Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সৌমেন দাস

৭ বছর আগে লিখেছেন

সমুদ্র

ঐ দেখা যায় সমুদ্রের রূপালী রেখা,
মনে হয় কেউ এঁকেছে সেথা ।
দুপুর গড়িয়ে বিকেল হয়েছে সবে,
সমুদ্রটা আজ খুব শান্ত,
ও বোধ হয় আমাকে দেখে দুঃখী,
সমুদ্রের কি দুঃখ হয় ?
দুঃখ আমার একটাই !
তুমি এখনও এলে না আমার কাছে,
তুমি কি আসবে, কিন্তু কবে ?
সমুদ্রের বালুকা ভূমিতে বসে আছি একা, ভাবছি তুমি কবে আসবে আমার জীবনে ? জীবনটা বোধ হয় ফুরিয়ে এল বলে,
তবুও তোমার আসার সময় হলনা !
আমি জানি তুমি আসবে একদিন নিশ্চয়ই । সেদিন আমরা দুজনে আসব এইখানে,
তখন দেখব সমুদ্রের জলোচ্ছাস,
সেদিন বোধ হয় সমুদ্র খুব খুশি ।। continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - সেলিনা ইসলাম

     চমৎকার গল্প। শুরুটা সেভাবে ভালো লাগেনি। গল্পের থিমটা একজন বেকার যুবককে নিয়ে হলেও লেখক চমক রেখেছেন গল্পের শেষে। আমাদের দেশে রোড এক্সিডেন্ট এবং বেকার সমস্যা, দুটোই যেন সমানভাবে বেড়ে চলেছে। মানুষের নেই ঘরে বাইরে কোন নিরাপত্তা বা সামান্যতম প্রশান্তি। যা গল্পে খুব সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। ভালো লাগল গল্পের থিম,উপাস্থাপনা এবং ধারাবাহিকতা। অনেক শুভকামনা রইল।

সৌমেন দাস

৭ বছর আগে লিখেছেন

স্মৃতি

তুমি এসেছ এনেছ স্নিগ্ধ বসন্ত,
নির্মল প্রলেপ দিয়েছ ভঙ্গুর হৃদয়ে ।
মলিনতা স্পর্শ করেনি তোমার দেহমনে,
এখনো তুমি শরতের মেঘের মতো নির্মল,
জাগিয়েছো তুমি অদম্য আবেগ,
শিখিয়েছো তুমি কামনার অনুভূতি,
হোক না ক্ষণস্হায়ী শিশির বিন্দুর মতো !
হোক না পাড়ে আছডে পড়া সমুদ্রের ঢেউয়ের মতো !
অনেক আবদার রয়েছে তোমার কাছে,
এখন তা বলব না ক্লান্ত হয়ে পড়েছি তাই,
ভোরের প্রথম কিরণ যখন তোমাকে স্পর্শ করবে,
ভোরের কোকিলের কলরবে তোমার ঘুম ভাঙ্গবে,
তখন আমি বলব এই যে আমি,এই যে আমি,
রয়েছি তোমার পাশে,হোক নাই বা স্মৃতি ॥ continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - শাহআজিজ

    চমৎকার অনুভুতির সংকলন । অসাধারন ।

    - মিনাক্ষী বিশ্বাস

    ধন্যবাদ

    - এ.টি. নূর শেখ লিটা

    অসাধারণ.........

    Load more comments...