Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাঈনউদ্দিন মইনুল

১০ বছর আগে লিখেছেন

‘অপরাধী হইলেও আমি তোর!’

প্রিয় সহব্লগার এবং বন্ধুগণ কেমন আছেন আপনারা? ব্লগে নিয়মিত না হতে পেরে অনেক মজা থেকে বঞ্চিত হচ্ছি। অনেক ভালো লেখা, ভালো কবিতার স্নিগ্ধ পরশ থেকেও বঞ্চিত। প্রিয় ব্লগারদের লেখায় প্রেরণার সঙ্গী হতে না পারাটা বিরাট অপরাধ। না এসে এই যে বঞ্চনার শিকার হলাম, তাতে নিজেই ‘অনিয়মিত’ হবার প্রতিশোধ পেয়ে গেছি। এজন্য কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না?

 

সৃজনশীল লেখা প্রতিযোগিতায় অংশ না নিতে পারাকে মহা অপরাধ হিসেবে আমি নিজেই মেনে নিচ্ছি। না পড়লে মন্তব্য করা যায় না, কোন প্রকার মূল্যায়ন তো দূরের কথা। মূল্যায়ন করতে গেলেও সকল অংশগ্রহণকারীর লেখার সাথে তুলনামূলক পর্যবেক্ষণ না করে সেটি করা যায় না। বাছাইকারীর দায়িত্ব নিতে শুরুতেই আমার একটু আপত্তি ছিলো। আমার এতো কাছের এক বন্ধু, যার কোন প্রস্তাবে অস্বীকৃতি জানাবার রেকর্ড হয় নি, তাকে এবারও ‘না’ বলতে পারি নি। কিন্তু অংশও নিতে পারি নি। ব্যস্ততার মাত্রাটুকু যে পর্যায়ে এসে ঠেকেছে, তা পূর্বধারণার বাইরে। তবু প্রতিযোগিতার মতো একটি মহাযজ্ঞ এগিয়ে চলেছে তার নিজ পথে, নিজ পরিকল্পনায়। আযোজকদেরকে অভিনন্দন জানাই। ধন্যবাদ সকল অংশগ্রহণকারীকে।

 

আজ অফিসের বিরতিতে নক্ষত্র ব্লগের সকল সহব্লগারকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি। যারা বিভিন্নভাবে এর মধ্যেও যোগাযোগ করেছেন, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা। সুযোগ মতো আবারও কথা হবে লেখায় লেখায়।

 

সুযোগ পেলে অনেকের লেখাই পড়ি। নক্ষত্র ব্লগের অধিকাংশ লেখকই উন্নত রুচির এবং লেখার মানও তুলনামূলকভাবে ভালো। মন্তব্য, পরমত সহিষ্ণুতা, ইন্টারএকশন এবং পারস্পরিক সম্পর্কও এখন পর্যন্ত চমৎকার। সহব্লগার হিসেবে আমার আরও সময় এবং আরও মন্তব্য দেওয়া উচিত। আগেই বলেছি, সামাজিকতার বিচারে এটি এক প্রকার অপরাধ। কিন্তু অনিয়মিত হলেও আমি আসবো। আসবো আপনাদের ভালোবাসা পেতে অথবা দিতে। অপরাধী হলেও আমি আপনাদের সহব্লগার এবং ছায়াসঙ্গী হিসেবে থাকতে চাই। ‘অপরাধী হইলেও আমি তোর’।

 

আপনাদের জন্য আমার প্রিয় গানটির লিরিকটি শেয়ার করলাম। কাছে থাকলে গেয়ে শুনাবার চেষ্টা করতাম!

 

//আমি তোর পিরীতের মরা

তুই চাইয়া দেখনা এক নজর

বন্ধুরে অপরাধী হইলেও আমি তোর।।

 

আমায় যদি দাও তাড়াইয়া

এমন জায়গা নাইরে গিয়া

এই অভাগার জুড়াইতাম অন্তর

তুমি যদি ভিন্ন বাস

আমি তোরে কইনা পর।।

 

কত দুঃখ আমার বুকে

দেইখা হাসে পাড়ার লোকে

তর কি নাই কলঙ্কেরই ডর রে বন্ধু

আমি যদি যাই মরিয়া

কে করবে তোরে আদর।।//

 

 

Likes ৩৭ Comments
০ Share

Comments (37)

  • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    মহান কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর সম্পর্কে অনেক কিছু জানা হল। ধন্যবাদ, পিপীলিকা।

    - পিপীলিকা

    আমার ক্ষুদ্র জ্ঞানে এই মহান কবিকে ঠিক ভাবে মূল্যায়ন করতে পারি নাই। তবে আন্তরিক চেষ্টা করেছি হেনা ভাই। ধন্যবাদ আপনাকে।

    - তাহমিদুর রহমান

    আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই

    আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,

    ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে....

    এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?

    বাতাসে লাশের গন্ধ ভাসে

    মাটিতে লেগে আছে রক্তের দাগ।

    Load more comments...