Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

ছোট্ট একটা নীড়

নিষেধের বেড়াজালে দুরু দুরু বুক

রাস্তার সস্তা হোটেলে ময়লা টেবিলে

কত দীর্ঘশ্বাস আর কত প্রতীক্ষা।

যদি থাকতো আমাদের ছোট্ট একটা নীড়!

 

মাথার উপরে চাঁদ ভেসে চলে নীরবে মেঘ কেটে কেটে

অলস পৃথিবী ঢোলে পড়ে দিগন্তের কোলে।

অথচ তখনও হৃদয়ে জ্বলছে আলো অতিদুর নক্ষত্রের মতো;

সবাই ঘুমায় শুধু আমরা জেগে আছি প্রতীক্ষায়

ছোট্ট একটা নীড়; আরো দুরে,আরো আশা; আরো ভালোবাসা।

 

আবেশী মগ্নতায় স্বপ্নের ডালি নিয়ে আসে শিহরণ

প্রতীক্ষায় রাত শেষ হয়ে আসে ভোর

তবুও আসেনা চোখে ঘুম

সুখের অনুভুতিগুলো সমুদ্রের দুরগামী জাহাজের আলোর মতো

অস্পষ্ট রেখায় ভেসে থেকে দিগন্তের কোলে হারিয়ে যায়

রাতের গভীরে

একাকী ঘরহারা পাখির মতো খুঁজি ছোট্ট একটা নীড়!

Likes Comments
০ Share

Comments (6)

  • - নীল সাধু

    সত্য কথন রব্বানী ভাই

    আমাদের দেশের এই সংঘাত আমরা কেউই চাইনা, আমরা শান্তি সুখ সমৃদ্ধ বাংলাদেশ চাই

    • - আহমেদ রব্বানী

      আমাদের দেশের এই সংঘাত আমরা কেউই চাইনা, আমরা শান্তি সুখ সমৃদ্ধ বাংলাদেশ চাই ...

       

    - আল ইমরান

    আমরা সাধারন জনগন সবসময়ই প্রতারিত।

    • - আহমেদ রব্বানী

      প্রতারণার মাঝে ভাইটামিন আছে ভাই...

      বারেবারে মোরা তাই প্রতারণা খেয়ে যাই।

    - ঘাস ফুল

    লাশের মিছিল থামার তো কোন লক্ষণ দেখছি না রব্বানী ভাই। যদিও এই যাত্রায় থেমে যায়, পাঁচ বছর পর আবার শুরু হবে। আঁধার কাটার কোন নিশ্চয়তা নেই। চেতনা জাগানিয়া কবিতা ভালো লাগলো ভাই। 

    • - আহমেদ রব্বানী

      প্রথমে সরি অনেক দেরীতে জবাব দিতে আসার জন্য। গত এক সপ্তাহ ঢাকায় অবরুদ্ধ ছিলাম, তাই অনলাইনে আসা পড়েছে খুব কম।

      ধন্যবাদ আপনাকে।

    Load more comments...