Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘ আবির

৮ বছর আগে লিখেছেন

নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা সবারকল্যানে

সিগারেট জিনিসটা ব্যয়বহুল এবং ক্ষতিকর ৷ যারা সিগারেট খান তারা প্রক্রিয়া করে মশার কয়েল খেতে পারেন এতে অনেকগুলো উপকার হবে, অনেক মানুষের জীবন বাচবে ৷ উপকার:- 
1.দাম কম ও দীর্ঘস্থায়ী ৷
2.কয়েলের ধোয়া মশা নির্মুলে সাহায্য করবে ৷
3.ডেঙ্গু প্রতিরোধ করে মানুষের জীবন বাচাবে ৷
4.সরকারকে ধুমপান নিয়ে সচেতনতা বৃদ্ধিতে টাকা খরচ করা লাগবে নাহ ৷
5 .ছোট ছেলেমেয়েরা ধুমপানের টাকা জোগার করতে বাবার পকেট বা ছিনতাই করা লাগবে নাহ ৷
6.কয়েল সেবনে সিগারেটের থেকে ক্যান্সার হওয়ার সম্ভবনাও কম,,,,, ,
এরকম আরো অনেক উপকার আছে ৷
আসুন আমরা ভাতের বদলে যেমন আলু খেয়েছিলাম
তেমনি সিগারেটের বদলে কয়েল খেয়ে
দেশ,জাতি,মানুষের উপকার সাধনে এগিয়ে আসি ৷
Likes Comments
০ Share