Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মুহম্মদ ফরহাদ ইমরান

৮ বছর আগে লিখেছেন

মহাজাগতিক মা

 
মহাজাগতিক মা চুপ থাকল টুঁ শব্দটি করল না
চুপ থাকল গ্রহের যে চরম গরম নেতা
চুপ থাকল বিশ্ব বিধাতা
এটা কি করে হয় ?
ঈশ্বর তুমি কি ঘুমিয়ে ছিলে অথবা তন্দ্রাচ্ছন্ন ?  
একটুও মায়া হয়নি ওর জন্য !
তোমার কঠোর নিয়ম যদি এটা হয় তাহলে আমিও নিশ্চুপ থাকব
আমি ভীতু খুব ভীতু
আমিও টুঁ শব্দটি করব না
ফের যদি আমি ফেঁসে যাই তোমার জালে
আমি চুপই থাকব আমি চুপ একদম চুপ ।
আমি তোমার অনুগত ক্ষুদ্র এক প্রাণী ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - নীল পাখি

    সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত সুন্দর লেখা। 

    সাবলীল বর্ণনায় সহজ প্রকাশ পেয়েছে ঘটনা। emoticons

    • - সোহেল আহমেদ পরান

      অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য... 

      emoticonsemoticons

    - রায়হান ফেরদউস

    ভালো লাগলো গল্প।

    বাস্তব

মুহম্মদ ফরহাদ ইমরান

৮ বছর আগে লিখেছেন

একটি গাছের আত্মকাহিনী

 
নাম না জানা কোনো এক পল্লীতে হঠাৎ একটা গাছ জম্মাল
গাছটা খুব বিচিত্র
আগাগোড়া স্বাভাবিক গাছের মত নয়
গাছের মাঝখান টায় শেখড় ছড়াতে শুরু করল
গাছের প্রায় আগা সমেত জায়গায় দুটি ফল ধরল
এই ফল গুলোও বিচিত্র
এই ফলে কোনো পুষ্টিগুণও নেই
তবে ফলের রসে রয়েছে জীবন গাঁথা continue reading
Likes Comments
০ Shares

মুহম্মদ ফরহাদ ইমরান

৮ বছর আগে লিখেছেন

২০৩২ নাম্বার কেবিন

 
আমি শিখেছিলাম ‘মানুষ মানুষের জন্য’ অথচ এই বাক্যটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে অন্তত খড়খুটোড় জীবনে । আমার মা যখন খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিল হাসপাতালের বিছানায়, তখন আমি ঈশ্বর-প্রেমী কোনো মানব-মানবী পাইনি আমাকে একটু সান্তনা দেবার জন্য ।
আমার যে চাচা চালের আড়ৎ এর মালিক, তিনিতো আমার মায়ের হাতের ভাত ছাড়া অন্য কারো হাতে ভাত-ই খায়নি । আমার মায়ের সাথে রঙ্গে ঢঙে মেতে থাকত তিনি, অথচ আজ তাঁর হাসপাতালে যাওয়ার জন্য এতটুকু সময় নেই ,সে মহা ব্যস্ত হয়ে গেছে ।
আর আমি ! আমি শিক্ষক । আমাকে সবাই সম্মান করে । ওই সম্মান বেঁচেই আছি । কিন্তু আমার মা ! আমার মা কি আমার সম্মানের চেয়ে কম ? 
আমার যে বন্ধুটি কলেজ না পড়ে আমাকে আঙুল দেখিয়ে বিদেশ চলে গিয়েছিল সে তাঁর মা কে শহরের আলিশান ফ্ল্যাটে রেখেছে । একজন ব্যক্তিগত ডাক্তার রেখেছে । সার্বক্ষণিক দেখাশুনা করে একজন সেবিকা ।
আমার মায়ের ছল ছল চোখের ভাষা বলছে ইমু- বাবা ! আমি তোকে অন্ধকার থেকে আলোতে এনেছি । পরের বাড়ি কাজ করে পড়ালেখা শিখিয়েছি । তর জন্যই জীবনের পুরুটা সময় ব্যয় করেছি । অথচ আজ তুই আমাকে সামান্য হাসপাতাল থেকে নিতে পারছিস না !    
আমি সৃষ্টির শ্রেষ্ঠ সন্তানদের কাছে গিয়েছি  কিন্তু হতাশ । সেদিন ঈশ্বরের সভায় সিদ্ধান্তের  কোনো রদবদল হয়নি । ঈশ্বর হাসিমুখে তাঁর খেলা খেলে গেছেন ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - আলমগীর সরকার লিটন

    সুন্দর অনুভতির কথা

    শুভ কামনা দাদা

মুহম্মদ ফরহাদ ইমরান

৮ বছর আগে লিখেছেন

পঞ্জিকা

 
 
শিশির ।আজ অনেকদিন পরে তোমার সাথে কথা বলব,
সময় হবে তোমার ?অভিমান করা তোমারই সাঁজে, করতেই পার !
তুমিত বসেই থাক সহস্র সকল পথিকের পথ চেয়ে
তোমাকে হয়ত স্পর্শে আলিঙ্গন করে দেয় মেঠোপথের ঐ মেয়ে
আমিই ব্যস্ত থাকি নাগরিক কোলাহলে অথবা রাজপথের মিছিলে
তরুণীর সাথে আড্ডায় নির্জন কোনো পার্কে
পিছঢালা সড়ক আমার উচ্ছাখাঙ্খার পরম বন্ধু
এখানে খুঁজে পাই না আমার সিন্ধু
পঞ্জিকায় যখন তর ছবি দেখলাম তখনই আয়নায় ভেসে উঠল তর শীতল দুষ্টুমি
তাই আজ ফিরে এলাম তর কাছে, করবি না মোর কুটুমি
আবার হয়ে যাক টুকটুম,বুকটুম,শীয়টুম
নির্মল বাতাসে তর বুকে একটু ঘুম
শিশির আমার প্রাণের স্পন্দন,শিকড়ের টান
তর চোখের জলেই করব আজ স্নান
continue reading
Likes Comments
০ Shares

মুহম্মদ ফরহাদ ইমরান

৮ বছর আগে লিখেছেন

এগারোই জ্যৈষ্ঠ

তোমার কলমে ছিল অদৃশ্য এক শক্তি
কলমের ভাষাতেই করতে ভক্তি
জন্মের পর থেকেই তোমার দুঃখের কথা শুনেছি
তবে দুখুর চোখেও কত স্বপ্ন-আশা দেখেছি
তোমার সৃষ্ট জীবরাই ছড়িয়ে দিয়েছিল শত কোটি বিদ্রোহ
তোমার বাঁশির সুরেও ছিল অপূর্ব এক মোহ
তুমি তার্কিক ছিলে না,ছিলে না তামসিকও ছিলে চির তারুণ্য
কত কোটি প্রাণ তারুণ্য শিখেছিল শধু তোমার জন্য
একটা সূর্যের জন্য তাপসের মত করেছ কত প্রতীক্ষা
তোমার ভেতরেই ছিল অদ্ভুত তিতিক্ষা
কোনো কিছুতেই তোমার দর্প ছিল না
দরাজ হাতেই করেছ কত সৃষ্টি
তোমার গানেই নামত বৃষ্টি
ধ্যান-ধারণা ছিল কতইনা বিচিত্র
তোমার চুলের কাছে আজলাদিদির কালো কেশও হার মানত
তুমি উল্লাস করতে নব- সৃষ্টিতে
অথচ এখন কত নীরবে শুয়ে আছ এই মাটিতে,বাংলার মাটিতে ।
continue reading
Likes Comments
০ Shares
Load more writings...