Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

mazed hossain

৮ বছর আগে লিখেছেন

এখানে ভালবাসার পরিণতি এমনি হয়

এগুলো মেহেদী নয়, রমণীর পায়ের আলতা নয়-
এগুলো চাপাতির আঘাতে ছিটকে পড়া লাল রক্ত।
কি বল! মানুষের রক্ত মানুষের হাতে
মানুষের রক্ত মেঠো পথে!
এ আবার হয় না কি?
তোমার কি লাগবে? সেটা বল-
এক ফোটা আলতা, তোমার ভাবি নিয়ে যেতে বলেছে-
আজ আমাদের বিবাহ বার্ষিকী, সে আলতা দিয়ে সাজবে।
খুব দ্রুত এখান থেকে চলে যাও-
এখানে মানুষের অকাল মৃত্যুর নভোযান ছুটে আসে,
এখানে আইনের বই গুলো লাল ফিতে বাঁধা থাকে।
এখানে সভ্য মানুষেরা চলে যাবে দ্রুত পাশ কেটে,
এখানে মানবতার বাণী আসে অবসানের পরে।
মৃত্যুর নভোযানের ফাঁকে ফাঁকে দ্রুত বাসায় ছুটে আসে সে-
এ কি! এত লাল রঙ
হঠাৎ চোখে পড়ে, হায়নাদের উলঙ্গ উৎসব-
পাশেই পড়ে আছে তার ভত্রী।
ছিন্ন বস্ত্র-পরিহিত, ছিন্ন স্তন, স্নায়ু তছনছ করা উরু
রক্তাক্ত জরায়ু।
এখানে ভালবাসার পরিণতি এমনি হয়-
এখানে আইনের বই গুলো লাল ফিতে বাঁধা থাকে।
এখানে সভ্য মানুষেরা চলে যাবে দ্রুত পাশ কেটে,
এখানে মানবতার বাণী আসে অবসানের পরে। continue reading
Likes Comments
০ Shares

mazed hossain

৮ বছর আগে লিখেছেন

ভালবেসে সব করিলাম দান

ভালবেসে সব করিলাম দান-
কি দিয়েছ তাহার প্রতিদান।
চাওগো যদি আরও তুমি, দিব মোর প্রান
খেদ রবেনা এই ভাবিয়া তোমার জন্য হয়েছি কোরবান।
জানি আমায় নেওনি তুমি  আজও আপন করি,

আমার চাওয়া পূর্ণ হবে, যাব ধরি সেই  ভরসার তরী।
আমি চেয়ে বসে আছি তোমার আসার পানে,
একটু খানি আসন দিও, তোমার হৃদয়ের মাঝখানে
যে আসনের হয় না দিতে দাম -
কেবল হৃদয় দিয়ে হৃদয়  কিনিতাম।
ভালবেসে সব করিব দান,
হৃদয়  ছাড়া অন্য কিছু চাইনা প্রতিদান।।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    সুমন দা

    বেশ লাগল----------

    • - সুমন সাহা

      অনেক অনেক ধন্যবাদ, প্রিয় লিটন ভাই।

      কেমন আছেন বলুন? সবকিছু কুশলে আছে তো?

      emoticons

mazed hossain

৮ বছর আগে লিখেছেন

স্বপ্ন

আমি স্বপ্ন নিয়ে উপড়ে ফেলেছিলাম হানাদারের কেশ
রক্ত দিয়ে এনে ছিলাম লাল সবুজের দেশ।
স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল, বছর গেল কেটে-
আর কবে স্বাধীন হবো? পড়বে না লাথি পেটে।
এখনো লোভিদের লোভে মজুরদার মরে
স্পেকট্রাম, রানা প্লাজা ধসে পড়ে।
কত নিষ্প্রাণ গেল তাজনিনের আগুনে পুড়ে
ফেলানিরা এখনো ঝুলে সীমানার তারে।
মায়ের কোলে শিশু মরে, বাবার সামনে মেয়ের বশ্র হরণ
এখনো বুলেটের আঘাতে অঙ্গহীন বাড়ি ফিরে কলেজ তরুন।
অপমান-লজ্জায় মুক্তিযোদ্ধারা করে আত্মহত্যা
পাপিষ্ঠরা পাপ করে যায় তাহারাই বড় কর্তা।
এখনো চলে লাঙ্গলের চাষ অনাহারীর বুকে-
আঘাতে বিক্ষত দেহ, এখনো স্বপ্ন দেখে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মুদ্রা

    বলে গেছে সে নীরবতায় 
    রিদ্ধতায় শূণ্যতায় আর... 

    • - পিয়ালী দত্ত

      ধন্যবাদ

    - আলমগীর সরকার লিটন

    বাহ সুন্দর

    অনেক অভিনন্দন

    • - প্রলয় সাহা

      শিশু মনটা কর শক্ত ...

      দারুণ লেগেছে । 

mazed hossain

৮ বছর আগে লিখেছেন

তুমি কি ?

দিনের আলো, রাতের আঁধার না’কি বনিতা।
কখনো তোমায় দেখি,  চাঁদের আলো গায়ে মেখে অকৃপণ ভাবে আলো ছড়িয়ে যাচ্ছ

কখনো তোমায় দেখি আঁধার নিশীতে ছায়ার মতো চোখের সামনে ভাসছো।
কখনো তোমায় দেখি সূর্যের ছায়াতে অন্তরালে হাটছ,

 কখনো তোমায় দেখি আমার স্বপ্নের রানী হয়ে লুকো-চুরি খেলছো।
গভীর অন্ধকারে তোমার পানে তাকাতে যেয়ে চোখের অগাত ঘুম নিমিষেই চলে যায়।
তোমাকে স্পর্শ করব বলে ছুটে আসি কাশ ফুলের নরম বিছানায়
তোমার মুক্তা ঝরানো হাসি দেখে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি।
ভাবি কিছু বলব তোমায়” ঠিক তখনই হৃদয়ের ভাষা হারিয়ে যায়
জানালার ফাক-দিয়ে তোমার আলোতে সকালের ঘুম চলে যায়।
তোমার সাথে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয়-
কখনো আলো, কখনো আঁধার, কখনো ছায়ার বেশে।
স্বপ্নের মাঝে এসে বলো, আমি তোমার সঙ্গিনী বনিতা
সত্যি কি তাই?
না’কি জীবনানন্দের সেই কল্পিত বনলতা সেন
যে আমার কল্পনায় থাকা বনিতা।
continue reading
Likes Comments
০ Shares

mazed hossain

৮ বছর আগে লিখেছেন

প্রভাতে তোমাকে জাগিতেই হবে

প্রভাতে তোমাকে জাগিতেই হবে
থাকিতে যদি চাও তবে বসুন্ধরার বুকে

জাগ্রত হও, উদ্যত থাক-
চলো সত্যের পথে।
ধর হাতে হাত, বন্ধন হও সকলে মিলে
আসুক যতই প্রপাত, যতই বিঘ্ন-
ভেঙ্গে ফেল সব শক্তির বলে।
শকুনের চোখ উপরে ফেল
তোমার ক্ষিপ্ত চোখে
জ্বালাও মশাল—
তোমার শৌর্যপূর্ণ আগ্নেয়গিরি দিয়ে।
সংগ্রাম করো ন্যায়ের পথে
জাগ্রত হও, উদ্যত থাক-
থাকিতে যদি চাও তবে বসুন্ধরার বুকে।
continue reading
Likes Comments
০ Shares