Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এক্সটেন্ডেড ফিজিক্স

৬ বছর আগে লিখেছেন

দু:স্বপ্ন

সূর্যের ওপাড়ে যে মেঘ থাকে।
একটা মেঘ, তার উপর
আরেকটা মেঘ।
সে মেঘের স্তূপে ভাসতে ভাসতে-
হঠাৎ
কে যেন ধাক্কা দিয়ে
নিচে ফেলে দেয়।
টের পাই-
প্রচন্ড পালপিটেশন নিয়ে
যখন ঘুম ভাঙ্গে।
স্বপ্ন ধীরে ধীরে দু:স্বপ্ন হয়ে উঠে। continue reading
Likes Comments
০ Shares

এক্সটেন্ডেড ফিজিক্স

৭ বছর আগে লিখেছেন

কবিতা

দিন দিন পরস্ত্রীকাতর হয়ে যাচ্ছিল অনিমেষ।
পাশের বাড়ির রাঙা বৌদির আঁচল চেড়া খাঁজ,
ও পাড়ার হাসি খালার কোমড় গড়ানো স্রোত-
অনিমেষের কাছে দিন দিন নিখুঁত হয়ে যাচ্ছিল।
ঈশ্বর দেখেনি অনিমেষ, কখনো কখনো ঐ বাঁকা চোখ
শরীর কাঁপানো শরীরকে, ঈশ্বর বলে মনে করতো।
বাঁধ সাধল নিজ স্ত্রী-
একই শরীর, একই ঘ্রাণ।
হঠাৎ মনে হতো ঈশ্বর দাসীরূপে প্রত্যাবর্তন করেছে।
সেখানে ঈশ্বর নেই, হঠাৎ দাসী সর্বনাশী অলংকাররূপী।
অল্প ব্যপ্তি নিয়ে সুখ দিতে ব্যর্থ হতো অনিমেষ।
ঈশ্বর নেই, দাসী নেই, অল্প ব্যপ্তি, অসুখী অনিমেষ।
৩১/১২/২০১৬ খ্রিস্টাব্দ
continue reading
Likes Comments
০ Shares

এক্সটেন্ডেড ফিজিক্স

৮ বছর আগে লিখেছেন

এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল

হ্যা, আমি অশ্লীল,
কারণ তুমি অশ্লীলতার মহাকাব্যে রচিত,
স্খলিত বীর্যের প্রথম হওয়া শুক্রানুর ফসল।
প্রেম শরীর সর্বস্ব, মনের কাজ ব্যক্ত করা।
প্রেম যদি শরীর সর্বস্ব না হয়-
তবে কেন দর্শনে প্রেমে পড়?
কেন ধর্ষন করে যায় অবচেতন মন তোমার?
কেন না পাওয়ার ব্যকুলতায়,  সুপ্ত আগ্নেয়গিরির
লাভার মতো স্রোত বেয়ে যায় তোমার শরীর থেকে!
হ্যা, আমি নষ্ট,
কারণ তোমার স্বপ্ন দোষ করে, তুমি তো কর না!
তবে কি আমি তোমাকে বলেছিলাম?
স্বপ্নে মহারাণী থেকে মক্ষীরাণী নিয়ে আসতে?
মাঝখানে অবস্থান করে তোমার প্রিয়তমেষু!
হ্যা, আমি উন্মাদ,
কারণ তুমি পোস্ট মডার্ন আদিমরা ছিল এরকম।
তবে কি আমি তোমাকে শিখিয়েছি?
তোমার উন্মাদনা তুমি ছাড়া কাউকে না দেখাতে!
আমি বলি যেটা ফ্রয়েড বলে-
অথবা ফ্রয়েড যেটা বলে, সেটা আমি বলি।
কিন্তু কথায় কথায় আমাকে শুনিয়ে দাও,
এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল।
২২/১১/২০১৫ খ্রিস্টাব্দ
৮ই অগ্রাহায়ণ, ১৪২২
বংশাল, মালিটোলা continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মুহম্মদ ফরহাদ ইমরান

    নিকোটিনের চেয়েও সক্রিয়ভাবে

    হৃৎ-স্পন্দ বাড়ায়

     

    - প্রলয় সাহা

    গুরুজ্বী প্রণিপাত। emoticons 

    - সুমন সাহা

    উন্মাতাল মাদকের ঢেউ যেন ঠিক

    দোল থেকে ঝাঁকুনি অবধি-

    শীৎকার

     

     

    দারুণ! দারুণ! দারুণ!

    প্রণিপাত জানবেন।emoticonsemoticons

    Load more comments...

এক্সটেন্ডেড ফিজিক্স

৮ বছর আগে লিখেছেন

অতঃপর

অতঃপর তারা বিড়িখোরকে তুলোধোনা করে,
অতঃপর তারা শখ করে দুই পেগ মারে।
অতঃপর তারা রহিমাকে বেত্রাঘাত করে,
অতঃপর তারা কাজের বেটির দুধগুলো পিষে।
অতঃপর তারা গালি দেয় দাঁড়িয়ে মুতে বলে,
অতঃপর তারা কলেজ ছাত্রীর ভরাট পাছা দেখে।
অতঃপর তারা সকলকে নামাজে যেতে বলে,
অতঃপর তারা রাতভর জুয়া খেলা খেলে।
অতঃপর তারা সালিশ করে ভদ্রলোককে মেরে,
অতঃপর তারা জান্নাত পাবে এই কথা বলে। continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - সুমন সাহা

    ভালো লাগলো লিখা লিটন ভাই।emoticons

    • - মাসুম বাদল

      ভাললাগা জানালাম...

এক্সটেন্ডেড ফিজিক্স

৮ বছর আগে লিখেছেন

মহাকাল

আমি মহাকালের কান্নার শব্দ শুনি
ঐ যে, কেমন করে যেন কাঁদছে!
ফুঁপিয়ে কান্না, নিঃশব্দ হঠাত চাপা গোঙ্গানি।
কান্নার রোল পড়ে মহাকালগুলোর ব্যারাকে।
তারা ধারণ করছে কত রক্ত ভালবাসার প্রতিদান।
জীবন থেকে প্রাপ্তি আর অপ্রাপ্তির আহবান।
আমি উল্লাস করি মহাকালের রৌদ্র শৌর্যের।
প্রতি রাস্তায় তার নির্ভয় অবাধ বিচরণের।
সে অনেক দৃঢ়রূপ ফেরীতে ভ্রমনরত।
কখনো নীরব বা উচ্ছল প্রাণবন্ত।
মহাকালগুলোর কান্না চলে, হাসতে
পারে না তারা? কষ্টের অনুপস্থিতি সুখের আগমনে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    বার মাস ভালো লাগা ও ভালোবাসা গ্রহন করবেন দাদাভাই। 

    - মাসুম বাদল

    বাহ! 

    খুব খুব ভাললাগা জানালাম... emoticons

    - আলমগীর সরকার লিটন

    বাহ নতুন স্বাদ পেলাম কবিতাটা পড়ে

    Load more comments...
Load more writings...