Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শ্রেয়সী

১০ বছর আগে লিখেছেন

কবি

কবিতা যা লিখতে চেয়েছি,

লেখা হয় নি।

রাতভোর কলম ঠুকেছি টেবিলে, অকারণ।

ভোররাতে উসকো-খুসকো চুলে ঘাড় উঁচু করে

আকাশ দেখেছি শুনশান।

সমস্ত জীবন হাতড়ে হাতড়ে যন্ত্রণাময় শেষ শব্দস্রাব-

‘একা’, ‘একা’ এবং ‘একা’।

সমস্ত পৃথিবীকে ঘিরে একটাই বাস্তবতা অস্তিত্বশীল।

শূন্যতা। অসীম শূন্যতা।

 

আমার আর কিছু লেখার নেই।।

Likes ২৭ Comments
০ Share

Comments (27)

  • - লুব্ধক রয়

    আমরা চাই সুন্দর স্বদেশ। শান্তিপুর্ন সমৃদ্ধ বাংলাদেশ।

    - লুৎফুর রহমান পাশা

    আপনার সুন্দর গঠন মুলক লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    কিছু কথা বলতেই হয়

    ১। যদি নিজেদের মধ্যে দেশপ্রেম সততা,আর বিশ্বস্থতা থাকে তাহলে তত্বাবধায়কের কোন প্রয়োজন নেই।

    ২। যদি ক্ষমতার জন্য লড়াই হয় তাহলে তত্বাবধায়ক দিয়েই বা লাভ কি? যারা তত্বাবধায়কের  সদস্য হবেন তারাও তো মানুষ। উনারাও পথ ভ্রস্ট হতে পারে।

    ৩। তত্বাবধায়ক কেন প্রয়োজন? অথ্যার্ৎ যারা ক্ষমতাবান অথবা ক্ষমতায় যেতে চান তারা সৎ নন। তবে কি কত গুলি অসৎ লোককে ক্ষমতায়ন করাবার জন্য সৎ লোকের সাময়িক দায়িত্ব গ্রহন। ব্যপারটাকি এইরকম নয়?

    বিষয় গুলি ভাবনার। দেশকে ভালবাসার জন্য ক্ষমতায় যেতে হয়না। যে ব্যক্তি দেশকে ভালো বাসে সে তার অবস্থান থেকেই দেশপ্রেম দেখাতে পারেন।

    • - আ,শ,ম এরশাদ

      আমার পুরা পোস্ট এর অনেকটা সামারী আপনার কথা গুলো। thanks

    - ঘাস ফুল

    আমাদের দেশে রাজনীতিবিদরা যেমন পরাজয় মেনে নিতে পারেন না আবার ঠিক তেমনি অন্যের জয়ও সহ্য করতে পারেন না। সবাই চায় চিরস্থায়ী ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে। আর এটা করতে যেয়ে নিজেদের ইচ্ছা মতো সংবিধান বা আইন নিয়ে কাটাকুটি খেলা খেলে থাকেন। যত দিন পর্যন্ত তাদের এই মন মানসিকতার পরিবর্তন না হচ্ছে, ততদিন পর্যন্ত শুধু তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার কেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারও আমাদের দেশে গ্রহণযোগ্য হবে না। ক্ষমতা হাতে পেলে সহজে এদের কেউ ছাড়তে চায় না। বিরোধী দলের চাপে পড়ে শেষ পর্যন্ত যা-ই হোক না কেন, নিজেকের সুবিধা মতো কিছু একটা করা চাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সেই সুবিধাটুকু বেশীর ভাগ সময়ই কাজে লাগে না। কারণ আমাদের দেশের প্রতিটা তন্ত্রের সাথে আরও একটা তন্ত্র আছে, সেটা হল বেঈমানতন্ত্র। এরা সব সময় যেদিকে বৃষ্টি, সে দিকেই ছাতা ধরে। আপনার কথাও ঠিক, “আমাদের নির্বাচিত শাসকদের তথা রাজনৈতিক দল গুলার মধ্যে যতদিন না জেন্টেলম্যান এটিচুড় অথবা চুড়ান্ত গণতান্ত্রিক মানসিকতা আসবে না ততদিন কোন ব্যবস্থাই কার্যকর হবে না।” 
    বেশ গোছানো এবং যুক্তি বহুল একটা পোষ্ট। খুব ভালো লাগলো। কারণ অনেক কিছু জানলাম এবং বুঝলাম। ধন্যবাদ এরশাদ ভাই।