Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

পরিচয়

হৃদয়ের সব আবেগ শুকিয়ে সেখানে ছিল

এক সাহারার বালুকা

তোমার সাথে সাথে এলো অবিরাম বর্ষণ;

তারপর ধীরে ধীরে জেগে উঠলো প্রাণের স্পন্দন।

 

কত দিবসের সূর্য ডুবে গিয়ে রজনীর চাঁদ

জোচ্ছনা ঢেলে দিলো

আমি তোমার প্রতীক্ষায় একাকী জেগেছিলাম কত!

এত দিনে কোথায় লুকিয়েছিলে তুমি?

চেয়ে থেকেও দেখিনিকো তোমার মুখ ঢাকা আলো।

শিশিরের জলের শব্দের মতো একদিন ডাক দিলে আমাকে

মনে হলো যেন কত দিনের চেনা!

জন্ম জন্ম ধরে খুঁজেছি তোমাকে।

 

এত দিন পরে এসে জীবনের বাঁকে দাঁড়ালে তুমি!

তোমার জাদুয় জড়ানো কন্ঠ,ভেজা চোখের দুর্বার আকর্ষণ

সরল মুখে মায়ার ফাঁদ,হাসির ঝর্ণায় স্বর্গের ছোঁয়া

তুমি আমার চির স্বপ্নচারিণী।

এই হৃদয় খুঁড়ে পেয়েছি তোমারে।

 

তুমি বেঁচে থাকবে আমার এ পৃথিবীতে

যতদিন আমি থাকব;

প্রতিদিন তোমাকে নিয়ে লিখব আমি মিলন বিরহ ব্যথার কবিতা।

ঘুম ভাঙ্গা চাঁদনী রাতে

বাতায়ন পাশে এলো চুলে বসে,যদি তোমার মন কেমন করে

তাহলে আমি মুখোমুখি বসে

হৃদয় উজাড় করে তোমাকে শুনাবো সেই কবিতা।

 

Likes ১২ Comments
০ Share

Comments (12)

  • - তাহমিদুর রহমান

    আমার খুব প্রিয়।

    - জাহাঙ্গীর আলম

    শ্রদ্ধাঞ্জলি ৷

    - মাসুম বাদল

    শ্রদ্ধাঞ্জলি... 

    Load more comments...