Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

M. A. Kashem

৯ বছর আগে লিখেছেন

নারী কিংবা জননী

তুমি নারী -
ফুট ফুটে আদুরে কন্যা
খুন সুটে সোহাগী বোন
প্রানের মধু প্রিয় বধু
প্রেরণার আধার
সুখে দুঃখে সাথী
আঁধার ঘরের বাতি;
 
তুমিই আবার জন্মধাত্রী
সুখে দুঃখে অসুখে
সন্তানের শিয়রে বসে
কল্যাণকামী প্রার্থনাকারী
কাটাও নির্ঘুম রাত্রি
আমার মাথার মনি  -
চরণ তলে তোমার
স্বর্গ খুঁজি আমার
তুমিই আমার -
শত জনমের আরাধ্য
- শ্রদ্ধেয়া জননী। 
_________________________
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - টোকাই

    চমৎকার অভিব্যক্তি । ভালো লাগলো ।

    - ফজলে রাব্বি জেমস

    খুব সুন্দর । ভালো লাগলো

    - আলমগীর সরকার লিটন

    সুন্দর তবে সত্যই বলেছেন প্রেমের ব্যাকরণ বড়ই কঠিন

    যায় তাই বুঝে না

    অনেক শুভ কামনা আপু

    Load more comments...

M. A. Kashem

৯ বছর আগে লিখেছেন

নষ্ট ছেলের কষ্ট কাব্য

কেন বলো বারে বারে সাধতে যাবো
অবহেলায় উপেক্ষাতে কষ্ট পাবো
কষ্ট পেয়ে নষ্ট হবো
অপমানে দগ্ধ হবো ,
কে বলেছে আবার তোমায় সাধতে যাবো ?
ভগ্ন হৃদয় নগ্ন প্রণয় মগ্ন হবো
কষ্ট সয়ে অষ্ট প্রহর নষ্ট হবো
নীল বেদনায় পাথর হবো
কষ্ট নীলে নীলা হবো ,
তোমার চোখের অতল জলে হারিয়ে যাবো
তবু তুমি সুখে থেকো
অনেক অনেক ভালো থেকো;
 
তোমার চোখে - চোখের বালি কেন হবো
স্বস্থি দিতে আড়াল হবো - চলে যাবো
দূর দিগন্তে পাখা মেলে দূরের দেশে - হারিয়ে যাবো;
 
 
কেন বলো তোমার পথের কাঁটা হবো
কাঁটা দিয়ে তোলতে কাঁটা
বলির পাঁঠা কেন হবো,
তার চাইতে অনেক ভালো হারিয়ে যাবো
তোমার চোখের আড়াল হবো;
 
ঈশাণ কোণে কাল বোশেখীর
ব্যাথার কালো মেঘ হবো
চপল হাওয়ার গজল  গেয়ে
শাড়ীর আঁচল উড়িয়ে নেবো
চোখের কোণে বিরহ বাণে
ব্যাথার জলে বৃষ্টি হবো
কপোল  দু'টো ভিজিয়ে দেবো;
 
নষ্ট ছেলের কষ্ট আদর
বুঝলে না তো তাহার কদর
হৃদয় তোমার শক্ত পাথর ,
ব্যাথার দানে কাঁপবে অধর
হারিয়ে তখন গুণবে প্রহর
তখন আমার দূরের সফর;
 
নষ্ট ছেলের কষ্ট গুলো
হোক না তোমার পথের ধূলো
ধূলো জমে পাথর হলে
পাথর নিয়ে ভাসবো জলে;
 
ভাসবো জলে, ডুববো জলে
ডুবতে ডুবতে মরন হলে
এসো একবার সাগর কূলে
মনের ব্যাথায় চোখের জলে
ভালবাসার একটি ফুলে
ভাসিয়ে দিও সাগর জলে ।
---------------------------------------------------
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - টোকাই

    খুব সুন্দর । ২ নম্বরটা অসাধারণ হয়েছে ভাই । শুভ কামনা রইলো ।

     

    বানানের প্রতি আরেকটু যত্নশীল হওয়ার অনুরোধ থাকলো ।

    - ফাতিন আরফি

    থিমটা ভালো, কবিতা নিয়ে আরো কাজ করতে পারেন, তবে কিশোর কবিতা হিসেবে যথেষ্ট সুন্দর। বানানের দিকে যত্নবান হতে পারেন।

    - এই মেঘ এই রোদ্দুর

    ভোট দিলাম

M. A. Kashem

৯ বছর আগে লিখেছেন

সোনার পায়রা

——————————————————————
 
 
একটি নক্ষত্রের আছে একটি গ্রহ
গ্রহের আছে একটি মায়াবী আকাশ
আকাশের আছে দু’টি চাঁদ
পাশাপাশি সহদোরা
রূপ রহস্যে ভরা ,
একটার নাম ছায়া
একটার নাম মায়া
কেউ বলে যাদু
কেউ ডাকে মধু 
আকর্ষণে বিকর্ষণে টানে
সুখ স্বপ্ন শিহরণে
থির থির কাঁপে 
সোনার দু’টো পায়রা ,
চুমু খেলে হিরের ঠোঁটে
ডানা ঝাপটায় পাখী
কাতরে কাতরে উঠে
রূপার পালঙ্খে ;  
 
