবনা নিয়ে লিখেছেন চিঠি বা গল্পটি, 

    " শুধু মেয়েটাকে নিয়ে খুব ভয়। কারো হাতে দিয়ে ভরসা পাইনা। চারপাশে এত নষ্ট মানুষ। রোজ পত্রিকা মেললেই বাচ্চা বাচ্চা মেয়েদের ছবি চোখে পড়ে। কি সুন্দর নিষ্পাপ ফুলের মতন ছোট্ট ছোট্ট মেয়ে! কিন্তু' এরা মৃত-ধর্ষিত-নির্যাতিত। রোজ এসব  মুখগুলো দেখে দেখে ভেতরটা ফাঁপা হয়ে গেছে। " 

    লেখায় অনেক গভীরতা, খুব ভালো লাগলো গল্প যেখানে অনেক অনেক বাস্তব ও ভাবনার কথা বলেছেন। শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন  

    • - উম্মে হাবীবা

      এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। চিঠি বলেই হয়তো নিজেকে ঢেলে দিতে পেরেছেন। এই আকুতি, এই প্রকাশ, নাড়া দিয়েছে ভিতরটাতে। পৃথিবী কবে নিরাপদ হবে আমাদের সন্তনদের জন্য? এরকম প্রশ্ন নিয়ে রোজ সকাল দেখি আমরা মায়েরা। শুভেচ্ছা রইল প্রিয় সাদিয়া সুলতানা !

    • Load more relies...
    - নুসরাত জাহান আজমী

    ঢু মেরে গেলাম। কাল এসে মন্তব্য করব আপু। emoticons

    • - নুসরাত জাহান আজমী

      কিছুক্ষনের জন্য হারিয়ে গিয়েছিলাম, মনে হল সব বুঝি চোখের সামনেই দেখছি। একজন চকোরী নিজ মনে লিখছে, লিখছেই। কত অনুভূতি, কত আবেগ, কত স্বপ্নের সমাপ্তি। সব উজার করে দিচ্ছে এই চিঠিতে।
      নিয়তির কাছে সবাই বন্দী, কেউ ইচ্ছেকরে কেউ অনিচ্ছায়। আর তাই তো দস্যি চকোরী আজ চারদেয়ালে তাঁর অতীত গুনছে। ঘুণে ধরা সমাজ নিয়ে চিন্তায় অস্থির হচ্ছে।

      আপু, অসম্ভব সুন্দর একটা চিঠি পড়লাম। এত ভালো লাগলো.. সত্যি। emoticons

    • Load more relies...
    Load more comments...

গোলাম মাওলা আকাশ

৯ বছর আগে লিখেছেন

মিলাদ ও শিরনি

মিলাদ ও শিরনি
 
ছোটতে গ্রামের পরিবেশে আমার বেড়ে উঠা। আমার শৈশব কৈশোরের সময় গুলি কেটেছে গ্রামীণ মুক্ত আলো বাতাস আর সবুজের সংস্পর্শে।কত মজা কত হাসি আনন্দ আর স্মৃতি মিশে আছে গ্রামীণ পথে ঘাটে। গ্রামের সমবয়সী বন্ধু বা একটু বড় বন্ধুদের নিয়ে ফুটবল, ডাংগুলি, মার্বেল, সাতার সহ কত খেলা খেলেছি। একসাথে আবার হেঁটেছি স্কুলের পথে। সেই আনন্দময় জীবনের একটি ঘটনা বা এখনো ঘটে যাওয়া বিষয় নিয়ে আজ আমার স্মৃতিচারণ বা জাবর কাটাও বলতে পারেন।
গ্রামের সহজ সরল মানুষের কাছে ধর্ম বলতে গ্রামের মাওলানারা(মলবি, মৌলভি,হুজুর) যা বলত তাই। তাদের জীবনের ও আখিরাতের জীবনের জন্য শুধু শুক্রবারের নামাজটাই কাফি( যদিও এখন আমাদের গ্রামের মসজিদে বেশ মানুষ হয়)। আর শুক্র বারে তাদের জীবনের নিয়ামক আর একটি ধর্মীয় অনুষঙ্গ হল মিলাদ পরানো। তাই শুক্রবারে মসজিদে ছোট পোলাপানের আমদানিও হত বেশ। তাদের উৎসাহ নামাজের চেয়ে লোভ থাকত নামাজ শেষে মিলাদের শিরনী/ সির্নি/ শিরনি( অনেকের হয়তো তা থাকত না)।
শুক্র বারে নামাজের পরে মৃত বাবা-মা, দাদা-দাদি,ভাই-বোন বা অন্যান্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করার বা চাওয়ার একটি বিশেষ পদ্ধতি হল এই মিলাদ। যা এখনো বেশ প্রচলিত আমাদের গ্রামে।
 
