Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শামিম রহমান আবির

৮ বছর আগে লিখেছেন

কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড

✍ কুঁড়েঘর প্রকাশনী লিমিটেডঃ (বিস্তারিত তথ্য)

.
আন্তর্জাতিক মানসম্পন্ন সৃজনশীল প্রকাশনার জগতে কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড এখন একটি অন্যতম নাম। কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড ২০১৪ সালে “চলো করি শিল্পের বড়াই” স্লোগানের মাধ্যমে যাত্রা শুরু করে। উন্নতির পরিক্রমায় পাঠক সমাজের চাহিদা এবং রুচির প্রতি খেয়াল রেখে কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড প্রতিষ্ঠার শুরু থেকেই নানা আমেজের বই প্রকাশ এবং বাজারজাত করছে। খুব স্বল্প সময়ের মাঝেই আন্তর্জাতিক মানসম্পন্ন সৃজনশীল বই প্রকাশ করে বেশ সুনাম কুড়িয়েছে কুঁড়েঘরপ্রকাশনী লিমিটেড। শুরু থেকেই প্রকাশনীটি একুশে বই মেলাতে অংশগ্রহণ করে আসছে। একুশের বই মেলায় প্রকাশনীর প্রত্যেক বইয়ের উপর ২৫% কমিশন প্রদান করা হয়। ২০১৫ সালে বই মেলায় প্রকাশনীর স্টল নম্বর ছিলঃ ২৫০।


.
✍ প্রকাশক ও সম্পাদকঃ

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং বর্তমান ম্যানেজিং ডিরেক্টর 
প্রকৌশলী. শামিম রহমান আবির প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


.
✍ প্রকাশনীর সেবা সমূহঃ

✎ প্রকাশনীতে খুচরা বই বিক্রয় করা হয়।
✎ গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।
✎ পাণ্ডুলিপি বই প্রকাশের জন্য জমা নেওয়া হয়। 
✎ পাণ্ডুলিপি বই প্রকাশের জন্য বিবেচিত হলে রাখবে অন্যথা ফেরত দিবে।
✎ নবীন লেখক যদি বই প্রকাশ করতে চায় তবে তার পাণ্ডুলিপি প্রকাশনীতে জমা দিতে হবে। তার পাণ্ডুলিপি নিয়ে বোর্ড বসে। এ বোর্ডে পাণ্ডুলিপি নিয়ে আলোচনা করা হয়। এ বোর্ড যদি মনে করে এ পাণ্ডুলিপি থেকে বই প্রকাশ করা যায়। তখনই বই প্রকাশ করা হয়।
✎ যদি বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি বিবেচিত হয় তাহলে লেখকের সাথে চুক্তি করে বই প্রকাশ করা হয়। 
✎ চুক্তি অনুসারে বইয়ের বিক্রির উপর লেখক সম্মানী পেয়ে থাকেন।
✎ প্রকাশনীর ত্রৈমাসিক প্রকাশনা রয়েছে।


.
✍ বাজারজাতকরণ ব্যবস্থা:
✎ প্রতিষ্ঠান নিজেই পরিবেশনের কাজ করে থাকে। 
✎ এছাড়াও দেশব্যাপী ও দেশের বাইরে এই প্রতিষ্ঠানটি ২৫টি পরিবেশক সংস্থার সাথে চুক্তিবদ্ধ।


.
✍ ভবিষ্যৎ পরিকল্পনাঃ

✎ এডুকেশন ফর অল প্রোগ্রামে সরকারকে সার্বিক সহযোগিতা করা।
✎ ২ বছর থেকে শুরু করে সকল বয়সীদের জন্য বই প্রকাশ করা।
✎ ইলেক্ট্রনিক্স পাবলিকেশন্সে সিডি/ডিভিডি প্রকাশ করা।
✎ শিক্ষা সহায়ক সামগ্রীর মান উন্নত করা।

.
✍ প্রকাশিত বইয়ের ধরনঃ

✎ গল্প
✎ উপন্যাস
✎ কবিতা
✎ কমিকস
✎ হাদিস গ্রন্থ
✎ তাফসীর গ্রন্থ
✎ কিশোর সাহিত্য
✎ কিশোর উপন্যাস
✎ অনুবাদ বা অনূদিত
✎ সায়েন্স ফিকশন
✎ চিকিৎসা বিজ্ঞান
✎ আত্নোন্নয়ন
✎ ওয়েস্টার্ন
✎ আইন


.
✍ ঠিকানাঃ

✎ ৮২, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স (বেইজমেন্ট), 
২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
✎ ফোন - +৮৮ ০১৭৩২ ৪৮১ ৪৮১
✎ ই-মেইল - pulisher@kureghor.com
✎ ওয়েব সাইট - www.kureghor.com
✎ ফেইসবুক পেজঃ
www.facebook.com/kureghorprokashoni 

Likes Comments
০ Share

Comments (1)

  • - পিয়ালী দত্ত

    khub valo laglo