Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মিনাক্ষী বিশ্বাস

৮ বছর আগে লিখেছেন

যাপিত জীবন

হে আমার মস্তিষ্ক ,তোমাকে ধন্যবাদ
তুমি এখনও দাওনি ধর্মঘট,ডাকনি হরতাল।
সত্যি মিথ্যার রূপালি ঝলকে অথবা কোনো ম্যাজিশিয়ানের ছু-মন্তরে করনি তোমার মতিভ্রম।
তুমি যন্ত্রনায় দগ্ধ হয়েও,মৃত্যুর নিষ্ঠুরতা নয় স্তব করো জীবনের মন্ত্র।
আজো কবিতা তোমাকে ভাবায়,
আজো নিভৃত কোনো রাতে স্বপ্ন দেখ পুরুষের প্রেম, গৃহত্যাগী কোনো বোষ্টমির ভালবাসা।
তুমি এখনো ভেবে অবাক হও কী করে একটি শিশু মাতৃস্তন থেকে পান করে জীবন!

হে আমার কর্ণ তোমাকে ধন্যবাদ,
শত নষ্ট শব্দের তাণ্ডবে
উচ্চারিত শত অর্থহীন শব্দার্থে ভুল স্লোগানের মোহে মত্ত আত্মচিৎকারে তুমি হওনি ব্যাকুল।
তুমি এখনো শোনো,ছেলেবেলার মেলার বাঁশিওয়ালা ইউসুফের গান
যে বাঁশি বাজিয়ে ঘুরে বেড়াতো চড়কের মেলায়।
তুমি আজো শোনো টিনের চালে বৃষ্টির টুপটাপ আর আমের মুকুলে ভ্রমরের গুনগুন।


হে আমার চোখ তোমাকে ধন্যবাদ
তুমি এখনও হারিয়ে যাওনি নিভৃত অন্ধকারে।
পশুর থেকেও মত্ত প্রেতেরা ভাতৃ হননের নেশায় রক্তাক্ত হাত যখন তোমার দিকে এগিয়ে দেয়,
যখন সদ্য ফোটা ফুলটির হয় র্ধষণ
,যখন প্রাণবন্ত একটি যুবক খুজেঁ না পেয়ে একটি চাকরীর খোঁজ করে আত্নহত্যা,
এসব দেখেও তুমি নেওনি অবসর।
তবুও তুমি খোঁজ সুন্দর। একটু একটু করে বেড়ে ওঠা কৃষ্ণচূড়া গাছটিকে তুমি লাল হতে দেখ।
প্রতিবেশী ঐ তরুণীর দিকে তাকিয়ে থাকো ভালবাসায়।


হে আমার জীবন তোমাকে ধন্যবাদ,
এ ভার বয়েছো তুমি এ ভার সহেছো তুমি
কতো ভীত কম্পিত অনিদ্র রাত্রি তুমি করেছ যাপন
তবুও তুমি পাড়ি দাও দীর্ঘতম পথ।
ভবিষ্যতের যাত্রা
শত ক্লান্তিহীন দিন শত ক্লান্তিহীন রাত।
Likes Comments
০ Share

Comments (7)

  • - মো: মালেক জোমাদ্দার

    একদম ঠিক। অজুফা আপুকে শুভেচ্ছা।

     

    • - অজুফা অজু

      ধন্যবাদ, ভাই।

       

    - গোখরা নাগ

    শুভেচ্ছা...!!! 

    - হিমু বৌখ্রি

    ভালো লাগলো 

    Load more comments...