শুরু: নামাজের আগেই শিরনির গামলা আর কলা পাতার আমদানি হত মসজিদে। সামনের কাতারের আগে ফাকা জায়গায় গামলা ও কলাপাতা সহ বেশ পরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢাকা থাকত শিরনি। তবে সব সময় কলা পাতা থাকত তা কিন্তু নয়। কলাপাতা নেই মানে শুকনা শিরনি। একেক দিন দেখা গেল ২-৩ জন এক সাথে মিলাদ আর শিরনি দিয়েছে। তখন বাচ্চাদের তো ঈদ। হা খাবার ঈদ
প্রকার: শিরনির প্রকার গ্রামে ২ ধরনের।
১। শুকনা
২। ভেজা
@ গামলায়... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - ফাতিন আরফি

    বেশ, চমৎকার কবি, ভালো লাগলো বেশ। 

     

    • - কাজী মেহেদী হাসান

      প্রীত হলাম emoticons

    • Load more relies...
    - আলমগীর সরকার লিটন

    কবি দা মেহেদী হাসান দাদা কেমন আছেন এখানে পেয়ে অনেক ভাল লাগল

    কবিতাও ভাল লাগল শুভ কামনা----------

    • - কাজী মেহেদী হাসান

      আপনাকে সাথে পেয়েও ভালো লাগছে আমার। কেমন আছেন? ধন্যবাদ জানবেন 

    - নুসরাত জাহান আজমী

    কি সুন্দর করে লিখেন কবিতা। ভালো লাগে পড়তে খুব। emoticons

    • - কাজী মেহেদী হাসান

      দোয়া করবেন, ভালো থাকুন নিরন্তর emoticons

    Load more comments...

গোলাম মাওলা আকাশ

৯ বছর আগে লিখেছেন

ক্লান্ত পথিক

ক্লান্ত পথিক
----------------
ছুটে চলেছি
অজানা লক্ষহীন সময়ের পদচিহ্ন ধরে ,
জীবন নামে
আঁকা বাঁকা পথে পথে।
ছুটে চলার ক্লান্তিতে
রণ ক্লান্ত পথিক আমি
ছুটে চলেছি
সুতা কাটা ঘুড়ির মত
আন্ধ ভাবে জীবনের স্রোতের টানে।
জীবন শুরুর তেজদিপ্ত মনে
জমেছে ক্লান্তি , ঘুণে ধরা ইচ্ছে গুলিই
জমেছে না পাবার অপূর্ণতা।
তার পরেও ---
টেনে চলেছি নিজেকে
ভার বাহী পশুর মত,
ছুটে চলেছি তবুও
হাজার বছরের ইতিহাস হয়ে
হারানোর কিছু নেই বলে।
লক্ষ নেই স্বপ্ন নেই তবুও চলা
সামনে এগিয়ে যাওয়া
পিছনে রেখে পদচিহ্নের বক্র রেখা।  
২১-০৮-১৪ইং,১.৪৩am
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - জাকিয়া জেসমিন যূথী

    ালোই তো লিখেছেন। এটা কী প্রতিযোগিতার? 

    • - রব্বানী চৌধুরী

      অনেক অনেক ধন্যবাদ আপা। 

      না আপা, প্রতিযোগিতায় নামার ইচ্ছা এখন নেই। শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন। 

    • Load more relies...
    - মাইদুল আলম সিদ্দিকী

    সুন্দর!!! ভালো লেগেছে খুব।

    • - রব্বানী চৌধুরী

      সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন। ঈদ মোবারক।

    - নুসরাত জাহান আজমী

    অসাধারন ভাইয়া..

    আচ্ছা, ""শুধু একজন প্রিয়জনকে জড়িয়ে ধরিয়ে ধরা যায় নি বলে"" এখানে ধরিয়ে শব্দটা কি বসবে?

    • - রব্বানী চৌধুরী

      অনেক অনেক ধন্যবাদ আপা, বুঝাই যায় অনেক মন দিয়ে পড়েছিলেন কবিতাটি, শব্দটা অতিরিক্ত ছিল, সংশোধন করে নিয়েছি। 

    • Load more relies...
    Load more comments...
Load more writings...