Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মুন জারিন আলম

৯ বছর আগে লিখেছেন

কিসের অভাব আছে পৃথিবীতে

কি অভাব এই পৃথিবীতে
আমার চারপাশে 
আমার আশেপাশে ,

আপনজনে,
সহায় সম্বলে
কি নেই পৃথিবীতে __  

অভাব দেখার দৃষ্টিতে ।

চাইতে পারিনা
ঠিক সময়ে ,
ঠিক স্থানে 

অভাব আছে
হৃদয়ের কোণটিতে
শুভ্রতায় ,
হৃদয় মাধুর্যে
পবিত্রতায়। 

কি অভাব এই পৃথিবীতে ।

বলিতে পারিনা
ঠিক কথা টি
ঠিক সময়ে
জড়তার কারণে।

হয়ে যায় যত দেরী 
কিসের অভাব
দীনতা
হীনতা
দীর্ঘসুত্রিতা
সময় সময় ভাবায়
পরিবেশে কাদায় _

ক্লান্তি দুর্বলতা 
জরা জীর্ণতা
যত অসহিষ্ণুতা 
ভাল লাগেনা আর। 

তারপর ও হইনা
পরিবর্তিত
সংশোধিত 
পরিমার্জিত। 

বদলে দোষ দেই
আপনারে  প্রকৃতিকে
ভাগ্যে
আল্লায় __  

ভাবিনা কেন
যা আছে অভাব
ভিতরে
ভারসাম্যে
বিচক্ষণতায়। 

পথ চিনতে
আপন পর ভুলতে
ত্রুটিতে

কিসের অভাব আছে পৃথিবীতে।
Likes Comments
০ Share

Comments (6)

  • - মুন জারিন আলম

    পর্দা’র বিষয়ে লিখিতে বসিয়া বড়ই টেনশন ফিল করিতেছি। না জানি, কাহার গাত্রে আবার দাউদাউ করিয়া আগুন জ্বলিয়া উঠিলো? কেহ আমার চৌদ্দগোষ্ঠি উদ্ধারেও উঠিয়া-পড়িয়া লাগিয়া গেলেন কিনা, তাহা ভাবিয়া সত্যই আশংকাবোধ করিতেছি ।।।।।।।।।।।emoticons 

    মন্তব্য করছিনা।রসরচনা থেকে রস খুজেছি অন্য কিছু না।  ...শুভেচ্ছা জানবেন। 

     

    • - শাহ আলম বাদশা

      রস খুঁজে ্পাওয়ায় ফুলেল শুভেচ্ছা  

    - আলমগীর সরকার লিটন

    চুর ধর্মের কথা শুনে না

    শুভ কামনা----------

    • - শাহ আলম বাদশা

      ঠিক বলেছো ভাই--তোমার লেখা ক্রন্দসীতে যাচ্ছে ভাই