Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মুহম্মদ ফরহাদ ইমরান

৮ বছর আগে লিখেছেন

পঞ্জিকা

 

 

শিশির ।আজ অনেকদিন পরে তোমার সাথে কথা বলব,

সময় হবে তোমার ?অভিমান করা তোমারই সাঁজে, করতেই পার !

তুমিত বসেই থাক সহস্র সকল পথিকের পথ চেয়ে

তোমাকে হয়ত স্পর্শে আলিঙ্গন করে দেয় মেঠোপথের ঐ মেয়ে

আমিই ব্যস্ত থাকি নাগরিক কোলাহলে অথবা রাজপথের মিছিলে

তরুণীর সাথে আড্ডায় নির্জন কোনো পার্কে

পিছঢালা সড়ক আমার উচ্ছাখাঙ্খার পরম বন্ধু

এখানে খুঁজে পাই না আমার সিন্ধু

পঞ্জিকায় যখন তর ছবি দেখলাম তখনই আয়নায় ভেসে উঠল তর শীতল দুষ্টুমি

তাই আজ ফিরে এলাম তর কাছে, করবি না মোর কুটুমি

আবার হয়ে যাক টুকটুম,বুকটুম,শীয়টুম

নির্মল বাতাসে তর বুকে একটু ঘুম

শিশির আমার প্রাণের স্পন্দন,শিকড়ের টান

তর চোখের জলেই করব আজ স্নান

Likes Comments
০ Share