 
আমি ও উন্মাদ মাঝি আজ
পূর্ণিমার রূপালী  রাতে ,
নদীর জোয়ারে তরঙ্গে তালে
রূপোর লগি ঠেলে 
ভাসায়ে সোনার নাও ,
হাওয়াই রকেটে চড়ে
সুখের পাখা মেলে উড়ে 
অদ্ভুদ শিহরণে দেব পাড়ি 
মায়াবী আকাশে চাঁদের দেশে।
 
——————————————————————-
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - আলমগীর সরকার লিটন

    আসলেই অপরুপ লাগল কবিতা

    আগাম মাতৃভাষার শুভেচ্ছা রইল দাদা

    • - সুমন সাহা

      আপনার জন্যেও রইলো শুভেচ্ছা। লিটন ভাই আপনাকে পাশে পেয়ে ভালো লাগলো।

      রইলো মাতৃভাষা শুভেচ্ছা।emoticons

    - সুমন দে

    খুব সুন্দর । বেশ ভালো লাগলো ।

    • - সুমন সাহা

      আপনার ভালো লাগলো ভেবেই আমার অনেক ভালো লাগছে।

      ভালো থাকুন। অনেক অনেক।

      পাশে থাকুন, এভাবেই।

    - টোকাই

    ভালো লাগলো ভাই । emoticons

    • - সুমন সাহা

      অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা টোকাই।

      বরাবর পাশে পেয়ে ভালোলাগার শেষ নাই।

      শুভকামনা অনিঃশেষ জানবেন।

M. A. Kashem

৯ বছর আগে লিখেছেন

অনু গল্প : খুন-সুটি

 - শুনছো গো  
-বলো
– কলেজে আজ এক শিক্ষা অফিসার এসেছিল
– তাতে কি
– কিছু না , তারপর ও তোমাকে বললাম আর কি
– ঠিক আছে , বলো কি হয়েছে শুনি, তোমাকে আবার প্রেম -ট্রেম
নিবেদন করে বসেনি তো ?
– ঐ শুরু হয়েছে তোমার কথার প্যাচাল ………
– আচ্ছা, বাদ দাও, কি বলতে চেয়েছিলে বলো
– থাক , আর বলবো না
– থাকবে কেন? বলতে যখন চেয়েছিলে তখন বলেই ফেলো
– না বললে?
- পেঠের ভাত হজম হবে না তোমার
- তাতে তোমার কি?
- তাতে আমার কোনো সমাস্যা নেই, তবে......
- তবে কি?
– তবে কিছু না , সন্দেহ বলে একটা জিনিষ আছে না?
– তুমি তাহলে এখন ও আমাকে সন্দেহ করো
– হ্যাঁ , করি
– কেন করো
– কারণ তুমি যে  সুন্দরী
– সুন্দরী হলে কি সন্দেহ করতে হবে?
– হ্যাঁ
– কেন
– কারণ সবাই যে সুন্দরীদের প্রেমে পরে
– আমি না পরলেই তো হলো
– তুমি যে পরবে না তার নিশ্চয়তা কি?
– কোন কিছুরই তো নিশ্চয়তা নাই
– আচ্ছা , বাদ দাও, কি বলতে চেয়েছিলে যেন
– থাক আর বলতে ইচ্ছে করছে না
 
– তাহলে কাঁটাটা রেখে দেবে
– কিসের কাঁটা ?
– সন্দেহের
– শুন আমি জানি তোমার এই সন্দেহটা জীবনে ও যাবে না, তবু বলি
 আহামরি তেমন কিছু না, কার কাছে নাকি জানতে চেয়েছিলো
আমি ম্যারিড কি না। এবার হলো তো ? নাকি এখন ও সন্দেহের কাঁটা
বিধেঁ আছে গলায়?
– হ্যাঁ।
– কেন
– হারানোর ভয়ে
– তোমার এই ভয়টা কভে যাবে বল তো
– যতদিন তোমায় ভালবাসি গো
–... continue reading
Likes Comments
০ Shares

M. A. Kashem

৯ বছর আগে লিখেছেন

চন্দ্র হরণ

.
লাস্যময়ী কিশোরীর ঠোঁটের মতোন
এক খানি রূপালী চাঁদ উঠে গগনে
স্নিগ্ধ আলোয় জুড়ায় মনের উঠোন
চেয়ে থাকি এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে;
চন্দ্র আলোয় পিপাসিত কাতর মন
তক্কে থাকি দেখা হবে কখন স্বপনে
আকাশে যুবতী চাঁদ রূপের বসন
কানে কানে কব মনের কথা গোপনে;
 
 .
 
কি জানি কোথা হতে মেঘের দস্যু এসে
চন্দ্র হরি লুকায় জলধির আড়ালে
বিনিদ্র নিশি মোর চোখের জলে ভাসে
ব্যাথায় ভস্ম হৃদয় বিরহ অনলে ;
ছায়াটুকু রয়ে যায় পৃথিবীর ‘পরে
চন্দ্রালোয় ভেসে একদিন যাব ঝরে।
.
______________________________
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - আলমগীর সরকার লিটন

    কবি কে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল

Load more writings...