Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হিমু বৌখ্রি

৮ বছর আগে লিখেছেন

যুবতী রাত


যুবতীর আছে রাতের আকাশ
চাঁদের শহরে দেখা মেলে অজস্র তারার।
ধরতে গেলেই রাত শুভ্র ভোরের বুকে ঢলে পড়ে-
আলতো সময়গুলো হয়ে যায় পার।
প্রভাতী গান গায় কমনীয় দেহের
আমি কে,সারা রাত ছিলাম কার?
তা অতীতের গায়ে দেয় সাক্ষর
বলে, স্মৃতি আর সংসারের কথা
তার কথা-তাদের কথা; কিন্তু আমি কে বা কার!      
Likes Comments
০ Share