Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মৌনতা

৮ বছর আগে লিখেছেন

আমাদের মৌনতা

প্রতিটি রাতের মত আমি অপেক্ষা রত।

ভোর হবে আলো ফুটবে,

কুয়াশা কাটিয়ে দেখবো তোমার আগমন।

মিষ্টি হবে সেই সকাল,

হবে পাখিদের গুঞ্জন।

ভুলে যাবো পাওয়া যত বেদনা,

আমার ভালোলাগা সব তোমায় ছুঁয়ে পাবে পূর্ণতা।

তুমি কাল সকালে আসবে তো?

আমি অপেক্ষায় রইলাম।

কুয়াশা যখন মিলিয়ে যাবে,

দুজন মিলে উড়াবো ঘুড়ি গগনে।

ভালোবাসার ছোঁয়ায় কাটাকুটি খেলবো অকারনে।

খেলার ছলে হাতটা ছুঁয়ে দেবো,

খেলার ছলেই কাঁদাবো।

তুমি কাল সকালে আসবে তো?

আমি অপেক্ষায় রইলাম।

দুপুরে যখন ঘুম পাবে,

শোব তোমার বাহুডোরে।

আঙুলের আলতো ছোঁয়ায়,

ছুঁয়ে দিও আমার চুলগুলো।

তোমার বাহুডোরে শান্তির ঘুম যাবো।

তুমি কাল সকালে আসবে তো?

আমি অপেক্ষায় রইলাম।

বিকেলে আমরা সাগর পাড়ে বসবো।

সুর্যের অস্ত যেতে দেখবো।

অন্ধকারে ছুঁয়ে যাবে চারদিক।

তুমি ভয় করোনা কিছুতেই।

আমি রয়েছি ধরে দুটো রাত,

এভাবেই সপ্নের ঘোরে কাটাবো ভয়ের রাত।

জোনাকিরা আমাদের পথ দেখাবে।

ভালোবাসতে শেখাবে নতুন রুপে।

জোছনার আলোতেও,

হারাবো কোন এক অজানা দ্বীপে।

যেখানে থাকবো শুধু,

আমি তুমি আর আমাদের মৌনতা।

তুমি কাল সকালে আসবে তো?

আমি অপেক্ষায় রইলাম।


পৃথিবীর সব কোলাহল জাগিয়ে দিও কাল আমায়।

ভালোবাসার আবেশে,

কাল হয়তো সে আসবে,

রাজকন্যার বেশে।

Likes Comments
০ Share

Comments (0)

  • - প্রলয় সাহা

    হাসি নয়, আনন্দ নয়।
    চাই অনল
    অনন্ত বিরহের অনল!
    অভিনীত প্রেমের বিপরীতে চাই
    অশ্রুসিক্ত নয়ন!

    বাহ্‌ emoticons

    • - এ.টি. নূর শেখ লিটা

      Thanks emoticons

    • Load more relies...
    - টোকাই

    হাসি নয়, আনন্দ নয়।
    চাই অনল
    অনন্ত বিরহের অনল!