Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হিমু বৌখ্রি

৮ বছর আগে লিখেছেন

স্মৃতির ভাব-সম্প্রসারণ(প্রতিযোগিতা/২০১৬, ক্যাটাগরী-১, ৩য় পর্ব)



একদিন তুমি হঠাৎ করে এসে বললে,
আমায় এমন একটা কিছু দিতে পারবে-
যা দিয়ে কেটে দিতে পারব এই এক জনম?
আমি শুধু হেসেছিলাম, চেয়েছিলাম আকাশের দিকে,
আকাশ রঙ বদলায়, মেঘেদের কত-না নীরব পরিবর্তন।

তুমি বললে, কিছু বলছোনা যে!
কি বলবো?
আকাশ দিলাম, বুঝে নাও আকাশের লেনদেন।
আমিতো তোমার কাছে চেয়েছি, আকাশের কাছে নয়।
আমি আবারও হাসলাম, বললাম, ভেবে নাও আমি আকাশ।
তুমি বললে, তুমি কি পাতাল হতে পার না? দিবে কি বাস্তব অঙ্কুর!
আমি কান পেতেছিলাম জমিনে, মাটির নিচে পানির কলকল শব্দ-
শব্দের মাঝে স্বপ্নের এক একটা অঙ্কুর।আমি হলাম অঙ্কুর-
তোমায় দিলাম বাস্তবতা; পায়ের শিকল ভেবে বেঁধে নাও, বাজবে অবিরাম।
থাম প্লীজ থাম, যতসব হিপ্নোটাইজ কার্যক্রম- আমার চাওয়াটা হয়েছে ভুল।
আমি আবারো হাসলাম, বললাম; একদিন তুমি গল্প হবে, গল্প থেকে কবিতা
আর ঠিক সেইদিন বুঝবে, তুমি যা চেয়েছ তা পেয়েছ, একের অধিক-
অধিকের চেয়ে এক।

সেদিন আমি থাকবো না, থাকবে না এই আকাশ-পাতাল
থাকবে আমার নাম শ্রী যুক্ত বড় বড় অক্ষরে তোমার বুকের উপরে; পাহাড় সমান-
পাহাড়টা হবে নিজেকে লুকানোর দেয়াল, আর আমি হব তোমার সকল চাওয়ার-
স্মৃতির ভাব-সম্প্রসারণ।
Likes Comments
০ Share

Comments (0)

  • - কাল বৈশাখী ঝড়

    শারদীয় শুভেচ্ছা... 

    - প্রলয় সাহা

    শারদ শুভেচ্ছা আপনাকেও

    • - গোখরা নাগ

      শারদীয় শুভেচ্ছা জানালাম... emoticons