Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এম এম মেহেরুল

৬ বছর আগে লিখেছেন

নিশি দরবেশ

  উত্থিত দন্ড আর অপরিপক্ক পায়ুপথ,
নিশি দরবেশদের আনাগোনা,
ইশ হুজুর লাগেতো--!
ইয়া-মাবুদ এই অবুঝরে জ্ঞান দান করো।
আর একটু --।
এ কষ্ট তোর জান্নাতে যাবার রাস্তা,
এই অগ্নি পরিক্ষা পাশ করতে পারলে,
তোর জাহান্নামের আগুনের ধার কমবে।
তোর জান্নাতের টিকিট নিশ্চিত--?
নিশি দরবেশ ঘামে চুকচুক।
জান্নাতের টিকিট নিশ্চিত জেনে,
অবুঝ--?
সব দাতে চেপে সহ্য করে।
কামের তাড়নায় নয়,
শুধু জান্নাতের টিকিট হাতে পাবে বলেই তার এতো সহ্যর ধার।
অপেক্ষার প্রহর আর কাটেনা,
 জান্নাতের টিকিট তখনো লুকানো দরবেশের ঢাকনার নিচে।
অবুঝ হতাশ----?
কিন্তু নিশি দরবেশের আনাগোনা থেমে নেই----?
তার হাতে থাকা জান্নাতের টিকিট বিলিয়ে চলে মশারি থেকে মশারি।
আর তাইতো প্রতি রাতে তাহাজ্জুদ শেষে,
 নিত্য নতুন মশারির গন্ধ গায়ে মাখে,
জান্নাতের টিকিট ধারী নিশি দরবেশের দল।
আহ আহ  কি সেই টিকিটের কামুক উন্মাদনা-----?
শুধুই ঘষ ঘষ---?
Top of Form
 
continue reading
Likes Comments
০ Shares