Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হাছান উদ্দিন রোকন

১০ বছর আগে লিখেছেন

দলতন্ত্র

গোত্রীয় শাসন ব্যবস্থা থেকে পৃথিবীতে প্রথম একক বা সম্মিলিত ব্যক্তির শাসন ব্যবস্থা চালু হয় । কালের বিবর্তনে তা কখনো রাজতন্ত্র এবং সামরিক তন্ত্রে রূপান্তরিত হয় । রাজতন্ত্র কিংবা সামরিক তন্ত্রে জনগণের সরাসরি  অথবা প্রতিনিধি দ্বারা সম্পৃক্ততা  না থাকার কারণে অনেক সময় প্রজাসাধারনের  যুক্তিক  দাবি গুলো  পূরণ হত না । এই অভুক্ত দাবি আদায়ের জন্য মানুষ নতুন কিছু ফর্মুলা চিন্তা করেন যা আব্রাহাম লিংকনের সরকার জনগণের , জনগণের দ্বারা এবং জনগণের জন্য  , এই মন্ত্র গুলো ধারুন প্রভাব ফেলতে থাকে ।  এবং এখান থেকে আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় । যদিও প্রথম গণতন্ত্র  শব্দটি আবিস্কার হয়  প্রাচীন গ্রীক দার্শনিক চিলস্থেন্স (Clisthenes ) এর হাতে যাকে অ্যাথিন্স গণতন্ত্রের জনক বলা হয় । যে আশার আলো নিয়ে গণতন্ত্রের আবিষ্কার হল সেটা পরে বিভিন্ন রূপে রুপায়িত হয়ে একটা  সংকর তন্ত্রে রূপ ধারণ করল । গণতন্ত্রের প্রথম দুর্ঘটনাটা ঘটল পরিবারতন্ত্রের কাছে  বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ।  এর পরে বাংলাদেশে বেশ কয়েক বার মরণ কামড়ে আক্রান্ত হয়ে কোন রকম বেঁচে থাকলেও  স্থায়ীভাবে এখানে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার কোন রকম নিশ্চয়তা নেই । কেননা  বাংলাদেশের মহান সংবিধানের ৭০ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কোন সাংসদ সংসদে তার দলের বিরুদ্ধে  ভোট প্রদান করলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে । এর ফলে ক্ষমতাসীন দলের আনিত কোন বিলের বিপরীতে (যা রাষ্ট্র ব্যবস্থার জন্য ক্ষতিকর)  কোন সদস্য ঐ বিলের বিরুদ্ধে ভোট প্রদান করবে না । এই অনুচ্ছেদটাকে ব্যবহার করে প্রত্যেক দলেই লাভবান হয় । যার ফলে গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টির  চেয়ে দলতান্ত্রিক রাজনৈতিক দল বেড়ে উঠছে ক্রমবর্ধমান হারে ।  দলের নেতাকর্মী এবং সাংসদ  সবাই জনগণের সন্তুষ্টির চেয়ে নেতাদের সন্তুষ্টির ব্যাপারে বেশী উৎসাহী । দল বাঁচলে পদ বাঁচবে , পদ বাঁচলে পকেট ভারী থাকবে । আর দেশ ধ্বংস হলে রিক্সা -ভ্যানওয়ালা আমজনতা মরবে । তখন আব্রাহাম লিংকনের উল্ট সুরে সুর মিলিয়ে বলতে হবে দলের জন্য দেশ , নেতাদের দ্বারা , নেতাদের জন্য দেশ , এই দলকে বাঁচিয়ে রাখতে হবে দেশকে শোষণের জন্য । এই দেশ দলের । 

 
Likes Comments
০ Share