Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
বিষ পিঁপড়ে / <u>তাইবুল ইসলাম</u>

বিষ পিঁপড়ে / <u>তাইবুল ইসলাম</u>

৯ বছর আগে লিখেছেন

মুক্তিবাদ


সেদিন হিটলার মুখে শুনেছিলো সবাই সাম্যবাদের কথা , সেদিন নেপোলিয়ান চোখে দেখেছিলো সবাই স্বাধীনতার কিচ্ছা । আর অন্যদিকে পুঁজিবাদী সব ভীমরতিদের দল এক এক করে দখল করল আমার পৃথিবী ! 
তখনও সেই শিশুটার জন্ম হয়নি , গর্ভবেদনায় ব্যথিত ছিল তার মা । তখনও চাঁদের আলোটা পূর্ণিমার আশা খুঁজে পায়নি । তারই মাঝে নতুন জেগে উঠা চর পাবার আনন্দে ভাটি আর উজানের সংগ্রামী জনতা একত্রিত হয় , ছুরি মারে একে অপরের দিকে । চর পাবে কারা ? ভাটির লোকগুলো বড় দুঃষ্কর মাটি কামড়ে পড়ে আছে , আর উজানে উত্তাল জোয়ার হানে প্রতিটি ক্ষোভ । 
আমার দেশ স্বাধীনতা পেলো , আমি স্বাধীন দেশের লোক , স্বাধীন আমার স্বপ্নের রং আর তার সাথে সেই স্বপ্নের ”প্রতীত” র পাখা ।   

রচনাকালঃ ৫ই শ্রাবণ , ১৪২১ 

বিঃদ্রঃ অনেকদিন আগে লেখা এই টানাগদ্য কবিতাটি আজ আসরে দিলাম , কারন মনে হলো বর্তমান সামাজিক পরিবেশের সাথে এ কবিতাটা  অনেক মামানসই । 

Likes Comments
০ Share

Comments (0)

  • - তাহমিদুর রহমান

    গল্পটা সম্পূর্ণ আসেনি। 

    • - মোঃ মাহবুবুল আলম

      অপনি বলার পর দেখলাম। ধন্যবাদ আপনাকে। কিন্তু এখানে কোন সম্পাদনা অপসন খোঁজে পেলাম না। হয়তো বা কোন ওয়ার্ড লিমিট আছে কিনা তাও জানা নেই। তবে গলেপের বাকি অংশ টুকু ‘শ্যাওলা-দুই’ নামে পোস্ট করছি।

       

    • Load more relies...
    - ডাস্টবিনে কাক

    হ্যাঁ, সমাজের এই দিকটা খুবই দেখা যায়।