Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহ আলম বাদশা

৯ বছর আগে লিখেছেন

বইমেলা-২০১৫: মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প



 

এবার বইমেলায় জলছবি প্রকাশন থেকে ”মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প” শিরোনামে আমারসহ বাংলাদেশ-ভারতের ১৫ জন গল্পকারের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে চমৎকার এক ছোটগল্পগ্রন্থ।

গল্পকার ও গল্পগুলোর নামের তালিকা নিম্নরূপঃ

১। শাহ আলম বাদশার ”কমন স্যার এবং আহত বেদনা,

২। ভারতীয় লেখক তাপস কিরণ রায়ের ”জেদ,

৩। নাসির আহমেদ কাবুলের ''অরুণোদয়ের অগ্নিপুরুষ,

৪। তাহমিদুর রহমানের ”লাল ডায়েরী,

৫। আহমেদ রব্বানীর ”সংশপ্তক,

৬। শহীদুল ইসলাম প্রামাণিকের ”রণাঙ্গনের চিঠি,

৭। সোহেল আহমেদ পরাণের ” দু’টি অনুগল্প,

৮। সুলতান মাহমুদের ”রক্তনদে লালগোলাপ,

৯। মনির হোসেন মমির ”এক বীরাঙ্গনার ডায়েরী,

১০। লুৎফুরতপাশার ”সেমিনার,

১১। জাহাঙ্গীর আলমের ”অতঃপর,

১২। মোঃ মালেক জোমাদ্দারের ''আলোকিত ঘাসফুল,

১৩। ফেরদৌসী শিল্পীর ”দাদীমার বলা মুক্তিযুদ্ধের গল্প,

১৪। আযাহা সুলতানের ”চুপকথা এবং

১৫। শামীম আরা চৌধুরীর ''যে মানুষটি তার না, তারে আর ভাববে না।

উল্লেখ্য যে, গল্পগ্রন্থের প্রথম ৮টি গল্প মহান মুক্তিযুদ্ধকেন্দ্রিক এবং বাকি ৭টি বিভিন্ন স্বাদের সাধারণ ছোটগল্প। কয়েকজন প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি নতুন লেখকের ছোটগল্পগুলো বেশ সুখপাঠ্য এবং হৃদয়গ্রাহী এবং পাঠক গল্পগুলো পড়ে মজাই পাবেন।

বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার ২৩৫-২৩৬ নং স্টলে। বইটির একমাত্র পরিবেশক-১১২, আজিজ সুপার মার্কেটের ম্যাগনাম ওপাস।

Likes Comments
০ Share

Comments (4)

  • - বাসুদেব খাস্তগীর

    গত ব্লগ সংকলনে ও আমার লেখা ছিলো । এবার ও আশা করি থাকবে। তালিকাতে আমার নাম দেখে খুব ভালো লাগলো। নক্ষত্র ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ । সংকলনটির বহুল প্রচার কামনা করি।

    • - ব্লগ সঞ্চালক

      ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল। 

    - রুদ্র আমিন

    সফলতাই একমাত্র কামনা করি।

    • - মনজুরুল আলম প্রিন্স

      “নক্ষত্র” আমার,আপনার,সবার, তাই নক্ষত্র এগিয়ে যাক সুন্দর ভাবে আগামী পথে এবং “নক্ষত্র সাহিত্য সংকলন ২০১৫” এর জন্য অনেক অনেক শুভ কামনা! আমিও লেখা দিয়েছি...আমার নাম দেখে খুবই ভাল লেঘেছে!!!

    • Load more relies...
    - ব্লগ সঞ্চালক

    অনেক শুভেচ্ছা রইল। 

    Load more comments...