Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ওয়াহিদ হায়দার

৯ বছর আগে লিখেছেন

আমি আজীবন শুধু ভুল করে গেছি

আমি আজীবন ভুল করে গেছি
____ওয়াহিদ হায়দার
 
আমি আজীবন শুধু ভূলকরে গেছি...
রাত্রির কাছে সূ্র্ষ্যচেয়েছি ।
দিনের কাছে চেয়েছি চাঁদ ।
পঙ্গুর দিকে হাত বাড়িয়েছি,
ধরার জন্য মোর হাত ।
 
আমি আজীবন শুধু ভূলকরে গেছি...
মায়ের কাছে গিয়েছি,
মামা বাড়ীর গল্প শুনাতে ।
স্বপ্নহীনার কাছে দিয়েছি,
আমার স্বপ্ন বুনাতে ।
 
আমি আজীবন শুধু ভূলকরে গেছি...
সূর্যের কাছে চেয়েছি জস্না ।
তোমার স্বার্থবাদির কাছে,
আঁকতে দিয়েছি আমার জীবনের আল্পনা।
 
আমি আজীবন শুধু ভূলকরে গেছি....
পানির স্রত দেখতে চেয়েছি,
নরদমা, ডোবা কাছে,
আমি হৃদয় চেয়েছি,
তোমার মত এক হৃদয়হীনারকাছে ।
 
আমি আজীবন শুধু ভূলকরে গেছি....
বরফের কেছে গিয়েছি,
গরমের তাপ বুঝতে ।
তোমার মত হৃদয়হীনা কাছে,
গিয়েছি ভালোবাসা খুজতে ।
continue reading
Likes Comments
০ Shares

ওয়াহিদ হায়দার

৯ বছর আগে লিখেছেন

"দিলরুবা"

বাহীরে বৃষ্টির কারনে ভিজেই ট্রেন থেকে নামতে হল । ষ্টেশনে তেমন কিছুই নেই, শুধু একটা চায়ের দোকান। সামনে বিশাল মাঠ, দৃষ্টি বহু দুর পর্যন্ত ছরিয়ে দেয়া যাচ্ছে।
বৃষ্টির ভিতরে দাঁড়ানোর কোন স্থান খুঁজে পাচ্ছিনা। কাঁদে ব্যাগটা নিয়ে চায়ের দোকানের সামনে গিয়ে গিয়ে দারালাম।
-একটা বেনসন সিগেরেট দেন...
এটা শুনে লোকটা আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। যেন আমি কোন অপরাধ করে ফেলেছি।
-বেনসন নেই, নেভি আছে তাতে হবে?
বাধ্য হয়ে এক প্যাকেট নেভি নিয়ে নিলাম। আর একটা ধরালাম। এক টান দিতেই...
-তোমার নাম কি ভুলু? (পিছন ফিরে দেখি, পলিথিন মাথায় কুজু এক বিদ্ধ লোক)
-হুম, আপনি হায়াত আংকেল?
লোকটা কিছু বলল না, মাথা নেরে হ্যাঁ সূচক সংকেত দিয়ে বৃষ্টির ভীতরেই হাটা শুরু করেছে। আমিও তার পিছু পিছু হাটা দিলাম। আমি এটা বুঝে গেলাম যে লোক কথা কম বলে, এবং ভেরি ইন্টারেস্টিং। নামের সাথে মিল আছে। বয়স ১০০-১১০ হবে, কিন্তু সেটা তার হাবভাবে এবং কাজে বোঝা উপায় নেই।
 
বিমর্ষ হয়ে দারিয়ে আছি। সফিক যেমনটা বলেছিল, আসলে তার কিছুই নয়। তবে যেই বাড়িটা  সামনে দাড়িয়ে আছি, সেটা একটু আদালা। অনেক আগের পুরানো দোতালা বাড়ি। বারিটা দিকে মুখ করে তাকালে বাম দিকে একটা নদী, ডান দিকে কিছুটা ফাঁকা জায়গা, পরেই বিশাল বাগান। সামনে শুরু পথ যেখানে এখন আমি দাড়িয়ে। আর পিছনটা আপাতত দেখতে পাচ্ছিনা।
 
দোতালায় একটা ঘরে থাকার বেবস্তা হল। হায়াত আংকেল নিজেই আমাকে এই ঘরে পৌঁছে দিয়েছে। আর বলেছেঃ
-তোমরা শহরের ছেলে, এখানকার আওভাও কিছু বোঝনা। তাই আমাকে কিছু না বলে ঘর থেকে এক পাও বের হবেনা।
বাধ্য ছেলের মত আমিও মাথা নেরে... continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - টোকাই

    ভালো একটা পোষ্ট ।

    • - এই মেঘ এই রোদ্দুর

      ধন্যবাদ আপনাকে