Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

গর্জে ওঠো বাংলাদেশ

বাংলাদেশের পরিচয় যখন দেখে এ বিশ্ব আমার পাসর্পোটে

তখনই আঙ্গুল তুলে ধরে বলে ঐ দেখ

চোরের ছেলে, ভিখিরির ছেলে।

 

তখন কষ্টের নীল বেদনায় বুক ফেটে যায়

লজ্জায় মাথা নিচু হয়ে যায়

আর ভাগ্যে জোটে অপমান আর লাঞ্ছনা।

 

ও আমার দেশ ওরা বলে তুমি নাকি নষ্ট মেয়ে

যত চোর-বাটপার জন্ম নেয় শুধু তোমার কোলে

যেখানেই যাই

তোমার ছেলেকে সবাই দেখে সন্দেহের চোখে

বলো মা,তোমার কি অসম্মান হয়না?

তুমি লাঞ্ছিত হয়েছিলে বলে

তোমার এইসব বখাটে ছেলেদের নিয়ে তুমি একবার

গর্জে উঠেছিলে একাত্তরে

সেদিনের মতো আরো একবার গর্জে ওঠো বাংলাদেশ!

 

একদিন ছিল তোমার গোলা ভরা সোনালী ধানের ফসল

গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ

তখন ওরা তোমার কাছে এসে হাত বাড়াতো

সেদিনের কথা তোমার কি মনে নাই?

সেই দিন ছিনিয়ে আনতে

আরো একবার গর্জে ওঠো বাংলাদেশ।

এ বিশ্ব দেখুক

তোমার লাল সবুজের পতাকা উড়ছে নীলিমায়।

Likes Comments
০ Share